Ajker Patrika

নোবেল পুরস্কারে সেরা ৭ বিশ্ববিদ্যালয়

আপডেট : ২১ মে ২০২৩, ১২: ৩১
নোবেল পুরস্কারে সেরা ৭ বিশ্ববিদ্যালয়

বর্তমান বিশ্বে পদার্থ, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে। পৃথিবীর এমন কিছু বিশ্ববিদ্যালয় আছে, যেগুলোর শতাধিক শিক্ষার্থী নোবেল পুরস্কার পেয়েছেন। লিখেছেন জুবায়ের আহম্মেদ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অবস্থিত। ১৬৩৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি। বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন স্নাতক নোবেল পুরস্কার পান। নোবেল বিজয়ীদের মধ্যে রাজনীতিবিদ, লেখক ও অর্থনীতিবিদ রয়েছেন। হার্ভার্ডের স্নাতক থিওডোর রুজভেল্ট, রাল্ফ বুঞ্চ, হেনরি কিসিঞ্জার এবং আল গোর নোবেল শান্তি পুরস্কার পান। এ ছাড়া তালিকায় হার্ভার্ডের কয়েকজন অধ্যাপক রয়েছেন। তাঁদের মধ্যে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী লেখক জে এম কোয়েটজি এবং রসায়নে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মার্টিন কার্প্লাস।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উচ্চশিক্ষার অন্যতম প্রাচীনতম প্রতিষ্ঠান। এটি ১৭৫৪ সালে প্রতিষ্ঠিত। এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ১০০ প্রতিভাবান মানুষ নোবেল পুরস্কার পেয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একজন। তিনি বিশ্ববিদ্যালয়টি থেকে নোবেল পুরস্কার পাওয়া সুপরিচিত প্রাক্তনদের মধ্যে একজন। জার্মান পদার্থবিদ ম্যাক্স প্ল্যাংকের তত্ত্ব পদার্থবিজ্ঞানে আমরা সবাই পড়েছি। তিনিও বিশ্ববিদ্যালয়টির ছাত্র এবং নোবেল বিজয়ী। এ ছাড়া লেখক গ্যাব্রিয়েল মিস্ত্রাল, নাদিন গর্ডিমার এবং মারিও ভার্গাস লোসা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, যাঁরা নোবেল বিজয়ী। 

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
আনুমানিক ১২০৯ সালে যুক্তরাজ্যের কেমব্রিজে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়টি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই বিশ্ববিদ্যালয়ের ৯০ জন স্নাতক নোবেল পুরস্কার জয় করেছেন। পদার্থবিজ্ঞানীদের মধ্যে লর্ড আর্নেস্ট রাদারফোর্ড, নিলস বোর ও আবদুস সালাম এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন। আমাদের উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালাম। 
লেখক বার্ট্রান্ড রাসেল ও প্যাট্রিক হোয়াইট কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নোবেল বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য।  

শিকাগো বিশ্ববিদ্যালয়শিকাগো বিশ্ববিদ্যালয়
১৮৯০ সালে প্রতিষ্ঠিত শিকাগো বিশ্ববিদ্যালয় একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টির স্নাতক বা স্টাফ ছিলেন এমন প্রায় ৮৯ জন নোবেল পুরস্কার বিজয়ী। এই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিদের তালিকায় আছেন মিল্টন ফ্রিডম্যান, জর্জ জে স্টিগলার, হ্যারি এম মার্কোভিটজ ও গ্যারি এস বেকার।

এমআইটিএমআইটি
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি ১৮৬১ সালে প্রতিষ্ঠিত। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক হওয়া সুপরিচিত নোবেল বিজয়ীদের মধ্যে রয়েছেন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান ও কূটনীতিক কফি আনান। দুজনই এই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। সাম্প্রতিক তথ্য অনুসারে, বিশ্ববিদ্যালয়টি থেকে ৮৩ জন নোবেল পুরস্কার পেয়েছেন। 

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
১৮৬৮ সালে প্রতিষ্ঠিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়টি বার্কলে, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এটি একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছেন ৬০ জন নোবেল লরিয়েট। স্টিভেন চু মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন। তিনি পদার্থবিদ্যা, আণবিক এবং সেলুলার বায়োলজির অধ্যাপক এবং লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির পরিচালক ছিলেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
আনুমানিক ১০৯৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের অক্সফোর্ডের একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৮ জন নোবেল বিজয়ী রয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের নোবেল বিজয়ীদের মধ্যে আছেন লেখক টি এস এলিয়ট ও উইলিয়াম গোল্ডিং এবং প্রভাবশালী অর্থনীতিবিদ স্যার জন আর হিকস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত