জীবনধারা ডেস্ক
চলতি বছর মুক্তি পেয়েছে কৃতি স্যানন ও শহীদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রের ‘আঁখিয়া গুলাব’ গানটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছে। গানটি যে কেবল দর্শক জনপ্রিয়তা পেয়েছে তা নয়, খোদ কৃতি স্যাননেরও মনে ধরেছে বেশ। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে ‘আঁখিয়া গুলাব’ ক্যাপশন দিয়ে বেশ কিছু ছবি আপলোড করেছেন। বলাই বাহুল্য, ছবিগুলোতে তাঁর পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছোঁয়া রয়েছে।
সম্প্রতি ইনস্টাতে হট পিংক রঙের শাড়ি পরা ৫টি ছবি আপলোড করেছেন কৃতি স্যানন। জর্জেট শাড়ির পাড়ে একই রঙের জড়িওয়ালা লেইস বসানো। ড্রেপিং স্টাইলে পরা শাড়ির সঙ্গে ছিল কনটেমপোরারি ঘরানার ম্যাচিং ব্লাউজ। স্মোকি আই মেকআপ ও স্টেটমেন্ট জুয়েলারির মিশেলে নিজেকে যেন ভারতীয় বার্বি লুকে নিয়ে এসেছিলেন সবার সামনে। এই ছবিগুলোর ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘আঁখিয়া গুলাবকে খুব সিরিয়াসলি নিচ্ছি!’
‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমাটি মুক্তির আগে কৃতি আরও কিছু ছবি আপলোড করেছিলেন। ধবধবে সাদা বডিকন ও হাঁটু পর্যন্ত তোলা বুট পরা এই ছবিগুলোয় তাঁর মেকআপে গোলাপি আভা চোখে পড়ে।
গোলাপি আইশ্যাডো বোলানো চোখের পাতা বন্ধ করা একটি ছবি দেখে নির্ঘাত এই গানটির কথাই মনে পড়বে যে কারও। এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন ওই একই কথা, ‘আঁখিয়া গুলাব’।
এ ছাড়া ইদানীং কৃতি স্যাননের পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছিটেফোঁটা দেখা যাচ্ছেই।
এ রঙের ফুলেল ছোপওয়ালা হালকা জলপাইরঙা পোশাক পরা কিছু ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই ছবিতেও তাঁর মেকআপে ছিল গোলাপি রঙের আইশ্যাডো, ব্লাশন ও লিপস্টিক।
টপ টু বটম ‘আঁখিয়া গুলাব’।
কৃতির এই গোলাপি প্রীতি হয়তো আরও কিছুদিন চলবে।
সূত্র ও ছবি: ইনস্টাগ্রাম
চলতি বছর মুক্তি পেয়েছে কৃতি স্যানন ও শহীদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রের ‘আঁখিয়া গুলাব’ গানটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছে। গানটি যে কেবল দর্শক জনপ্রিয়তা পেয়েছে তা নয়, খোদ কৃতি স্যাননেরও মনে ধরেছে বেশ। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে ‘আঁখিয়া গুলাব’ ক্যাপশন দিয়ে বেশ কিছু ছবি আপলোড করেছেন। বলাই বাহুল্য, ছবিগুলোতে তাঁর পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছোঁয়া রয়েছে।
সম্প্রতি ইনস্টাতে হট পিংক রঙের শাড়ি পরা ৫টি ছবি আপলোড করেছেন কৃতি স্যানন। জর্জেট শাড়ির পাড়ে একই রঙের জড়িওয়ালা লেইস বসানো। ড্রেপিং স্টাইলে পরা শাড়ির সঙ্গে ছিল কনটেমপোরারি ঘরানার ম্যাচিং ব্লাউজ। স্মোকি আই মেকআপ ও স্টেটমেন্ট জুয়েলারির মিশেলে নিজেকে যেন ভারতীয় বার্বি লুকে নিয়ে এসেছিলেন সবার সামনে। এই ছবিগুলোর ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘আঁখিয়া গুলাবকে খুব সিরিয়াসলি নিচ্ছি!’
‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমাটি মুক্তির আগে কৃতি আরও কিছু ছবি আপলোড করেছিলেন। ধবধবে সাদা বডিকন ও হাঁটু পর্যন্ত তোলা বুট পরা এই ছবিগুলোয় তাঁর মেকআপে গোলাপি আভা চোখে পড়ে।
গোলাপি আইশ্যাডো বোলানো চোখের পাতা বন্ধ করা একটি ছবি দেখে নির্ঘাত এই গানটির কথাই মনে পড়বে যে কারও। এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন ওই একই কথা, ‘আঁখিয়া গুলাব’।
এ ছাড়া ইদানীং কৃতি স্যাননের পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছিটেফোঁটা দেখা যাচ্ছেই।
এ রঙের ফুলেল ছোপওয়ালা হালকা জলপাইরঙা পোশাক পরা কিছু ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই ছবিতেও তাঁর মেকআপে ছিল গোলাপি রঙের আইশ্যাডো, ব্লাশন ও লিপস্টিক।
টপ টু বটম ‘আঁখিয়া গুলাব’।
কৃতির এই গোলাপি প্রীতি হয়তো আরও কিছুদিন চলবে।
সূত্র ও ছবি: ইনস্টাগ্রাম
পানামার ছোট্ট পাহাড়ি শহর বোকে। এখানে কফিকে কেবল পানীয় বললে ভুল হবে। এটি একধরনের শিল্প এবং বিলাসিতার মিশ্রণ। বিলাসিতা বলছি; কারণ, এখানে উৎপাদিত হয় বিশ্বের সবচেয়ে দামি কফি—গেইশা। যার প্রতি কেজি ৩০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৬ লাখ টাকা। এর কারণ শুধু কফির স্বাদ নয়, এর উৎপাদন উৎস, চাষের...
১ ঘণ্টা আগেথাইল্যান্ড ভ্রমণ মানে বেশির ভাগ পর্যটকের কাছে ব্যাংক বা ফুকেট। কিন্তু যাঁরা প্রকৃতির কাছাকাছি গিয়ে ভ্রমণ উপভোগ করতে চান, তাঁদের জন্য উত্তরাঞ্চলের শহর চিয়াং মাই শহরকে স্বর্গ বললে ভুল হবে না। পাহাড়, নদী, অরণ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এই চিয়াং মাই শহর। এই গন্তব্যে কখন যাওয়া সবচেয়ে ভালো, সেটি আগে থাক
১৫ ঘণ্টা আগেবিমানভাড়া দিন দিন বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লাগেজের চার্জ। এ ছাড়া আছে সিট নির্বাচনের জন্য ফি, এমনকি খাবার-পানীয়ের জন্য অতিরিক্ত খরচ। বিমানের বিজ্ঞাপনে দেখানো ভাড়ার সঙ্গে অতিরিক্ত চার্জ যোগ করার বিষয়টি বিমানযাত্রীদের জন্য বিশাল এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১৬ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের গ্রাউবুন্ডেন ক্যান্টনের ভেতরে অবস্থিত একটি শহর চুর; যাকে বলা হয় সুইজারল্যান্ডের প্রাচীনতম শহর। প্রাগৈতিহাসিক কালের পদচিহ্ন, রোমান সাম্রাজ্যের প্রতিধ্বনি এবং মধ্যযুগের মনোমুগ্ধকর আকর্ষণ নিয়ে এই শহর এক অনন্য ঐতিহ্য বহন করে।
১৬ ঘণ্টা আগে