Ajker Patrika

ছুটিতে থাকাকালে অ্যাকুরিয়ামের দেখভাল

ফারিয়া রহমান খান
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১১: ২১
ছুটিতে থাকাকালে অ্যাকুরিয়ামের দেখভাল

বাড়িতে যাঁদের অ্যাকুরিয়াম রয়েছে তাঁদের একটু ভেবে তবেই ছুটিতে যেতে হয়। অ্যাকুরিয়ামে থাকা ছোট্ট জীবনগুলোর সঠিক পরিচর্যা ও নিরাপত্তার ব্যবস্থা করে নিশ্চিন্তে ঘুরতে যাওয়া যাবে। এ জন্য যা করতে পারেন:

কাউকে দায়িত্ব দেওয়া বেড়াতে যাওয়ার আগে পরিচিত কাউকে মাছের দেখাশোনার দায়িত্ব দিয়ে যান।  যাঁকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন, তাঁকে মাছের খাবার দেওয়াসহ যত্ন নেওয়ার বিভিন্ন দিক ভালো করে বুঝিয়ে দিন। ছোট ফিশ বল হলে মাছসহ বলটাকে পরিচিত কারও বাড়িতে রেখে আসতে পারেন সঙ্গে প্রয়োজনীয় খাবার দিয়ে।

স্বয়ংক্রিয় ফিশ ফিডার  স্বয়ংক্রিয় ফিশ ফিডার ব্যবহার ভালো বিকল্প উপায়। তবে সস্তা না কিনে ভালো মানের ফিশ ফিডার কেনার চেষ্টা করবেন। এতে আপনি নিজেও বেড়াতে গিয়ে চিন্তামুক্ত থাকবেন। 

যাওয়ার আগে করণীয়
বেড়াতে যাওয়ার দুই-তিন দিন আগে অবশ্যই অ্যাকুরিয়াম পরিষ্কার করবেন। পানির তাপমাত্রা মেপে ঠিক করবেন। অ্যাকুরিয়ামের লাইটগুলোতে ৬ থেকে ৮ ঘণ্টার টাইমার দেবেন। প্রতিদিনের প্রতিবেলার খাবার ছোট্ট জিপলক ব্যাগে করে রাখবেন, যাতে আপনার বন্ধু বা আত্মীয় খাবারের পরিমাণ বেশি বা কম না করে ফেলেন। 

ফিরে এসে করণীয়
বাসায় ফিরে সবার আগে আপনার ছোট্ট বন্ধুগুলোকে দেখুন যে ওরা ঠিক আছে কি না। অ্যাকুরিয়ামের ভেতরটা ভালোভাবে দেখুন। একটা সম্পূর্ণ মূল্যায়ন করুন। 

সূত্র: রেট মাই ফিশ ট্যাংক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত