নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পানি, তেল, বেভারেজ বা শ্যাম্পু শেষ হওয়ার পর এসবের প্লাস্টিকের বোতলগুলো আমরা ময়লার ঝুড়িতে ফেলে দিই, যা কিনা শেষমেশে জমা হয় শহরের উন্মুক্ত কোনো জায়গায়।
কখনো ফেলে দেওয়া এসব প্লাস্টিকের বোতল নদী বা জলাশয়ে জমে যায়, যা মাটির জন্য ক্ষতিকারক এবং জলজ প্রাণীর বেঁচে থাকার পক্ষে হুমকি হয়ে দাঁড়ায়। তাই এসব প্লাস্টিকের বোতল যদি বাড়িতেই পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না।
প্লাস্টিকের এসব বোতলে গাছ লাগানো যায়।
এ জন্য পানি বা তেলের ছোট বা মাঝারি আকারের বোতল মাঝ বরাবর কেটে নিতে হবে। নিচের এক ভাগ ও ওপরের কর্ক লাগানো আরেকটি ভাগ হবে বোতলটির।
এবার মনের মতো করে দুটি অংশকে রং করে নিতে হবে। পারলে নকশাও করে নেওয়া যায়। রং ভালোভাবে শুকালে তাতে মাটি ভরে লাগাতে হবে ছোট অ্যালোভেরা, ক্যাকটাস বা সাকুলান্ট।
পানি, তেল, বেভারেজ বা শ্যাম্পু শেষ হওয়ার পর এসবের প্লাস্টিকের বোতলগুলো আমরা ময়লার ঝুড়িতে ফেলে দিই, যা কিনা শেষমেশে জমা হয় শহরের উন্মুক্ত কোনো জায়গায়।
কখনো ফেলে দেওয়া এসব প্লাস্টিকের বোতল নদী বা জলাশয়ে জমে যায়, যা মাটির জন্য ক্ষতিকারক এবং জলজ প্রাণীর বেঁচে থাকার পক্ষে হুমকি হয়ে দাঁড়ায়। তাই এসব প্লাস্টিকের বোতল যদি বাড়িতেই পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না।
প্লাস্টিকের এসব বোতলে গাছ লাগানো যায়।
এ জন্য পানি বা তেলের ছোট বা মাঝারি আকারের বোতল মাঝ বরাবর কেটে নিতে হবে। নিচের এক ভাগ ও ওপরের কর্ক লাগানো আরেকটি ভাগ হবে বোতলটির।
এবার মনের মতো করে দুটি অংশকে রং করে নিতে হবে। পারলে নকশাও করে নেওয়া যায়। রং ভালোভাবে শুকালে তাতে মাটি ভরে লাগাতে হবে ছোট অ্যালোভেরা, ক্যাকটাস বা সাকুলান্ট।
ভ্রমণ সব বয়সের মানুষের জন্যই আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর ও প্রয়োজনের ধরণও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়া-দাওয়া সব দিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
৩১ মিনিট আগেছোট হোক বা বড়, যে কাজেই ব্যবহার হোক না কেন প্রায় সবার বাড়িতে একটি করে বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয় বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফটি পরিবর্তন করে
২ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগে পর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। তবে এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের মানুষের জাতীগত বড় সমস্যা হলো, তারা মনে করে পৃথিবীর সব ‘প্রথম’ ও ‘সবচেয়ে বড় বা ছোট’র রেকর্ড থাকবে শুধু তাদের অধিকারে। কিন্তু না। আপনি যদি ভোরবেলা হাঁসের মাংসে খেতে যেতে পারেন, তো অন্য অনেকে আপনাকে টেক্কা দিয়ে রাত ও ভোরের সঙ্গমস্থলের যে সময়, যাকে উষা নামে ডাকা হয়, সে সময় হাঁসের মাংস...
৪ ঘণ্টা আগে