প্রশ্ন: আমার মুখে অনেক লোম। ঘরোয়া উপায়ে এই লোম অপসারণ করার কার্যকরী উপায় আছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল
চিনি আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে হোম মেইড ওয়াক্স বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে ওয়াক্স করার পদ্ধতি না জানলে ভালো পারলারে গিয়ে করানো উত্তম।
প্রশ্ন: আমি প্রায় ১৫ বছর ধরে হাত ও পা শেভ করি। শেভিংয়ের আগে চিনি ও মধু দিয়ে স্ক্র্যাব করে নিই, যাতে কমনীয়তা থাকে এবং শেভিংয়ে সুবিধা হয়। এখন পর্যন্ত ত্বকে কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। কিন্তু পায়ের লোমকূপগুলো এখন একটু বড় দেখায়। পাশাপাশি শেভিংয়ের দু-এক দিন পর পায়ে খুব চুলকায়। হাতে এমনটা হয় না। কী করতে পারি?
ফ্লোরা নাজিয়া, চট্টগ্রাম
শেভ না করে ওয়াক্স করালে ত্বকের এই সমস্যা কমে যাবে। শেভ শেষে ফিটকিরি পানিতে ভিজিয়ে লাগিয়ে নিতে হবে। এরপর আফটার শেভ বাম ব্যবহার করতে হবে।
প্রশ্ন: সামনে আমার বিয়ে। হাতে ও পায়ে ভারী লোম আছে। পারলার থেকে বলেছে, হাতের হেয়ার রিমুভ করিয়ে নিতে। নয়তো মেকআপ বসানো যাবে না। প্রশ্ন হলো, একবার রিমোট করলে পরে আরও ভারী হয়ে উঠবে না লোমগুলো?
পিউ কুহকী, ভৈরব
ওয়াক্স নিরাপদ মাধ্যম। তবে অবশ্যই ভালো ব্র্যান্ড এবং দক্ষ হাতে করাতে হবে। কিছু ওয়াক্স আছে ব্যবহার করলে লোমকূপগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে লোম ওঠা কমিয়ে দেয়।
প্রশ্ন: শরীরের লোম কমতে পারে এমন কোনো কার্যকরী প্যাক আছে কি, যা ব্যবহারে ভালো ফল পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
সায়েন্টিফিক কোনো পদ্ধতি নেই। কিন্তু বাড়িতে ওয়াক্স করতে পারেন।
পরামর্শ দিয়েছেন:শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
প্রশ্ন: আমার মুখে অনেক লোম। ঘরোয়া উপায়ে এই লোম অপসারণ করার কার্যকরী উপায় আছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল
চিনি আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে হোম মেইড ওয়াক্স বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে ওয়াক্স করার পদ্ধতি না জানলে ভালো পারলারে গিয়ে করানো উত্তম।
প্রশ্ন: আমি প্রায় ১৫ বছর ধরে হাত ও পা শেভ করি। শেভিংয়ের আগে চিনি ও মধু দিয়ে স্ক্র্যাব করে নিই, যাতে কমনীয়তা থাকে এবং শেভিংয়ে সুবিধা হয়। এখন পর্যন্ত ত্বকে কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। কিন্তু পায়ের লোমকূপগুলো এখন একটু বড় দেখায়। পাশাপাশি শেভিংয়ের দু-এক দিন পর পায়ে খুব চুলকায়। হাতে এমনটা হয় না। কী করতে পারি?
ফ্লোরা নাজিয়া, চট্টগ্রাম
শেভ না করে ওয়াক্স করালে ত্বকের এই সমস্যা কমে যাবে। শেভ শেষে ফিটকিরি পানিতে ভিজিয়ে লাগিয়ে নিতে হবে। এরপর আফটার শেভ বাম ব্যবহার করতে হবে।
প্রশ্ন: সামনে আমার বিয়ে। হাতে ও পায়ে ভারী লোম আছে। পারলার থেকে বলেছে, হাতের হেয়ার রিমুভ করিয়ে নিতে। নয়তো মেকআপ বসানো যাবে না। প্রশ্ন হলো, একবার রিমোট করলে পরে আরও ভারী হয়ে উঠবে না লোমগুলো?
পিউ কুহকী, ভৈরব
ওয়াক্স নিরাপদ মাধ্যম। তবে অবশ্যই ভালো ব্র্যান্ড এবং দক্ষ হাতে করাতে হবে। কিছু ওয়াক্স আছে ব্যবহার করলে লোমকূপগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে লোম ওঠা কমিয়ে দেয়।
প্রশ্ন: শরীরের লোম কমতে পারে এমন কোনো কার্যকরী প্যাক আছে কি, যা ব্যবহারে ভালো ফল পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
সায়েন্টিফিক কোনো পদ্ধতি নেই। কিন্তু বাড়িতে ওয়াক্স করতে পারেন।
পরামর্শ দিয়েছেন:শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
কোনো কাজ নিখুঁতভাবে করতে, মনোযোগ দিতে এবং সেখান থেকে সেরা ফল অর্জন করার জন্য পারফেকশনিস্টরা প্রায়শই প্রশংসিত হন। কিন্তু একজন পারফেকশনিস্ট কাজে-কর্মে যতটা নিখুঁত, তাঁর মানসিক স্থিতিশীলতা কিন্তু ততটাই কম। কারণ, সেরা ও ত্রুটিহীন কাজ করতে গিয়ে মানসিকভাবে তাঁরা নানান চাপ, উদ্বেগ, এমনকি বিষণ্নতায় ভোগেন।
৯ ঘণ্টা আগেএ বছরের মে মাসে ডিজনি তাদের নতুন থিম পার্ক স্থাপনের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রদেশ কিংবা জাপানের মনোরম প্রকৃতিকে বাদ দিয়ে ডিজনি বেছে নেয় আবুধাবিকে। এবার কি অরল্যান্ডোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে আবুধাবি!
১২ ঘণ্টা আগেশরৎ থেকে একেবারে বসন্ত পর্যন্ত ত্বকে মরা কোষ একটু বেশিই জন্মায়। অর্থাৎ ত্বকের জেল্লা অনেকটাই ঢাকা পড়ে যায় এর নিচে। ডেথ সেল বা মরা কোষ ত্বকের ওপর সাদা স্তর ফেলে। কনুই, হাঁটু ও গোড়ালিতে মরা কোষ বেশি জন্মায়।
১৬ ঘণ্টা আগেছাদকৃষি আমাদের দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন আর শুধু সবজি নয়, ছাদে ফলানো হচ্ছে নানান ধরনের ফল। বাজারে উন্নত জাতের কলম চারা পাওয়া যায়, যেগুলো অল্প সময়ে বড় হয়ে প্রচুর ফল দেয়।
১৭ ঘণ্টা আগে