রজত কান্তি রায়, ঢাকা
মেঘবালিকারা ছুটছে। পরির মতোই ছুটছে। এখন তাদের ছোটার দিন। চরাচর ছাপিয়ে চোখ ভিজিয়ে অভিমান দেখানোর দিন। পরি বলে কথা!
ভালোবাসার নাকি ফিফটি শেডস থাকে। মানে, ৫০টি স্তর। আবার এসব স্তর নাকি ‘ডিপেন্ড অন মুড’। অর্থাৎ ভালোবাসার এই অর্ধশত স্তর নির্ভর করে মুডের ওপর। অভিমানের সঙ্গে মেশানো থাকে কষ্ট। সেই কষ্টের শেড কতগুলো, সেই হিসাব এখনো কেউ করেছে বলে মনে হয় না। তবে কষ্টের রং বলে খ্যাত নীলের যে অনেক স্তর থাকে, শেড থাকে, তা আমরা জানি। চোখ থেকে চোখে নীল রঙের এই বদল সত্যিই প্রকৃতির এক অনন্য বিষয়। এ পর্যন্ত নীল রঙের জনপ্রিয় স্তর বা শেড পাওয়া গেছে প্রায় ২৫টি। আরও থাকতে পারে। এত নীলের কটিই-বা আমরা ব্যবহার করি! ঠিক যেমন অনেক কষ্টের কথা আমাদের মনেই থাকে না।
‘সুখী মানুষের জামা’ না থাকলেও নীলের বাহার আছে বেশ। সেই বাহারি নীলকে পোশাক বানিয়ে গায়ে জড়িয়ে নেওয়া যায় যখন-তখন। বর্ষায় শাড়ি হিসেবে, টি-শার্ট হিসেবে, জিনস হিসেবে, থ্রি-পিস হিসেবে। অনেক কিছু হিসেবেই নীলকে জড়িয়ে নেওয়া চলে শরীরে, এই বর্ষায়। কিন্তু বর্ষা মানেই কেন কষ্টের কথা উঠবে? কেন নীলের কথা উঠবে? এই যে দিগন্তবিস্তৃত মেঘ আকাশের বুকে দিয়ে গেছে কালো পোঁচ, তারই কষ্ট কি? হয়তোবা।
আসুন, নীল বিষয়ে একটা ক্লাস করে ফেলি।
স্কাই ব্লু বা আকাশের মতো হালকা নীল। এটি আমরা সবাই চিনি। এই ‘সবাই চিনি’ পর্বের অন্য নীলগুলো হলো নেভি ব্লু বা গাঢ় নীল, যেটি সামুদ্রিক ইউনিফর্মে ব্যবহৃত হয়, একটি হলো রয়্যাল ব্লু বা উজ্জ্বল নীল। এরপর আছে বেবি ব্লু বা ফ্যাকাশে, নরম নীল, আছে টিল—নীল ও সবুজের মিশ্রণে যার জন্ম। আছে স্যাফায়ার ব্লু বা রত্নের মতো চকচকে নীল, পাউডার ব্লু বা হালকা ধূসর-নীল, ইন্ডিগো বা গভীর নীল-বেগুনি, আইস ব্লু বা বরফের মতো ঠান্ডা নীল। ভাবছেন, রং আবার বরফের মতো হয় কীভাবে? অ্যান্টার্কটিকায় এ ধরনের নীল বরফের পাহাড় আছে। সে জন্যই এর নাম সম্ভবত আইস ব্লু। আর আছে স্লেট ব্লু বা ধূসর মিশ্রিত নীল রং। এই ১০টি হলো প্রধান। এর পরে আছে আরও ১০টি নীল। নাম বলি কয়েকটির। যেমন একটির নাম সেরুলিয়ান বা আকাশি-নীল, একটি কোবাল্ট ব্লু বা তীব্র, উজ্জ্বল নীল। একটি আছে আলট্রামেরিন বা গাঢ় সামুদ্রিক নীল। এ পর্বে আছে ডেনিম ব্লু, মিডনাইট ব্লু, মেরিন ব্লু, স্টিল ব্লু ইত্যাদি। আর একেবারে কম পরিচিত ৫টি নীল রং হলো, ইজিয়ান ব্লু, ইলেকট্রিক ব্লু, মাজোরেল ব্লু, ইয়েলম ব্লু ও ফথালো ব্লু।
