Ajker Patrika

বর্ষায় মেটাল গয়না

দিতি আহমেদ
আপডেট : ২৭ জুন ২০২১, ১৭: ০১
বর্ষায় মেটাল গয়না

ঢাকা: বিভিন্ন উপকরণে তৈরি গয়না ব্যবহার করে থাকেন নারীরা। তবে বর্তমানে হালকা ও দৃষ্টিনন্দন গয়না ব্যবহারের প্রচলন হয়েছে। বর্ষা আসছে বলে কি গয়না বাক্সবন্দী থাকবে? হয়তো সুতার, কাপড়ের বা কাঠের গয়নাগুলো সযত্নে বাক্সবন্দী থাকতে পারে। ফলে মেটাল বা ধাতুর গয়না হবে বর্ষার সহচরী। সঙ্গে থাকবে পুঁতি, পাথর আর অক্সাইডের গয়না। মোটকথা, বর্ষার ঝুমবৃষ্টিতে ভিজলেও যেন ক্ষতি না হয়, সেরকম গয়নাই ব্যবহার হবে বর্ষার দিনগুলোয়।

রুপার গয়না
ধাতুর গয়নার মধ্যে রুপার গয়নার কথা আসে প্রথমে। নিরাপত্তার কথা ভেবে অনেকেই সোনার গয়না ব্যবহার করেন না। সে জায়গা পূরণ করেছে গোল্ড প্লেটেড রুপার গয়না। এ ছাড়া রুপার নিজস্ব রঙের গয়নার কদরও আছে বেশ। রুপার দুল কিংবা পায়ের নূপুর অথবা মোটা ফুলতোলা চেইনে বর্ষায়ও নারীরা থাকবেন সালংকারা। শাড়ির সঙ্গে খুব সহজেই মানিয়ে যায় একটু ভারী রুপার গয়না।

মডেল: আনিস্তা, সৌজন্য: গ্লূয়েড টুগেদার, ছবি: সৈয়দ অয়নতামার গয়না
তামা ও পিতলের গয়নার জনপ্রিয়তা রয়েছে তরুণীদের মধ্যে। পায়ে রুপার নূপুরের পরিবর্তে এখন অনেকেই ব্যবহার করেন তামার তৈরি মল। তামার মল যেমন আছে তেমনি আছে হাত ও কানের বিভিন্ন অলংকার। বৃষ্টিতে ভিজলেও তামার গয়নার কোনো ক্ষতি হয় না। শাড়ি কিংবা জিন্স, ফতুয়া কিংবা কামিজ সবকিছুর সঙ্গেই মানিয়ে যায় তামার গয়না।

গয়নার যত্ন
ব্যবহারের পর যত্ন নিলে গয়না উজ্জ্বল এবং দীর্ঘদিন ব্যবহারের উপযোগী থাকে। রুপার গয়না ক্ষয়প্রবণ। আবহাওয়ার আর্দ্রতার কারণে রুপা খুব তাড়াতাড়ি জেল্লা হারিয়ে ফেলে। তাই একে সব সময় আর্দ্রতা প্রতিরোধকারী পাত্র বা কনটেইনারের মধ্যে রাখা উচিত।

হেয়ার স্প্রে ও পারফিউম থেকে প্রবাল ও মুক্তার গয়না দূরে রাখতে হয়। স্প্রেগুলো গয়নায় লাগলে তার জৌলুস নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে গয়নাটাও নষ্ট হয়ে যায়। মুক্তার গয়না ব্যবহার করার পর নরম প্যাকেট বা প্লাস্টিকের ব্যাগে যত্নসহকারে রাখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত