ফিচার ডেস্ক
ভ্রমণে গিয়ে শুধু প্রকৃতি দেখাই শেষ কথা নয়; এর সঙ্গে বিভিন্ন অঞ্চলের অদ্ভুত সব অভিজ্ঞতা ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াং মাই ঘুরতে গেলে এমনই কিছু আপনাকে অবাক করবে। সেখানে কারাবন্দী নারীদের হাতে থাই ম্যাসাজ নেওয়া যায়!
চিয়াং মাই শহরের পুরোনো এলাকার রাতভিথি রোডে রয়েছে চিয়াং মাই উইমেন্স কারেকশনাল সেন্টার। এটি মূলত নারীদের কারাগার। তবে এই কারাগার ঘিরে গড়ে উঠেছে ব্যতিক্রমী উদ্যোগ। সেখানকার নারী বন্দীরা কোনো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত নন। মানে, যাঁরা কাউকে আঘাত বা ক্ষতি করার কারণে জেল খাটছেন না, তাঁদের নিয়ে বিশেষভাবে চালু করা হয়েছে এই থাই ম্যাসাজ প্রোগ্রাম। ভ্রমণকারীরা চাইলে এখানে এসে ম্যাসাজ নিতে পারে।
বাইরে থেকে দেখলে জায়গাটি সাধারণ স্পা সেন্টারই মনে হবে। ঝলমলে কক্ষ, সাজানো বিছানা আর নিরিবিলি পরিবেশ। কিন্তু আসল পার্থক্য হলো, সেখানে থেরাপিস্টরা কারাগারে বন্দী। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয় পেশাদার থাই ম্যাসাজ থেরাপিস্ট হওয়ার জন্য। পুরো প্রক্রিয়া পরিচালিত হয় কারাগারের নিয়ম মেনে। তাই পাশে সব সময় একজন প্রহরী উপস্থিত থাকেন।
প্রথম অভিজ্ঞতা
জায়গাটিতে ঢুকলেই বোঝা যায়, এটি শুধুই কারাগার নয়। সেখানে অপেক্ষা করার ক্যাফে রয়েছে। অপেক্ষার পর আপনার পালা এলে সারি সারি বিছানা সাজানো আধো অন্ধকার ঘরে নেওয়া হবে। ঘরটি অন্য যেকোনো থাই ম্যাসাজ সেন্টারের মতো। ভিজিটরদের আলাদা পোশাক দেওয়া হয়। মোবাইল ফোন, মানিব্যাগ বা অন্যান্য ব্যক্তিগত জিনিস লকারে রাখতে হয়। শুরুতে কিছুটা অস্বস্তি লাগতে পারে এই ভেবে যে আপনি জেলে আছেন। কিন্তু ম্যাসাজ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে সেই অনুভূতি মিলিয়ে যায়। বন্দীরা সাধারণত বেশি কথা বলেন না। তাঁরা শুধু জিজ্ঞেস করেন, হাতের চাপ কেমন চান। তারপর তাঁরা পুরোপুরি ম্যাসাজ করার দিকে মনোনিবেশ করেন।
সেবার ধরন ও খরচ
চিয়াং মাই উইমেন্স কারেকশনাল সেন্টারের জনপ্রিয় সেবাগুলোর মধ্যে রয়েছে—
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে এই ম্যাসাজ সেন্টার। আর এটি ছুটির দিন খোলা থাকে সকাল ৯টা থেকে। এখানে আগে থেকে বুকিং সম্ভব নয়। তাই সেখানে গিয়েই রেজিস্ট্রেশন করতে হয়। ছুটির দিন ও সময়সূচি জানা যায় ম্যাসাজ সেন্টারের অফিশিয়াল ফেসবুক পেজে।
কারাগার থেকে স্পা সার্টিফিকেট
চিয়াং মাই উইমেন্স কারেকশনাল সেন্টারের এই প্রকল্পের নাম নারি স্পা। এর লক্ষ্য নারী বন্দীদের পেশাদার থাই ম্যাসাজ প্রশিক্ষণ দেওয়া। বন্দীদের শহরের অন্য জায়গা থেকে এখানে এনে প্রশিক্ষণ দেওয়া হয়। পুরো উদ্যোগটি নিয়ন্ত্রিত হয় থাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। থাইল্যান্ডে একজন সার্টিফায়েড ম্যাসাজ থেরাপিস্ট হতে হলে প্রায় ৮০০ ঘণ্টার কোর্স সম্পন্ন করতে হয়। এর মধ্যে থাকে দর্শন, অ্যানাটমি, শারীরবিদ্যা আর প্রায় ৩০০ ঘণ্টা হাতে-কলমে চর্চা। বন্দীরা সেই একই নিয়মে প্রশিক্ষিত হন, যা শেষ হলে তাঁদের সার্টিফিকেট দেওয়া হয়।
সামাজিক প্রভাব
থাইল্যান্ডে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক নারী বন্দী রয়েছেন। অনেক নারীই দারিদ্র্য, আইনি সহায়তার অভাব কিংবা পারিবারিক চাপের কারণে দীর্ঘ সাজা ভোগ করেন। মুক্তির পর তাঁদের জন্য কাজ পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে অনেকে আবার অপরাধে জড়িয়ে পড়েন। এই বাস্তবতা বদলাতে এগিয়ে আসেন থুন্যানুন ইয়াজম। তিনি ১৫ বছর কারাগারের প্রহরী হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন ডিগনিটি নেটওয়ার্ক। যেখানে প্রশিক্ষণ শেষ করা সাবেক নারী বন্দীরা চাকরি পান। এটি শুরু হয়েছিল মাত্র ৩ জনকে দিয়ে। এখন চিয়াং মাই শহরে তাঁদের ৫টি কেন্দ্র রয়েছে। গত ১০ বছরে প্রায় ৫০০ সাবেক বন্দী এখানে কাজের সুযোগ পেয়েছেন!
ইয়াজম বলেন, ‘নারী বন্দীদের কোথাও আগে চাকরি দিতে চাইত না। কিন্তু এখন এই উদ্যোগ তাঁদের ভাগ্য বদলে দিয়েছে।’
এই উদ্যোগের কারণে বর্তমানে চিয়াং মাই শুধু মন্দির, নাইট মার্কেট বা পাহাড়ি গ্রাম ঘোরার জন্য নয়। এখানকার এই কারাগারও পর্যটকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেয়।
সূত্র: নেট জিও
ভ্রমণে গিয়ে শুধু প্রকৃতি দেখাই শেষ কথা নয়; এর সঙ্গে বিভিন্ন অঞ্চলের অদ্ভুত সব অভিজ্ঞতা ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াং মাই ঘুরতে গেলে এমনই কিছু আপনাকে অবাক করবে। সেখানে কারাবন্দী নারীদের হাতে থাই ম্যাসাজ নেওয়া যায়!
চিয়াং মাই শহরের পুরোনো এলাকার রাতভিথি রোডে রয়েছে চিয়াং মাই উইমেন্স কারেকশনাল সেন্টার। এটি মূলত নারীদের কারাগার। তবে এই কারাগার ঘিরে গড়ে উঠেছে ব্যতিক্রমী উদ্যোগ। সেখানকার নারী বন্দীরা কোনো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত নন। মানে, যাঁরা কাউকে আঘাত বা ক্ষতি করার কারণে জেল খাটছেন না, তাঁদের নিয়ে বিশেষভাবে চালু করা হয়েছে এই থাই ম্যাসাজ প্রোগ্রাম। ভ্রমণকারীরা চাইলে এখানে এসে ম্যাসাজ নিতে পারে।
বাইরে থেকে দেখলে জায়গাটি সাধারণ স্পা সেন্টারই মনে হবে। ঝলমলে কক্ষ, সাজানো বিছানা আর নিরিবিলি পরিবেশ। কিন্তু আসল পার্থক্য হলো, সেখানে থেরাপিস্টরা কারাগারে বন্দী। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয় পেশাদার থাই ম্যাসাজ থেরাপিস্ট হওয়ার জন্য। পুরো প্রক্রিয়া পরিচালিত হয় কারাগারের নিয়ম মেনে। তাই পাশে সব সময় একজন প্রহরী উপস্থিত থাকেন।
প্রথম অভিজ্ঞতা
জায়গাটিতে ঢুকলেই বোঝা যায়, এটি শুধুই কারাগার নয়। সেখানে অপেক্ষা করার ক্যাফে রয়েছে। অপেক্ষার পর আপনার পালা এলে সারি সারি বিছানা সাজানো আধো অন্ধকার ঘরে নেওয়া হবে। ঘরটি অন্য যেকোনো থাই ম্যাসাজ সেন্টারের মতো। ভিজিটরদের আলাদা পোশাক দেওয়া হয়। মোবাইল ফোন, মানিব্যাগ বা অন্যান্য ব্যক্তিগত জিনিস লকারে রাখতে হয়। শুরুতে কিছুটা অস্বস্তি লাগতে পারে এই ভেবে যে আপনি জেলে আছেন। কিন্তু ম্যাসাজ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে সেই অনুভূতি মিলিয়ে যায়। বন্দীরা সাধারণত বেশি কথা বলেন না। তাঁরা শুধু জিজ্ঞেস করেন, হাতের চাপ কেমন চান। তারপর তাঁরা পুরোপুরি ম্যাসাজ করার দিকে মনোনিবেশ করেন।
সেবার ধরন ও খরচ
চিয়াং মাই উইমেন্স কারেকশনাল সেন্টারের জনপ্রিয় সেবাগুলোর মধ্যে রয়েছে—
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে এই ম্যাসাজ সেন্টার। আর এটি ছুটির দিন খোলা থাকে সকাল ৯টা থেকে। এখানে আগে থেকে বুকিং সম্ভব নয়। তাই সেখানে গিয়েই রেজিস্ট্রেশন করতে হয়। ছুটির দিন ও সময়সূচি জানা যায় ম্যাসাজ সেন্টারের অফিশিয়াল ফেসবুক পেজে।
কারাগার থেকে স্পা সার্টিফিকেট