এই যে নীলের এত বৈচিত্র্য, এত সমৃদ্ধ জগৎ; কোনো দিন কি ভেবে দেখেছি? ঝুম বর্ষায় যখন একাকী ঘরে, বৃষ্টির অযুত-নিযুত ফোঁটা যখন ঝাপসা করে দেয় দৃষ্টিসীমানা, যখন তীব্র বর্ষায় ‘এখনই নামবে বুঝি শ্রাবণের ধারা’ শুনতে ভালো লাগে, খুঁজে দেখুন তো কোন নীল পর্দা ভেসে ওঠে চোখের সামনে।
মনের একেক অবস্থার জন্য একেক নীল আছে বলে মনে করেন অনেকে। আছে তার দোসর রং। এগুলোর যে মানিকজোড় তৈরি হয়, তা নাকি মানুষের মনের কথাই বলে। মনের বিশেষ অবস্থায় নাকি নীলের সঙ্গে লাল বা সাদা পরতে ভালো লাগবে। আবার সেই একই মানুষেরই নাকি ভালো লাগবে নীলের বিভিন্ন শেড পরতে, বিশেষ বিশেষ মানসিক অবস্থায়।
দুনিয়াকে বুঝতে যাওয়া বোকামি। তেমনি বুঝতে যাওয়া বোকামি, বর্ষা কেন আমাদের নীল রঙের দিকে আকৃষ্ট করে। কোনো কারণ হয়তো নেই। আবার তার গূঢ় কোনো কারণ থাকতেও পারে, যা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এত কিছু না ভেবে, নীলের যে শেড পরতে আপনার ভালো লাগে এবং সেই শেডের সঙ্গে সাদা-লাল ইত্যাদি যে রঙের পোশাক পরতে ভালো লাগে, পরে ফেলুন। এগুলোর কার্যকারণ নিয়ে পণ্ডিতেরা মাথা ঘামাক।
বর্ষার দ্বিতীয় দিবসে নীল শুভেচ্ছা।
মেঘবালিকারা ছুটছে। পরির মতোই ছুটছে। এখন তাদের ছোটার দিন। চরাচর ছাপিয়ে চোখ ভিজিয়ে অভিমান দেখানোর দিন। পরি বলে কথা!
ভালোবাসার নাকি ফিফটি শেডস থাকে। মানে, ৫০টি স্তর। আবার এসব স্তর নাকি ‘ডিপেন্ড অন মুড’। অর্থাৎ ভালোবাসার এই অর্ধশত স্তর নির্ভর করে মুডের ওপর। অভিমানের সঙ্গে মেশানো থাকে কষ্ট। সেই কষ্টের শেড কতগুলো, সেই হিসাব এখনো কেউ করেছে বলে মনে হয় না। তবে কষ্টের রং বলে খ্যাত নীলের যে অনেক স্তর থাকে, শেড থাকে, তা আমরা জানি। চোখ থেকে চোখে নীল রঙের এই বদল সত্যিই প্রকৃতির এক অনন্য বিষয়। এ পর্যন্ত নীল রঙের জনপ্রিয় স্তর বা শেড পাওয়া গেছে প্রায় ২৫টি। আরও থাকতে পারে। এত নীলের কটিই-বা আমরা ব্যবহার করি! ঠিক যেমন অনেক কষ্টের কথা আমাদের মনেই থাকে না।
‘সুখী মানুষের জামা’ না থাকলেও নীলের বাহার আছে বেশ। সেই বাহারি নীলকে পোশাক বানিয়ে গায়ে জড়িয়ে নেওয়া যায় যখন-তখন। বর্ষায় শাড়ি হিসেবে, টি-শার্ট হিসেবে, জিনস হিসেবে, থ্রি-পিস হিসেবে। অনেক কিছু হিসেবেই নীলকে জড়িয়ে নেওয়া চলে শরীরে, এই বর্ষায়। কিন্তু বর্ষা মানেই কেন কষ্টের কথা উঠবে? কেন নীলের কথা উঠবে? এই যে দিগন্তবিস্তৃত মেঘ আকাশের বুকে দিয়ে গেছে কালো পোঁচ, তারই কষ্ট কি? হয়তোবা।
আসুন, নীল বিষয়ে একটা ক্লাস করে ফেলি।
স্কাই ব্লু বা আকাশের মতো হালকা নীল। এটি আমরা সবাই চিনি। এই ‘সবাই চিনি’ পর্বের অন্য নীলগুলো হলো নেভি ব্লু বা গাঢ় নীল, যেটি সামুদ্রিক ইউনিফর্মে ব্যবহৃত হয়, একটি হলো রয়্যাল ব্লু বা উজ্জ্বল নীল। এরপর আছে বেবি ব্লু বা ফ্যাকাশে, নরম নীল, আছে টিল—নীল ও সবুজের মিশ্রণে যার জন্ম। আছে স্যাফায়ার ব্লু বা রত্নের মতো চকচকে নীল, পাউডার ব্লু বা হালকা ধূসর-নীল, ইন্ডিগো বা গভীর নীল-বেগুনি, আইস ব্লু বা বরফের মতো ঠান্ডা নীল। ভাবছেন, রং আবার বরফের মতো হয় কীভাবে? অ্যান্টার্কটিকায় এ ধরনের নীল বরফের পাহাড় আছে। সে জন্যই এর নাম সম্ভবত আইস ব্লু। আর আছে স্লেট ব্লু বা ধূসর মিশ্রিত নীল রং। এই ১০টি হলো প্রধান। এর পরে আছে আরও ১০টি নীল। নাম বলি কয়েকটির। যেমন একটির নাম সেরুলিয়ান বা আকাশি-নীল, একটি কোবাল্ট ব্লু বা তীব্র, উজ্জ্বল নীল। একটি আছে আলট্রামেরিন বা গাঢ় সামুদ্রিক নীল। এ পর্বে আছে ডেনিম ব্লু, মিডনাইট ব্লু, মেরিন ব্লু, স্টিল ব্লু ইত্যাদি। আর একেবারে কম পরিচিত ৫টি নীল রং হলো, ইজিয়ান ব্লু, ইলেকট্রিক ব্লু, মাজোরেল ব্লু, ইয়েলম ব্লু ও ফথালো ব্লু।
এই যে নীলের এত বৈচিত্র্য, এত সমৃদ্ধ জগৎ; কোনো দিন কি ভেবে দেখেছি? ঝুম বর্ষায় যখন একাকী ঘরে, বৃষ্টির অযুত-নিযুত ফোঁটা যখন ঝাপসা করে দেয় দৃষ্টিসীমানা, যখন তীব্র বর্ষায় ‘এখনই নামবে বুঝি শ্রাবণের ধারা’ শুনতে ভালো লাগে, খুঁজে দেখুন তো কোন নীল পর্দা ভেসে ওঠে চোখের সামনে।
মনের একেক অবস্থার জন্য একেক নীল আছে বলে মনে করেন অনেকে। আছে তার দোসর রং। এগুলোর যে মানিকজোড় তৈরি হয়, তা নাকি মানুষের মনের কথাই বলে। মনের বিশেষ অবস্থায় নাকি নীলের সঙ্গে লাল বা সাদা পরতে ভালো লাগবে। আবার সেই একই মানুষেরই নাকি ভালো লাগবে নীলের বিভিন্ন শেড পরতে, বিশেষ বিশেষ মানসিক অবস্থায়।
দুনিয়াকে বুঝতে যাওয়া বোকামি। তেমনি বুঝতে যাওয়া বোকামি, বর্ষা কেন আমাদের নীল রঙের দিকে আকৃষ্ট করে। কোনো কারণ হয়তো নেই। আবার তার গূঢ় কোনো কারণ থাকতেও পারে, যা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এত কিছু না ভেবে, নীলের যে শেড পরতে আপনার ভালো লাগে এবং সেই শেডের সঙ্গে সাদা-লাল ইত্যাদি যে রঙের পোশাক পরতে ভালো লাগে, পরে ফেলুন। এগুলোর কার্যকারণ নিয়ে পণ্ডিতেরা মাথা ঘামাক।
বর্ষার দ্বিতীয় দিবসে নীল শুভেচ্ছা।
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
৮ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
৯ ঘণ্টা আগেপ্রতিবারই পরিকল্পনা করেন, কিন্তু কর্মক্ষেত্র আর বাড়িতে সমানতালে ব্যস্ত থাকায় পূজায় মিষ্টিমুখের জন্য ভরসা করতে হয় মিষ্টির দোকান আর অনলাইন-ভিত্তিক খাবারের পেজগুলোর ওপর। এবার আটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন, অল্প করে হলেও ঘরেই তৈরি হবে দশমীর খাবার। আর শেষপাতে থাকবে মিষ্টিমুখের আয়োজন।
১১ ঘণ্টা আগে