ফিচার ডেস্ক, ঢাকা
ঘরের আকৃতি কেমন হবে, কোন উপকরণে ঘর নির্মিত হবে—এসব বিষয়ে প্রাচীন মানুষেরা প্রকৃতির ওপর নির্ভর করে চলত। প্রকৃতির চরিত্র ও বৈশিষ্ট্য বুঝে তৈরি করা হতো মানুষের বাসস্থান। ফলে পৃথিবীজুড়ে বাড়িঘর তৈরির বিভিন্ন সংস্কৃতি ও পদ্ধতি গড়ে উঠেছে। তেমনই একটি পদ্ধতি বাস্তু।
বাস্তুশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন, এটি বাড়ি ও ঘরের জন্য উপকারী। কারণ, এটি ইতিবাচক শক্তির প্রবাহ বাড়িয়ে তোলে।
বাস্তুশাস্ত্র কী
প্রাচীন ভারতীয় স্থাপত্যবিজ্ঞানই মূলত বাস্তুশাস্ত্র। এটি বাড়িকে এমনভাবে সাজানোর একটি নির্দেশিকা, যা প্রকৃতির উপাদান ও দিকনির্দেশনার সঙ্গে সংযোগ স্থাপন করে।
বাস্তু এমন একটি সেটআপ তৈরি করে, যেখানে থাকার জায়গা নির্দিষ্ট উপাদান এবং দিকনির্দেশের সঙ্গে তাল মিলিয়ে শক্তি ও সৌভাগ্য নিয়ে আসে বলে ধারণা করা হয়। বাস্তুবান্ধব কিছু গৃহসজ্জার সামগ্রী রয়েছে, যা নির্দিষ্ট জায়গায় রাখলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়।
একনজরে দেখে নিন—
ঘোড়ার ছবি বা ওয়ালম্যাট
বাস্তুতে ঘোড়াকে শুভ বলে মনে করা হয়। এই প্রাণীকে শক্তি ও সাফল্যের দূত বলে ভাবা হয়। বাস্তুতে বাড়িতে একাধিক চলমান ঘোড়ার ছবি বা ওয়ালম্যাট দেয়ালে টাঙালে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে।
কাচের কচ্ছপের শোপিস
কচ্ছপকে স্থিতিশীলতা ও সুরক্ষার প্রতীক ভাবা হয়। ঘরের উত্তর বা উত্তর-পূর্ব দিকগুলো প্রায়শই সাজসজ্জার জিনিসপত্র স্থাপনের জন্য শুভ বলে বিবেচিত হয়।
রঙিন মান্ডালা ডিজাইনের রাগ
মান্ডালা হলো আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ জ্যামিতিক নকশা। এগুলো প্রায়শই মহাবিশ্ব বা জীবনের আন্তসংযোগের প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়। মান্ডালা ডিজাইনের রাগ আপনার বাড়িতে একটি আনন্দদায়ক সংযোজন হতে পারে, যা শৈল্পিকতা ও ইতিবাচক শক্তির অনুভূতি জাগায়।
প্রাকৃতিক উপাদানে তৈরি আসবাব
কাঠ, বাঁশ বা বেতের আসবাবকে বাস্তু বরাবরই স্বাগত জানায়। এগুলো বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে বলে বাস্তুবান্ধব হিসেবে বিবেচিত হয়।
অন্দরসজ্জায় প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি কাপড়ের ব্যবহার
হালকা রঙের তুলা বা সিল্কের মতো প্রাকৃতিক কাপড় দিয়ে তৈরি পর্দা, বিছানার চাদর ও কুশন কভার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় বাস্তুশাস্ত্রে। এই কাপড়গুলো ব্যবহারে আরামদায়ক, টেকসই ও চোখের জন্য স্বস্তিকর। ফলে এগুলো ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় বলে মনে করা হয়।
শক্তি, প্রজ্ঞা ও সৌভাগ্যের প্রতীক হাতির শোপিস
অনেক সংস্কৃতিতে হাতি সাধারণত শক্তি, প্রজ্ঞা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বাস্তুমতে, বাড়ি বা অফিসের নির্দিষ্ট জায়গায় হাতির শোপিস স্থাপন করলে তা ইতিবাচক শক্তি ও সৌভাগ্য আকর্ষণ করে বলে মনে করা হয়। ঘর সাজানোর ক্ষেত্রে ধাতু দিয়ে তৈরি হাতির শোপিস পশ্চিম বা উত্তর-পশ্চিম কোণে এবং কাঠের তৈরি হাতির শোপিস দক্ষিণ-পূর্ব বা পূর্ব কোণে রাখতে পরামর্শ দেওয়া হয়।
পিতলের বাটি বা ফুলদানি
বসার ঘরে পিতলের বাটি বা ফুলদানিতে ফুল ভিজিয়ে রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি বিরাজ করে বলে ধারণা করা হয়। নান্দনিক ছোঁয়ার বাইরেও পিতল শুভশক্তিকে আকর্ষণ করে বলে বাস্তুর ধারণা। ঘরের উত্তর-পূর্ব বা কেন্দ্রীয় অংশে একটি পিতলের বাটি বা ফুলদানি রাখুন। সকাল বা সাঁজে ফুলভর্তি পিতলের বাটি বা ফুলদানি আপনাকে মানসিক প্রশান্তি দেবে।
সমৃদ্ধি আনে বুদ্ধমূর্তি
বিভিন্ন রকম বুদ্ধমূর্তি বাস্তুবান্ধব গৃহসজ্জায় ব্যবহৃত হয়। ধারণা করা হয়, এই মূর্তিগুলো প্রশান্তি, জ্ঞান ও ইতিবাচক শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। বাস্তুমতে, বাড়িতে বা অফিসে বুদ্ধমূর্তি রাখলে তা উত্তর-পূর্ব বা পূর্ব কোণে রাখাই ভালো। কারণ, এই দিকগুলো আধ্যাত্মিক বৃদ্ধি ও জ্ঞানের সঙ্গে যুক্ত।
ইতিবাচক শক্তি সঞ্চার করতে যে কয়েকটি বিষয় মেনে চলতে পারেন—
সূত্র: ম্যাজিক ব্রিকস ও অন্যান্য
ঘরের আকৃতি কেমন হবে, কোন উপকরণে ঘর নির্মিত হবে—এসব বিষয়ে প্রাচীন মানুষেরা প্রকৃতির ওপর নির্ভর করে চলত। প্রকৃতির চরিত্র ও বৈশিষ্ট্য বুঝে তৈরি করা হতো মানুষের বাসস্থান। ফলে পৃথিবীজুড়ে বাড়িঘর তৈরির বিভিন্ন সংস্কৃতি ও পদ্ধতি গড়ে উঠেছে। তেমনই একটি পদ্ধতি বাস্তু।
বাস্তুশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন, এটি বাড়ি ও ঘরের জন্য উপকারী। কারণ, এটি ইতিবাচক শক্তির প্রবাহ বাড়িয়ে তোলে।
বাস্তুশাস্ত্র কী
প্রাচীন ভারতীয় স্থাপত্যবিজ্ঞানই মূলত বাস্তুশাস্ত্র। এটি বাড়িকে এমনভাবে সাজানোর একটি নির্দেশিকা, যা প্রকৃতির উপাদান ও দিকনির্দেশনার সঙ্গে সংযোগ স্থাপন করে।
বাস্তু এমন একটি সেটআপ তৈরি করে, যেখানে থাকার জায়গা নির্দিষ্ট উপাদান এবং দিকনির্দেশের সঙ্গে তাল মিলিয়ে শক্তি ও সৌভাগ্য নিয়ে আসে বলে ধারণা করা হয়। বাস্তুবান্ধব কিছু গৃহসজ্জার সামগ্রী রয়েছে, যা নির্দিষ্ট জায়গায় রাখলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়।
একনজরে দেখে নিন—
ঘোড়ার ছবি বা ওয়ালম্যাট
বাস্তুতে ঘোড়াকে শুভ বলে মনে করা হয়। এই প্রাণীকে শক্তি ও সাফল্যের দূত বলে ভাবা হয়। বাস্তুতে বাড়িতে একাধিক চলমান ঘোড়ার ছবি বা ওয়ালম্যাট দেয়ালে টাঙালে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে।
কাচের কচ্ছপের শোপিস
কচ্ছপকে স্থিতিশীলতা ও সুরক্ষার প্রতীক ভাবা হয়। ঘরের উত্তর বা উত্তর-পূর্ব দিকগুলো প্রায়শই সাজসজ্জার জিনিসপত্র স্থাপনের জন্য শুভ বলে বিবেচিত হয়।
রঙিন মান্ডালা ডিজাইনের রাগ
মান্ডালা হলো আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ জ্যামিতিক নকশা। এগুলো প্রায়শই মহাবিশ্ব বা জীবনের আন্তসংযোগের প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়। মান্ডালা ডিজাইনের রাগ আপনার বাড়িতে একটি আনন্দদায়ক সংযোজন হতে পারে, যা শৈল্পিকতা ও ইতিবাচক শক্তির অনুভূতি জাগায়।
প্রাকৃতিক উপাদানে তৈরি আসবাব
কাঠ, বাঁশ বা বেতের আসবাবকে বাস্তু বরাবরই স্বাগত জানায়। এগুলো বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে বলে বাস্তুবান্ধব হিসেবে বিবেচিত হয়।
অন্দরসজ্জায় প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি কাপড়ের ব্যবহার
হালকা রঙের তুলা বা সিল্কের মতো প্রাকৃতিক কাপড় দিয়ে তৈরি পর্দা, বিছানার চাদর ও কুশন কভার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় বাস্তুশাস্ত্রে। এই কাপড়গুলো ব্যবহারে আরামদায়ক, টেকসই ও চোখের জন্য স্বস্তিকর। ফলে এগুলো ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় বলে মনে করা হয়।
শক্তি, প্রজ্ঞা ও সৌভাগ্যের প্রতীক হাতির শোপিস
অনেক সংস্কৃতিতে হাতি সাধারণত শক্তি, প্রজ্ঞা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বাস্তুমতে, বাড়ি বা অফিসের নির্দিষ্ট জায়গায় হাতির শোপিস স্থাপন করলে তা ইতিবাচক শক্তি ও সৌভাগ্য আকর্ষণ করে বলে মনে করা হয়। ঘর সাজানোর ক্ষেত্রে ধাতু দিয়ে তৈরি হাতির শোপিস পশ্চিম বা উত্তর-পশ্চিম কোণে এবং কাঠের তৈরি হাতির শোপিস দক্ষিণ-পূর্ব বা পূর্ব কোণে রাখতে পরামর্শ দেওয়া হয়।
পিতলের বাটি বা ফুলদানি
বসার ঘরে পিতলের বাটি বা ফুলদানিতে ফুল ভিজিয়ে রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি বিরাজ করে বলে ধারণা করা হয়। নান্দনিক ছোঁয়ার বাইরেও পিতল শুভশক্তিকে আকর্ষণ করে বলে বাস্তুর ধারণা। ঘরের উত্তর-পূর্ব বা কেন্দ্রীয় অংশে একটি পিতলের বাটি বা ফুলদানি রাখুন। সকাল বা সাঁজে ফুলভর্তি পিতলের বাটি বা ফুলদানি আপনাকে মানসিক প্রশান্তি দেবে।
সমৃদ্ধি আনে বুদ্ধমূর্তি
বিভিন্ন রকম বুদ্ধমূর্তি বাস্তুবান্ধব গৃহসজ্জায় ব্যবহৃত হয়। ধারণা করা হয়, এই মূর্তিগুলো প্রশান্তি, জ্ঞান ও ইতিবাচক শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। বাস্তুমতে, বাড়িতে বা অফিসে বুদ্ধমূর্তি রাখলে তা উত্তর-পূর্ব বা পূর্ব কোণে রাখাই ভালো। কারণ, এই দিকগুলো আধ্যাত্মিক বৃদ্ধি ও জ্ঞানের সঙ্গে যুক্ত।
ইতিবাচক শক্তি সঞ্চার করতে যে কয়েকটি বিষয় মেনে চলতে পারেন—
সূত্র: ম্যাজিক ব্রিকস ও অন্যান্য
মাসের শেষেই পূজা। কেনাকাটার ধুম এখন থেকে পড়ে গেছে। বাড়তি কাজ আগেভাগে সেরে ফেলতেও প্রায় প্রতিদিন হয়তো রোদে বের হতে হচ্ছে। রোজ স্নানের সময় বাড়িতে ত্বকের যত্ন নেওয়া গেলে পূজার আগেই জেল্লাদার ত্বক পেতে পারেন।
১১ ঘণ্টা আগেসৌদি ট্যুরিজম কর্তৃপক্ষের (এসটিএ) ভোক্তাবান্ধব ব্র্যান্ড ‘সৌদি, ওয়েলকাম টু অ্যারাবিয়া’ তাদের নতুন বৈশ্বিক ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। ক্যাম্পেইনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সিআর-সেভেনখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি বর্তমানে সৌদি আরবের একজন সম্মানিত বাসিন্দা।
১ দিন আগেভ্রমণের জন্য ছুটি নেওয়া, জায়গা ঠিক করা, পরিকল্পনা করা আর বাজেট গুরুত্বপূর্ণ। এসব ঠিক করে ভ্রমণে যাওয়া চূড়ান্ত হলে গোছাতে হয় লাগেজ। সেখানে থাকে পছন্দের জামাকাপড়, প্রয়োজনীয় ওষুধ এবং সাজগোজের জিনিস। পছন্দের জামার সঙ্গে নারীদের থাকে পছন্দের গয়না। সব মিলিয়ে বেশ বড়সড় হয়ে ওঠে ব্যাগ।
১ দিন আগেআমাদের ঘরের বিরক্তিকর এবং অনাকাঙ্ক্ষিত পোকামাকড়ের একটি আরশোলা। খাবার ও বাসনপত্র নোংরা করার পাশাপাশি এগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া ছড়ায়, অ্যালার্জি বাড়াতে পারে এবং হাঁপানি রোগীদের স্বাস্থ্য আরও খারাপ করে দিতে পারে। ভয়ের বিষয় হলো, এরা সহনশীল এবং অল্প খাবার, অল্প পানিতেও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।
২ দিন আগে