চিয়াং মাই উইমেন্স কারেকশনাল সেন্টারের এই প্রকল্পের নাম নারি স্পা। এর লক্ষ্য নারী বন্দীদের পেশাদার থাই ম্যাসাজ প্রশিক্ষণ দেওয়া। বন্দীদের শহরের অন্য জায়গা থেকে এখানে এনে প্রশিক্ষণ দেওয়া হয়। পুরো উদ্যোগটি নিয়ন্ত্রিত হয় থাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। থাইল্যান্ডে একজন সার্টিফায়েড ম্যাসাজ থেরাপিস্ট হতে হলে প্রায় ৮০০ ঘণ্টার কোর্স সম্পন্ন করতে হয়। এর মধ্যে থাকে দর্শন, অ্যানাটমি, শারীরবিদ্যা আর প্রায় ৩০০ ঘণ্টা হাতে-কলমে চর্চা। বন্দীরা সেই একই নিয়মে প্রশিক্ষিত হন, যা শেষ হলে তাঁদের সার্টিফিকেট দেওয়া হয়।
সামাজিক প্রভাব
থাইল্যান্ডে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক নারী বন্দী রয়েছেন। অনেক নারীই দারিদ্র্য, আইনি সহায়তার অভাব কিংবা পারিবারিক চাপের কারণে দীর্ঘ সাজা ভোগ করেন। মুক্তির পর তাঁদের জন্য কাজ পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে অনেকে আবার অপরাধে জড়িয়ে পড়েন। এই বাস্তবতা বদলাতে এগিয়ে আসেন থুন্যানুন ইয়াজম। তিনি ১৫ বছর কারাগারের প্রহরী হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন ডিগনিটি নেটওয়ার্ক। যেখানে প্রশিক্ষণ শেষ করা সাবেক নারী বন্দীরা চাকরি পান। এটি শুরু হয়েছিল মাত্র ৩ জনকে দিয়ে। এখন চিয়াং মাই শহরে তাঁদের ৫টি কেন্দ্র রয়েছে। গত ১০ বছরে প্রায় ৫০০ সাবেক বন্দী এখানে কাজের সুযোগ পেয়েছেন!
ইয়াজম বলেন, ‘নারী বন্দীদের কোথাও আগে চাকরি দিতে চাইত না। কিন্তু এখন এই উদ্যোগ তাঁদের ভাগ্য বদলে দিয়েছে।’
এই উদ্যোগের কারণে বর্তমানে চিয়াং মাই শুধু মন্দির, নাইট মার্কেট বা পাহাড়ি গ্রাম ঘোরার জন্য নয়। এখানকার এই কারাগারও পর্যটকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেয়।
সূত্র: নেট জিও
ইউরোপের কেন্দ্রে, ইতালির অভ্যন্তরে অবস্থিত বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্র সান মারিনো। একটি দর্শনীয় ক্ষুদ্ররাষ্ট্র এটি। এর নয়নাভিরাম পাহাড় এবং শান্ত প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি রয়েছে মধ্যযুগীয় চমৎকার স্থাপত্য।
৪ ঘণ্টা আগেখাসির মাংস কতভাবে রান্না করা হয়, তার কোনো হিসাব নেই। এমনকি ইউটিউবের এই যুগে খাসির মাংসের রেসিপি একেক রান্নাঘরে একেক রকম। এত রেসিপির ভিড়ে হিমশিম খাওয়ার কোনো দরকার নেই। নিজের পছন্দমতো একটা রেঁধে ফেলুন। নইলে নিজেই একটা রেসিপি আবিষ্কার করে নিন।
৬ ঘণ্টা আগেগায়িকা ছাড়াও সেলেনা গোমেজ হলেন এমন একজন ফ্যাশন আইকন, যাঁর উজ্জ্বল ও ত্রুটিহীন ত্বক সবার মনোযোগ আকর্ষণ করে। ভক্তদের জন্য তিনি টিকটকে তাঁর সাত ধাপের স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছেন। সেলেনার মতো পরিষ্কার, নিখুঁত উজ্জ্বল ত্বক পেতে ভক্তরা সহজে ঘরে বসে তাঁর রুটিনটি অনুসরণ করতে পারেন।
৮ ঘণ্টা আগেআজকাল যেকোনো কিছুতে চ্যাটজিপিটিই যেন ভরসা। যেকোনো কিছু জানতে, শিখতে এমনকি বন্ধু হিসেবেও মানুষ চ্যাটজিপিটিকে বেছে নিচ্ছেন। রান্নাঘরের রেসিপি থেকে শুরু করে অফিসের কাজ—সবকিছুর জন্য আমরা ছুটে যাই এই স্মার্ট চ্যাটবটের কাছে। কিন্তু যখন স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় আসে, তখন কি এই এআই...
১৮ ঘণ্টা আগে