দিতি আহমেদ
ঢাকা: বিভিন্ন উপকরণে তৈরি গয়না ব্যবহার করে থাকেন নারীরা। তবে বর্তমানে হালকা ও দৃষ্টিনন্দন গয়না ব্যবহারের প্রচলন হয়েছে। বর্ষা আসছে বলে কি গয়না বাক্সবন্দী থাকবে? হয়তো সুতার, কাপড়ের বা কাঠের গয়নাগুলো সযত্নে বাক্সবন্দী থাকতে পারে। ফলে মেটাল বা ধাতুর গয়না হবে বর্ষার সহচরী। সঙ্গে থাকবে পুঁতি, পাথর আর অক্সাইডের গয়না। মোটকথা, বর্ষার ঝুমবৃষ্টিতে ভিজলেও যেন ক্ষতি না হয়, সেরকম গয়নাই ব্যবহার হবে বর্ষার দিনগুলোয়।
রুপার গয়না
ধাতুর গয়নার মধ্যে রুপার গয়নার কথা আসে প্রথমে। নিরাপত্তার কথা ভেবে অনেকেই সোনার গয়না ব্যবহার করেন না। সে জায়গা পূরণ করেছে গোল্ড প্লেটেড রুপার গয়না। এ ছাড়া রুপার নিজস্ব রঙের গয়নার কদরও আছে বেশ। রুপার দুল কিংবা পায়ের নূপুর অথবা মোটা ফুলতোলা চেইনে বর্ষায়ও নারীরা থাকবেন সালংকারা। শাড়ির সঙ্গে খুব সহজেই মানিয়ে যায় একটু ভারী রুপার গয়না।
তামার গয়না
তামা ও পিতলের গয়নার জনপ্রিয়তা রয়েছে তরুণীদের মধ্যে। পায়ে রুপার নূপুরের পরিবর্তে এখন অনেকেই ব্যবহার করেন তামার তৈরি মল। তামার মল যেমন আছে তেমনি আছে হাত ও কানের বিভিন্ন অলংকার। বৃষ্টিতে ভিজলেও তামার গয়নার কোনো ক্ষতি হয় না। শাড়ি কিংবা জিন্স, ফতুয়া কিংবা কামিজ সবকিছুর সঙ্গেই মানিয়ে যায় তামার গয়না।
গয়নার যত্ন
ব্যবহারের পর যত্ন নিলে গয়না উজ্জ্বল এবং দীর্ঘদিন ব্যবহারের উপযোগী থাকে। রুপার গয়না ক্ষয়প্রবণ। আবহাওয়ার আর্দ্রতার কারণে রুপা খুব তাড়াতাড়ি জেল্লা হারিয়ে ফেলে। তাই একে সব সময় আর্দ্রতা প্রতিরোধকারী পাত্র বা কনটেইনারের মধ্যে রাখা উচিত।
হেয়ার স্প্রে ও পারফিউম থেকে প্রবাল ও মুক্তার গয়না দূরে রাখতে হয়। স্প্রেগুলো গয়নায় লাগলে তার জৌলুস নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে গয়নাটাও নষ্ট হয়ে যায়। মুক্তার গয়না ব্যবহার করার পর নরম প্যাকেট বা প্লাস্টিকের ব্যাগে যত্নসহকারে রাখতে হবে।
ঢাকা: বিভিন্ন উপকরণে তৈরি গয়না ব্যবহার করে থাকেন নারীরা। তবে বর্তমানে হালকা ও দৃষ্টিনন্দন গয়না ব্যবহারের প্রচলন হয়েছে। বর্ষা আসছে বলে কি গয়না বাক্সবন্দী থাকবে? হয়তো সুতার, কাপড়ের বা কাঠের গয়নাগুলো সযত্নে বাক্সবন্দী থাকতে পারে। ফলে মেটাল বা ধাতুর গয়না হবে বর্ষার সহচরী। সঙ্গে থাকবে পুঁতি, পাথর আর অক্সাইডের গয়না। মোটকথা, বর্ষার ঝুমবৃষ্টিতে ভিজলেও যেন ক্ষতি না হয়, সেরকম গয়নাই ব্যবহার হবে বর্ষার দিনগুলোয়।
রুপার গয়না
ধাতুর গয়নার মধ্যে রুপার গয়নার কথা আসে প্রথমে। নিরাপত্তার কথা ভেবে অনেকেই সোনার গয়না ব্যবহার করেন না। সে জায়গা পূরণ করেছে গোল্ড প্লেটেড রুপার গয়না। এ ছাড়া রুপার নিজস্ব রঙের গয়নার কদরও আছে বেশ। রুপার দুল কিংবা পায়ের নূপুর অথবা মোটা ফুলতোলা চেইনে বর্ষায়ও নারীরা থাকবেন সালংকারা। শাড়ির সঙ্গে খুব সহজেই মানিয়ে যায় একটু ভারী রুপার গয়না।
তামার গয়না
তামা ও পিতলের গয়নার জনপ্রিয়তা রয়েছে তরুণীদের মধ্যে। পায়ে রুপার নূপুরের পরিবর্তে এখন অনেকেই ব্যবহার করেন তামার তৈরি মল। তামার মল যেমন আছে তেমনি আছে হাত ও কানের বিভিন্ন অলংকার। বৃষ্টিতে ভিজলেও তামার গয়নার কোনো ক্ষতি হয় না। শাড়ি কিংবা জিন্স, ফতুয়া কিংবা কামিজ সবকিছুর সঙ্গেই মানিয়ে যায় তামার গয়না।
গয়নার যত্ন
ব্যবহারের পর যত্ন নিলে গয়না উজ্জ্বল এবং দীর্ঘদিন ব্যবহারের উপযোগী থাকে। রুপার গয়না ক্ষয়প্রবণ। আবহাওয়ার আর্দ্রতার কারণে রুপা খুব তাড়াতাড়ি জেল্লা হারিয়ে ফেলে। তাই একে সব সময় আর্দ্রতা প্রতিরোধকারী পাত্র বা কনটেইনারের মধ্যে রাখা উচিত।
হেয়ার স্প্রে ও পারফিউম থেকে প্রবাল ও মুক্তার গয়না দূরে রাখতে হয়। স্প্রেগুলো গয়নায় লাগলে তার জৌলুস নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে গয়নাটাও নষ্ট হয়ে যায়। মুক্তার গয়না ব্যবহার করার পর নরম প্যাকেট বা প্লাস্টিকের ব্যাগে যত্নসহকারে রাখতে হবে।
ধূমপান শুধু ক্যানসার নয়, আরও অনেক রোগের কারণ। ধূমপানের কারণে সবচেয়ে বেশি হয় ফুসফুসের ক্যানসার। বিভিন্ন সূত্রে মানুষ তামাকের ক্ষতি সম্পর্কে জানে। কিন্তু ধূমপান ছাড়ার পর শরীরে কী ঘটে এবং ফুসফুস ক্যানসারের ঝুঁকি কতটা কমে, তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে।
৫ ঘণ্টা আগেসম্প্রতি নেপাল সরকার ঘোষণা করেছে, দেশের দূরবর্তী পশ্চিমাঞ্চলের ৯৭টি পাহাড়ে চূড়ায় ওঠার ফি আগামী দুই বছরের জন্য সম্পূর্ণ মওকুফ থাকবে। এই ৯৭টি পাহাড়ের মধ্যে ২০টি নেপালের একেবারে সুদূর পশ্চিম প্রদেশে এবং ৭৭টি কার্নালি প্রদেশে অবস্থিত। এই অঞ্চলগুলোকে নেপালের কম উন্নত ও দরিদ্র এলাকা হিসেবে ধরা হয়।
৭ ঘণ্টা আগেহিমালয়ের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর মূল অভিযান। রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অলটিটিউড হান্টার বিডি’র ‘মানাসলুর প্রকৃত শিখরে পৌঁছানোর প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগেচীনে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অ্যাডাল্ট প্যাসিফায়ার বা প্রাপ্তবয়স্কদের চুষনি। এগুলো আকারে বড় এবং বৈচিত্র্যময় নকশায় বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। দাঁত বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।
২০ ঘণ্টা আগে