রিক্তা রিচি, ঢাকা
টেবিলে মা নাশতা দিয়েছেন। কিন্তু মুখ গোমড়া করে বসে আছে জরি। কিছুতেই খাবার খেতে চাইছে না। সে চায় অন্য রকম কিছু খেতে। প্রতিদিনের নাশতার চেয়ে ভিন্ন কিছু। রোজ খাবার খেতে বসে জরি ভিন্ন কিছু খোঁজে। সকালের নাশতা তো জরিকে খাওয়াতে হবে। নয়তো জরি অসুস্থ হয়ে যাবে। তাই তার মা এক বুদ্ধি বের করলেন।
টেবিলের একপাশে রাখা পাউরুটি থেকে তিন পিস পাউরুটি নিলেন জরির মা। এবার একটি পাত্রে চকলেট নিলেন। সেই চকলেট একটি পাত্রে রেখে ওভেনে গরম করে নিলেন। কিছুটা চকলেট কেচাপ বোতলে ভরে নিয়েছেন জরির মা। এবার পাউরুটির ওপর শুরু হলো এক্সপেরিমেন্ট।
জরি বিড়ালছানা, খরগোশ ইত্যাদি ভালোবাসে। তাই মা ভাবলেন পাউরুটিতে জরির প্রিয় মুখ এঁকে দেবেন। আর পছন্দের বিড়ালছানা, খরগোশ কিংবা প্রিয় কোনো প্রাণীর ছবি দেখে জরি খুশি হয়ে যাবে এবং খাবার খেয়ে নেবে।
ভাবনা অনুযায়ী কাজ করলেন জরির মা। তিন পিস পাউরুটি নিলেন। একটিতে বিড়ালছানার মতো আকার দিলেন তিনি। কান, নাক ও মুখ আঁকলেন। পাত্রে গলিয়ে রাখা চকলেট দিয়ে বাকি অংশটুকু মাখিয়ে দিলেন। ঠিক এভাবে জরির মা খরগোশ ও কুকুরছানা এঁকে দিলেন পাউরুটিতে। এরপর জরি খুশি হয়ে খাবারটা খেয়ে নিল। জরির পেট ভরে গেল। মা ও জরি দুজনই খুশি।
টেবিলে মা নাশতা দিয়েছেন। কিন্তু মুখ গোমড়া করে বসে আছে জরি। কিছুতেই খাবার খেতে চাইছে না। সে চায় অন্য রকম কিছু খেতে। প্রতিদিনের নাশতার চেয়ে ভিন্ন কিছু। রোজ খাবার খেতে বসে জরি ভিন্ন কিছু খোঁজে। সকালের নাশতা তো জরিকে খাওয়াতে হবে। নয়তো জরি অসুস্থ হয়ে যাবে। তাই তার মা এক বুদ্ধি বের করলেন।
টেবিলের একপাশে রাখা পাউরুটি থেকে তিন পিস পাউরুটি নিলেন জরির মা। এবার একটি পাত্রে চকলেট নিলেন। সেই চকলেট একটি পাত্রে রেখে ওভেনে গরম করে নিলেন। কিছুটা চকলেট কেচাপ বোতলে ভরে নিয়েছেন জরির মা। এবার পাউরুটির ওপর শুরু হলো এক্সপেরিমেন্ট।
জরি বিড়ালছানা, খরগোশ ইত্যাদি ভালোবাসে। তাই মা ভাবলেন পাউরুটিতে জরির প্রিয় মুখ এঁকে দেবেন। আর পছন্দের বিড়ালছানা, খরগোশ কিংবা প্রিয় কোনো প্রাণীর ছবি দেখে জরি খুশি হয়ে যাবে এবং খাবার খেয়ে নেবে।
ভাবনা অনুযায়ী কাজ করলেন জরির মা। তিন পিস পাউরুটি নিলেন। একটিতে বিড়ালছানার মতো আকার দিলেন তিনি। কান, নাক ও মুখ আঁকলেন। পাত্রে গলিয়ে রাখা চকলেট দিয়ে বাকি অংশটুকু মাখিয়ে দিলেন। ঠিক এভাবে জরির মা খরগোশ ও কুকুরছানা এঁকে দিলেন পাউরুটিতে। এরপর জরি খুশি হয়ে খাবারটা খেয়ে নিল। জরির পেট ভরে গেল। মা ও জরি দুজনই খুশি।
চলতি ট্রেন্ডে ঘুরতে যাওয়া মানে কেবল শরীর ও মন তরতাজা করাই নয়, ফেসবুক-ইনস্টাতে ভালো ভালো ছবি তো আপলোড করে নিজের আনন্দের মুহূর্তগুলো বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াও। আর সুন্দর ছবি তোলার জন্য চাই মনকাড়া পোশাক। কিন্তু আলমারি ভর্তি এত রংবেরঙের পোশাকের ভেতর থেকে কোনটি বেছে নেবেন আর কোনটি নেবেন না,
৪ ঘণ্টা আগেএশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর অন্যতম ইন্দোনেশিয়া; বিশেষ করে বালি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, বালির বাইরে ইন্দোনেশিয়ায় আরও অনেক কিছু দেখার আছে? হ্যাঁ, আছে। বালি ছাড়াও দেশটিতে এমন পাঁচটি দ্বীপ আছে, যেগুলো এখনো কম পরিচিত।
৫ ঘণ্টা আগেপরদিন শুক্রবার। তাই বৃহস্পতিবার রাতে ঘুম হারাম। রাতভর এপাশ-ওপাশ করতে করতে ভোর চারটা। এর মাঝেই মোবাইল ফোন বাজতে শুরু করে। অমনি বিছানা ছেড়ে শুরু হলো বের হওয়ার জোর চেষ্টা।
৭ ঘণ্টা আগেভ্রমণের সময় ব্যাগের অতিরিক্ত ওজন অনেকের জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। এতে বিমানবন্দরে বাড়তি চার্জ দিতে হয়। এতে খরচও বাড়ে। এ জন্য কিছু সহজ কৌশল মেনে চললে এই খরচ এড়ানো যায়।
৮ ঘণ্টা আগে