শোভন সাহা
প্রশ্ন: চুল এক দিন শ্যাম্পু না করলেই কেমন যেন তেল চিটচিট করে আর গন্ধ হয়ে যায়। আগে প্রতিদিন শ্যাম্পু করতাম। কিন্তু এতে অনেক চুল পড়ে। কী করতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: কসমেটোলজিস্টের পরামর্শমতো শ্যাম্পু ব্যবহার করে দেখুন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু শ্যাম্পু রোজ ব্যবহার করলে চুল পড়ে যায়—এ ধারণা সঠিক নয়।
প্রশ্ন: শিট মাস্ক কি আসলেই কার্যকর? শুষ্ক ত্বকের জন্য কোন ধরনের শিট মাস্ক ব্যবহার করা উচিত? প্রিসিলা গোমেজ, দিনাজপুরকার্যকর। হাইড্রেটিং শিট মাস্ক বা শিট মাস্ক ফর ড্রাই স্কিন ব্যবহার করতে পারেন। তার আগে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
উত্তর: আমার পায়ে হিলক্র্যাক আছে। ওই অংশের চামড়া ক্রমশই মোটা হয়ে যাচ্ছে। ইদানীং বাড়িতে সপ্তাহে একবার পেডিকিউর করছি, কিন্তু পুরোপুরি মরা চামড়া উঠছে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি এই সমস্যা হয়? আগে এটি ছিল না। মাসুদুল হক, চাঁদপুর
বাড়িতে অনেক সময় পুরোপুরি যত্ন নেওয়া সম্ভব হয় না। ভালো মানের পারলারে গিয়ে পেডিকিউর করান মাসে অন্তত দুবার। ভালো মানের ফুট ক্রিম ব্যবহার করতে হবে আর অবশ্যই বাসার ভেতরও স্যান্ডেল বা কমফোর্ট সুজ পরে থাকতে হবে।
শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
প্রশ্ন: চুল এক দিন শ্যাম্পু না করলেই কেমন যেন তেল চিটচিট করে আর গন্ধ হয়ে যায়। আগে প্রতিদিন শ্যাম্পু করতাম। কিন্তু এতে অনেক চুল পড়ে। কী করতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: কসমেটোলজিস্টের পরামর্শমতো শ্যাম্পু ব্যবহার করে দেখুন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু শ্যাম্পু রোজ ব্যবহার করলে চুল পড়ে যায়—এ ধারণা সঠিক নয়।
প্রশ্ন: শিট মাস্ক কি আসলেই কার্যকর? শুষ্ক ত্বকের জন্য কোন ধরনের শিট মাস্ক ব্যবহার করা উচিত? প্রিসিলা গোমেজ, দিনাজপুরকার্যকর। হাইড্রেটিং শিট মাস্ক বা শিট মাস্ক ফর ড্রাই স্কিন ব্যবহার করতে পারেন। তার আগে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
উত্তর: আমার পায়ে হিলক্র্যাক আছে। ওই অংশের চামড়া ক্রমশই মোটা হয়ে যাচ্ছে। ইদানীং বাড়িতে সপ্তাহে একবার পেডিকিউর করছি, কিন্তু পুরোপুরি মরা চামড়া উঠছে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি এই সমস্যা হয়? আগে এটি ছিল না। মাসুদুল হক, চাঁদপুর
বাড়িতে অনেক সময় পুরোপুরি যত্ন নেওয়া সম্ভব হয় না। ভালো মানের পারলারে গিয়ে পেডিকিউর করান মাসে অন্তত দুবার। ভালো মানের ফুট ক্রিম ব্যবহার করতে হবে আর অবশ্যই বাসার ভেতরও স্যান্ডেল বা কমফোর্ট সুজ পরে থাকতে হবে।
শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
সারা দিন হাতের ত্বকের ওপর সূর্যরশ্মির প্রচণ্ড অত্যাচার চলে। ফলে খুব স্বাভাবিকভাবে হাতের ত্বকের রং মুখের ত্বকের তুলনায় গাঢ় হয়ে যায়। প্রায় সবার ক্ষেত্রে দেখা যায় মুখের রঙের তুলনায় হাতের রং একটু গাঢ়। ফলে পুরো দেহের ত্বকের রঙের এই ভারসাম্যহীনতা দূর করতে হাতের যত্ন নিতে হবে একটু মনে করেই।
৩ ঘণ্টা আগেনবম থেকে এগারো শতকের জাপানে ছাতা ছিল কেবল ক্ষমতাবানদের ব্যবহার্য জিনিস। তখন শাসক বা ধর্মীয় নেতাদের মাথার ওপর সম্মান ও আধ্যাত্মিক ছায়ার প্রতীক হিসেবে দীর্ঘ হাতলযুক্ত বড় ছাতা ধরা হতো। বারো শতকের পর সাধারণ মানুষও ছাতা ব্যবহার শুরু করে।
১৪ ঘণ্টা আগেড. উইনগার্ডের মতে, মশা কাকে বেশি কামড়াবে, তার ৮৫ শতাংশ নির্ভর করে আমাদের জেনেটিক বৈশিষ্ট্যের ওপর। তবে বাকি অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। তিনি গ্রীষ্মকালে মশার হাত থেকে বাঁচতে ৫টি বৈজ্ঞানিক উপায় জানিয়েছেন।
১৫ ঘণ্টা আগেরান্নায় চিনি ব্যবহারে খাবারের রং ও স্বাদ—দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন, তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১ দিন আগে