Ajker Patrika

তারকাদের চোখধাঁধানো কিছু ছবি

ফারিয়া রহমান খান
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৩: ০৮
তারকাদের চোখধাঁধানো কিছু ছবি

‘মেট গালা’ ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় গালা রাত হিসেবেই পরিচিত। মে মাসের প্রথম সোমবার এই আসরে তারকারা পা রাখেন লালগালিচায়। এবারের গালিচার রং ছিল সবুজ-সাদার মিশেলে। উদ্ভাবনী ও চমকপ্রদ পোশাকের জন্য বিশ্বজুড়ে মেট গালার নাম রয়েছে। এই বছরের মেট গালার থিম ছিল ‘স্লিপিং বিউটি: রিঅ্যাওয়েকেনিং ফ্যাশন’। তারকাদের পরিহিত পোশাকগুলো ছিল বাগান থিমের। ৬ মে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত এই বছরের মেট গালার আসরে হলিউড-বলিউডের তারকারা উপস্থিত হয়েছিলেন চোখধাঁধানো সব লুকে। দেখে নিন একনজর।

এবারের মেট গালার সবুজ ও সাদা কার্পেটে উপস্থিত ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া। নীল ও বটলগ্রিন রঙের ওয়ান শোল্ডার গাউনে কার্ভ হয়ে দাঁড়িয়ে সবার কেড়েছেন এই তারকা। চেহারায় জাদুকরী লুক আনতে গাঢ় শেডগুলোতেই ভরসা করেছিলেন, তা তো বোঝাই যাচ্ছে।২০১৩ সাল থেকেই চমৎকার সব লুকে মেট গালায় ধরা দেন কিম কার্দাশিয়ান। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবার তাঁর পরনে ছিল জন গ্যালিয়ানোর সিলভার মেইসন মার্জিয়েলা গাউন। ফ্যাকাশে ধূসর রঙের করসেট টপের সঙ্গে ধূসর রঙের ফুলের নকশা করা গাউনে ইতিমধ্যে নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেছেন তিনি।

ফ্যাশনের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। যার আঁচল ২৩ ফুট লম্বা। মেট গালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের আইকনিক সিঁড়িতে প্রথম পা রাখেন। তবে এই প্রথমবার এলেন তিনি শাড়িতে।

এবারের মেট থিমের সঙ্গে সামঞ্জস্য রাখতেই যেন কেন্ডেল জেনার উপস্থিত হয়েছিলেন। তাঁর পরিহিত পোশাকটি ১৯৯৯ সালে গিভেঙ্কির নকশা করা প্রথমবারের মতো কেউ গায়ে তুলেছেন। এর আগে পোশাকটি শুধু ম্যানিকুইনেই পরানো হয়েছিল।

কাইলি জেনার ফ্যাকাশে গোলাপি অফ শোল্ডার পোশাকে চমৎকার ফ্যাশনেবল লুকে মেট-এ হাজির হয়েছিলেন। ন্য়ুড মেকআপ আর হাইহিলে সম্পন্ন হয়েছিল তাঁর পুরো সাজ।
এবারে একটি সাদা অফ শোল্ডার করসেট পোশাকে হাজির হন জিজি হাদিদ। কালো ট্রিম করা সাদা পোশাকে থ্রিডি হলুদ গোলাপ ফুলের পোশাকটিতে তাঁকে বার্বি পুতুলের মতোই লাগছিল। 
আরিয়ানা গ্রান্ডে একটি স্ট্র্যাপলেস ফ্লোর টাচ গাউনে হাজির হয়েছিলেন। মুক্তার তৈরি করসেট ও ঘন কুঁচি দেওয়া সাদা গাউনে তাঁকে অপূর্ব লাগছিল। 
মেঝে পর্যন্ত লুটিয়ে থাকা সোনালি ফুলের কারুকার্য করা গাউনে অসাধারণ লুকে উপস্থিত হয়েছিলেন স্টাইল আইকন জেনিফার লোপেজ। 
ডুয়া লিপা সবার নজর কেড়েছেন মার্ক জেকব অনুপ্রাণিত লেস ও পালকের তৈরি একটি পোশাকে। 
পামেলা অ্যান্ডারসনের প্রভাব যে চিরন্তন, তা তিনি আরও একবার প্রমাণ করেন এবারের মেট গালায়। ন্যুড রঙের ঘের সমৃদ্ধ গাউন, মাথায় পালকের ব্যান্ড ও হীরার অলংকারে তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন।

সূত্র ও ছবি: ভোগ, টাইম ম্যাগাজিন ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত