Ajker Patrika

বিতর্ক প্রতিযোগিতা

আশিকুর রহমান, নজরুল বিশ্ববিদ্যালয় 
বিতর্ক প্রতিযোগিতা

বিশ্ব নৃবিজ্ঞান দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল বিতর্ক প্রতিযোগিতা। নৃবিজ্ঞান বিভাগের বিতর্কের সংগঠন ‘নৃতার্কিক সংঘ’ আয়োজন করেছিল এ প্রতিযোগিতার। ‘দ্বন্দ্ব সূত্রে সত্য ভেদ’ ছিল প্রতিযোগিতাটির প্রতিপাদ্য।

প্রতিযোগিতাটিতে বিভাগের ছয়টি ব্যাচ থেকে আটটি দল অংশ নেয়। মোট তিনটি রাউন্ডে প্রতিযোগিতাটি শেষ হয়। প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নেয় টিম বায়ান্ন ও টিম ছয় দফা। প্রাণবন্ত বিতর্কের শেষে জয়ী হয় টিম ছয় দফা।

এতে বিচারক নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কে এম মাহমুদুল হক, প্রভাষক ফিরোজ আহমেদ আরিফ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান দোলন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনিক প্রমুখ।

ক্লাবের সভাপতি ফৌজিয়া জান্নাত তুলি বলেন, ‘প্রতিবছর আমরা ক্লাবের উদ্যোগে ছাত্রছাত্রীদের যৌক্তিকতা, নৈতিকতা এবং জ্ঞানীয় জায়গায় ভাবনার আলোড়ন তৈরি করতে এ রকম কিছু অভিনব আয়োজনের প্রয়াস চালাই।’

নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কে এম মাহমুদুল হক বলেন, ‘বিতর্ক একটি আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে যৌক্তিক মানুষ গড়ে উঠবে বলে আমি প্রত্যাশা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত