Ajker Patrika

গরমে পুরুষের আরামের পোশাক পোলো শার্ট

জীবনধারা ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৩: ১১
গরমে পুরুষের আরামের পোশাক পোলো শার্ট

অফিসে ক্যাজুয়াল ডে মানেই পোলো শার্ট গায়ে চড়িয়ে বেরিয়ে পড়া। তাছাড়া বিশ্ববিদ্য়ালয়ে প্রতিদিন ক্লাসে যাওয়া বা শহরের বাইরে ভ্রমণে যাওয়া থেকে শুরু করে এই গরমে কোনো দাওয়াতে গেলেও শার্ট, পাঞ্জাবির চেয়ে পোলো শার্টেই যেন ভরসা রাখা যায়।

এই সময়টায় গরমের কথা চিন্তা করে দেশীয় ব্র‍্যান্ডগুলোও নতুন নতুন পোলো শার্ট নিয়ে এসেছে। একরঙা ও স্ট্রাইপের এসব পোলো শার্টের রং হিসেবে বেছে নেওয়া হয়েছে শীতল রংগুলোকে। প্রাধান্য পেয়েছে নেভি ব্লু, আকাশি, বেগুনি, ল্যাভেন্ডার, লেবুরং, সাদা, ধূসর ইত্যাদি রং।

ট্রেন্ড মেনে এখন নারীদের মতো পুরুষরাও একটু ঢিলেঢালা পোশাক পরেন। পোলো শার্টের বেলাতেও তরুণরা কিছুটা ঢোলা ও লম্বা পোলো শার্ট বেছে নিচ্ছেন। তবে বডি ফিটিং পোলো শার্টগুলোর চাহিদাও কম নয়।

পোলো শার্টের রং ও নকশায় বৈচিত্র্য থাকে বলে জিনস, গ্যাবার্ডিন বা চিনো সব ধরনের প্যান্টের সঙ্গেই পরা যায়। হালকা রঙের পোলো শার্টের সঙ্গে নীল, কালো বা ছাই রঙের প্যান্ট বেশি মানায়। ফরমাল বা  সেমি ফরমাল লুক পেতে পোলো শার্টের সঙ্গে পরতে পারেন গ্যাবার্ডিন বা ফরমাল প্যান্ট। আবার গাঢ় রংয়ের পোলো শার্টের সঙ্গে হালকা রংয়ের প্যান্ট মানায়। এই  ধরনের আউটফিটের সঙ্গে পায়ে গলিয়ে নেওয়া যেত পারে লোফার, কনভার্স জুতা বা ফিতাওয়ালা স্যান্ডেল।

ব্র্যান্ডভেদে পোলো শার্টের কাপড়, বোতামের কাঁচামাল ও নকশায় ভিন্নতা রয়েছে। ফাইবারের বোতামের পাশাপাশি বিভিন্ন ধরনের ধাতব বোতামও ব্যবহৃত হচ্ছে। সাধারণত পোলো শার্টে ব্যবহার করা হয় আরামদায়ক নিট ফেব্রিক। গরমে স্টেচিং নিট কাপড়ের পোলো শার্টই সবচেয়ে আরামদায়ক। ১১০ থেকে ১৫০ জিএসএমের নিটেড শার্ট বেছে নেওয়া ভালো। এতে কাপড়ের ভেতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে। এমন কাপড়ের পোলো যেমন আরামদায়ক, তেমনি তাপ নিরোধক।

কোথায় পাবেন
গরমে পরার উপযোগী পোলো শার্ট পাওয়া যাবে বার্ডস আই, আড়ং, ইয়েলো, লা রিভ, মেনজ ক্লাব, ইজি, ব্যাঙ, দেশীদশ, দর্জিবাড়ি, মেনজ ক্লাব, রিচম্যান, ওয়েস্টেক্স, টেক্সমার্ট, কে-ক্রাফট, ফ্রিল্যান্ড, ডিমান্ড, মুসলিম কালেকশনসহ আরও বেশ কিছু ফ্যাশন হাউস। এ ছাড়া নিউমার্কেট, বসুন্ধরা সিটি মার্কেট, যমুনা ফিউচার পার্ক মার্কেট, নূরজাহান সুপার মার্কেট, শাহবাগের আজিজ সুপার মার্কেট, মৌচাক, বেইলি রোড, উত্তরা, মিরপুরসহ রাজধানী ঢাকা ও সারা দেশের সব সুপারমার্কেটেই পোলো শার্ট পাওয়া যায়।

দরদাম
ব্র্যান্ডভেদে পোলো টি-শার্টের দামে রয়েছে ভিন্নতা। ব্র্যান্ডের পোলো শার্ট কিনলে গুনতে হবে ৯৫০ থেকে ৩০০০ টাকা। নন-ব্র্যান্ডের পোলো টি-শার্ট পাওয়া যাবে ৩৫০ থেকে ১০০০ টাকার মধ্য়েই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত