ফারিয়া রহমান খান
এবারের মেট গালার সবুজ ও সাদা কার্পেটে উপস্থিত ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া। নীল ও বটলগ্রিন রঙের ওয়ান শোল্ডার গাউনে কার্ভ হয়ে দাঁড়িয়ে সবার কেড়েছেন এই তারকা। চেহারায় জাদুকরী লুক আনতে গাঢ় শেডগুলোতেই ভরসা করেছিলেন, তা তো বোঝাই যাচ্ছে।২০১৩ সাল থেকেই চমৎকার সব লুকে মেট গালায় ধরা দেন কিম কার্দাশিয়ান। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবার তাঁর পরনে ছিল জন গ্যালিয়ানোর সিলভার মেইসন মার্জিয়েলা গাউন। ফ্যাকাশে ধূসর রঙের করসেট টপের সঙ্গে ধূসর রঙের ফুলের নকশা করা গাউনে ইতিমধ্যে নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেছেন তিনি।
ফ্যাশনের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। যার আঁচল ২৩ ফুট লম্বা। মেট গালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের আইকনিক সিঁড়িতে প্রথম পা রাখেন। তবে এই প্রথমবার এলেন তিনি শাড়িতে।
এবারের মেট থিমের সঙ্গে সামঞ্জস্য রাখতেই যেন কেন্ডেল জেনার উপস্থিত হয়েছিলেন। তাঁর পরিহিত পোশাকটি ১৯৯৯ সালে গিভেঙ্কির নকশা করা প্রথমবারের মতো কেউ গায়ে তুলেছেন। এর আগে পোশাকটি শুধু ম্যানিকুইনেই পরানো হয়েছিল।
কাইলি জেনার ফ্যাকাশে গোলাপি অফ শোল্ডার পোশাকে চমৎকার ফ্যাশনেবল লুকে মেট-এ হাজির হয়েছিলেন। ন্য়ুড মেকআপ আর হাইহিলে সম্পন্ন হয়েছিল তাঁর পুরো সাজ।
এবারে একটি সাদা অফ শোল্ডার করসেট পোশাকে হাজির হন জিজি হাদিদ। কালো ট্রিম করা সাদা পোশাকে থ্রিডি হলুদ গোলাপ ফুলের পোশাকটিতে তাঁকে বার্বি পুতুলের মতোই লাগছিল।
আরিয়ানা গ্রান্ডে একটি স্ট্র্যাপলেস ফ্লোর টাচ গাউনে হাজির হয়েছিলেন। মুক্তার তৈরি করসেট ও ঘন কুঁচি দেওয়া সাদা গাউনে তাঁকে অপূর্ব লাগছিল।
মেঝে পর্যন্ত লুটিয়ে থাকা সোনালি ফুলের কারুকার্য করা গাউনে অসাধারণ লুকে উপস্থিত হয়েছিলেন স্টাইল আইকন জেনিফার লোপেজ।
ডুয়া লিপা সবার নজর কেড়েছেন মার্ক জেকব অনুপ্রাণিত লেস ও পালকের তৈরি একটি পোশাকে।
পামেলা অ্যান্ডারসনের প্রভাব যে চিরন্তন, তা তিনি আরও একবার প্রমাণ করেন এবারের মেট গালায়। ন্যুড রঙের ঘের সমৃদ্ধ গাউন, মাথায় পালকের ব্যান্ড ও হীরার অলংকারে তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন।
সূত্র ও ছবি: ভোগ, টাইম ম্যাগাজিন ও অন্যান্য
এবারের মেট গালার সবুজ ও সাদা কার্পেটে উপস্থিত ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া। নীল ও বটলগ্রিন রঙের ওয়ান শোল্ডার গাউনে কার্ভ হয়ে দাঁড়িয়ে সবার কেড়েছেন এই তারকা। চেহারায় জাদুকরী লুক আনতে গাঢ় শেডগুলোতেই ভরসা করেছিলেন, তা তো বোঝাই যাচ্ছে।২০১৩ সাল থেকেই চমৎকার সব লুকে মেট গালায় ধরা দেন কিম কার্দাশিয়ান। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবার তাঁর পরনে ছিল জন গ্যালিয়ানোর সিলভার মেইসন মার্জিয়েলা গাউন। ফ্যাকাশে ধূসর রঙের করসেট টপের সঙ্গে ধূসর রঙের ফুলের নকশা করা গাউনে ইতিমধ্যে নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেছেন তিনি।
ফ্যাশনের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। যার আঁচল ২৩ ফুট লম্বা। মেট গালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের আইকনিক সিঁড়িতে প্রথম পা রাখেন। তবে এই প্রথমবার এলেন তিনি শাড়িতে।
এবারের মেট থিমের সঙ্গে সামঞ্জস্য রাখতেই যেন কেন্ডেল জেনার উপস্থিত হয়েছিলেন। তাঁর পরিহিত পোশাকটি ১৯৯৯ সালে গিভেঙ্কির নকশা করা প্রথমবারের মতো কেউ গায়ে তুলেছেন। এর আগে পোশাকটি শুধু ম্যানিকুইনেই পরানো হয়েছিল।
কাইলি জেনার ফ্যাকাশে গোলাপি অফ শোল্ডার পোশাকে চমৎকার ফ্যাশনেবল লুকে মেট-এ হাজির হয়েছিলেন। ন্য়ুড মেকআপ আর হাইহিলে সম্পন্ন হয়েছিল তাঁর পুরো সাজ।
এবারে একটি সাদা অফ শোল্ডার করসেট পোশাকে হাজির হন জিজি হাদিদ। কালো ট্রিম করা সাদা পোশাকে থ্রিডি হলুদ গোলাপ ফুলের পোশাকটিতে তাঁকে বার্বি পুতুলের মতোই লাগছিল।
আরিয়ানা গ্রান্ডে একটি স্ট্র্যাপলেস ফ্লোর টাচ গাউনে হাজির হয়েছিলেন। মুক্তার তৈরি করসেট ও ঘন কুঁচি দেওয়া সাদা গাউনে তাঁকে অপূর্ব লাগছিল।
মেঝে পর্যন্ত লুটিয়ে থাকা সোনালি ফুলের কারুকার্য করা গাউনে অসাধারণ লুকে উপস্থিত হয়েছিলেন স্টাইল আইকন জেনিফার লোপেজ।
ডুয়া লিপা সবার নজর কেড়েছেন মার্ক জেকব অনুপ্রাণিত লেস ও পালকের তৈরি একটি পোশাকে।
পামেলা অ্যান্ডারসনের প্রভাব যে চিরন্তন, তা তিনি আরও একবার প্রমাণ করেন এবারের মেট গালায়। ন্যুড রঙের ঘের সমৃদ্ধ গাউন, মাথায় পালকের ব্যান্ড ও হীরার অলংকারে তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন।
সূত্র ও ছবি: ভোগ, টাইম ম্যাগাজিন ও অন্যান্য
বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন তো নিতেই হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ। আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকেই মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
১ ঘণ্টা আগেটক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৬ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৮ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগে