কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
এখন সন্ধ্যা নামলে পাতাগুলো কেমন নিস্তেজ হয়ে যায়। রাতের প্রহরে প্রহরে তাপমাত্রা কমতে থাকে। আর ভোরে ঝকঝকে নীল আকাশে সূর্যের আভা এখন অনেকটাই সোনালি। সেপ্টেম্বর সব সময় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসে। এই বদলের ঢেউ লাগে ত্বকে।
প্রতিদিন বডি লোশন ব্যবহার করলে ত্বক মসৃণ ও কোমল থাকে। এমনকি এর ব্যবহার ত্বকের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ত্বকের সুস্থতার জন্য তার ধরন এবং প্রয়োজন অনুযায়ী বডি লোশন খুঁজে বের করা বেশি জরুরি। এটি ত্বক সতেজ রাখার পাশাপাশি শুষ্কতা এবং এর সঙ্গে আসা অস্বস্তি রোধ করতে সাহায্য করে। কিন্তু কেমন ত্বকে কেমন লোশন চাই?
শুষ্ক ত্বক
শুষ্ক ত্বকের প্রাথমিক লক্ষ্য হলো আর্দ্রতা পুনরুদ্ধার করা এবং আরও শুষ্ক হয়ে যাওয়া প্রতিরোধ করা। এ ধরনের ত্বকের জন্য এমন একটি বডি লোশন প্রয়োজন, যাতে শিয়া বাটার, গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড বা সিরামাইডের মতো উপাদান থাকে। ত্বকে প্রতিরক্ষামূলক বলয় তৈরি করতে, এর প্রাকৃতিক লিপিডগুলো পুনরায় পূরণ করতে এবং দীর্ঘস্থায়ীভাবে সতেজ রাখতে ক্রিমভিত্তিক ফরমুলেশন বেছে নিন। অ্যালকোহল শুষ্ক ত্বক আরও শুষ্ক করে দিতে পারে বলে অনেকেই অ্যালকোহলযুক্ত পণ্য এড়িয়ে চলার পরামর্শ দেন।
তৈলাক্ত এবং ব্রণপ্রবণ ত্বক
যাদের ত্বক তৈলাক্ত, তাদের মূল লড়াই হয়ে থাকে আর্দ্রতা এবং তৈলাক্ততার মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে। তাই একটি হালকা ওজনের, নন-কমেডোজেনিক এবং হাইপোঅ্যালার্জেনিক বডি লোশন বেছে নিতে হবে। এগুলো ত্বকে অতিরিক্ত তেল যোগ করে না। পাশাপাশি লোশনটি যেন ছিদ্র আটকে না দিয়ে ত্বক ময়শ্চারাইজ করতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। ঘৃতকুমারী (অ্যালোভেরা), গ্লিসারিন, নিয়াসিনামাইডের মতো আরও কিছু উপাদান আছে, যেগুলো ত্বকে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে, প্রদাহ কমায় এবং ছিদ্র আটকে না দিয়ে সজীবতা বাড়ায়।
এ ধরনের ত্বকের জন্য জেল বা পানিভিত্তিক লোশন বেছে নিতে হবে, যা ম্যাট ফিনিশ দেবে। এ জন্য তেলমুক্ত বা নন-কমেডোজেনিক লেবেলযুক্ত লোশন বেছে নিন।
সংবেদনশীল ত্বক
সংবেদনশীল ত্বকের সূক্ষ্ম যত্ন প্রয়োজন। কারণ, এ ধরনের ত্বকে ছোটখাটো ভুলেও জ্বালা এবং অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই অ্যালোভেরা, ক্যামোমাইল বা সিরামাইডযুক্ত হাইপোঅ্যালার্জেনিক, রঞ্জকমুক্ত এবং সুগন্ধিমুক্ত বডি লোশন বেছে নিতে হবে। এই উপাদানগুলো ত্বকের বাধাকে শক্তিশালী করতে সাহায্য করে এবং কোনো জ্বালা বা চুলকানি তৈরি না করেই প্রশান্তিদায়ক অনুভূতি দেবে। সঙ্গে প্যারাবেন এবং ফর্মালডিহাইড-যুক্ত লোশন এড়িয়ে চলতে হবে।
স্বাভাবিক ত্বক
স্বাভাবিক ত্বকের কোনো অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। এ ক্ষেত্রে এমন লোশন বেছে নিতে হবে, যাতে রয়েছে গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড এবং ভিটামিন ই। এই উপাদানগুলো ত্বকের সতেজতা বাড়ায় এবং ত্বক চর্বিহীন করে তোলে। স্বাভাবিক ত্বকের জন্য হালকা লোশন বেছে নিতে হবে। এগুলো এ ধরনের ত্বক মসৃণ এবং নরম করবে।
ঘৃতকুমারী (অ্যালোভেরা), গ্লিসারিন, নিয়াসিনামাইডের মতো আরও কিছু উপাদান আছে, যেগুলো ত্বকে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে, প্রদাহ কমায় এবং ছিদ্র আটকে না দিয়ে সজীবতা বাড়ায়
মিশ্র ত্বক
মিশ্র ত্বকের জন্য প্রয়োজন এমন বডি লোশন, যা ত্বকের শুষ্ক জায়গায় আর্দ্রতা যোগ করতে পারে। সেই সঙ্গে তৈলাক্ততা বজায় রাখতে পারে। এ ক্ষেত্রে নিয়াসিনামাইডযুক্ত লোশন ব্যবহার করতে হবে। কারণ, এটি তেল উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, সজীবতা বাড়ায় এবং ত্বকের ছিদ্র বন্ধ না করে জ্বালা কমায়।
বার্ধক্যজনিত ত্বক
রেটিনল, পেপটাইডস, অ্যান্টি-অক্সিডেন্ট এবং হায়ালুরোনিক অ্যাসিডের মতো বার্ধক্যরোধী উপাদানগুলো এ ধরনের ত্বকের জন্য ভালো কাজ করে। যেসব লোশনে এ উপাদান আছে, সেগুলো কিনুন।
সঠিক নিয়মে শরীরে লোশন লাগানোর উপায়
প্রথম ধাপ
ত্বকের জন্য সঠিক বডি লোশন নির্বাচন করে গোসল সেরে আলতো করে ভেজা ত্বকে তা লাগাতে হবে। এটি আর্দ্রতা ঠিক রাখবে এবং লোশনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
দ্বিতীয় ধাপ
সঠিক পরিমাণে লোশন নিন। যতটুকু নিলে ত্বক যথেষ্ট সতেজ হবে, আবার ত্বক ভারী ও চর্বিযুক্ত বোধ হবে না, ততটুকুই নিন।
তৃতীয় ধাপ
লোশন শরীরে ব্যবহার করার আগে হাতের মধ্যে ঘষে নিন। তারপরে বৃত্তাকার গতিতে এটি শরীরে ম্যাসাজ করুন। এই কৌশল রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং সবখানে সমানভাবে লোশন পৌঁছায়।
চতুর্থ ধাপ
তারপর লোশন শুকাতে কয়েক মিনিট সময় দিন।
সূত্র: হেলথ শটস
এখন সন্ধ্যা নামলে পাতাগুলো কেমন নিস্তেজ হয়ে যায়। রাতের প্রহরে প্রহরে তাপমাত্রা কমতে থাকে। আর ভোরে ঝকঝকে নীল আকাশে সূর্যের আভা এখন অনেকটাই সোনালি। সেপ্টেম্বর সব সময় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসে। এই বদলের ঢেউ লাগে ত্বকে।
প্রতিদিন বডি লোশন ব্যবহার করলে ত্বক মসৃণ ও কোমল থাকে। এমনকি এর ব্যবহার ত্বকের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ত্বকের সুস্থতার জন্য তার ধরন এবং প্রয়োজন অনুযায়ী বডি লোশন খুঁজে বের করা বেশি জরুরি। এটি ত্বক সতেজ রাখার পাশাপাশি শুষ্কতা এবং এর সঙ্গে আসা অস্বস্তি রোধ করতে সাহায্য করে। কিন্তু কেমন ত্বকে কেমন লোশন চাই?
শুষ্ক ত্বক
শুষ্ক ত্বকের প্রাথমিক লক্ষ্য হলো আর্দ্রতা পুনরুদ্ধার করা এবং আরও শুষ্ক হয়ে যাওয়া প্রতিরোধ করা। এ ধরনের ত্বকের জন্য এমন একটি বডি লোশন প্রয়োজন, যাতে শিয়া বাটার, গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড বা সিরামাইডের মতো উপাদান থাকে। ত্বকে প্রতিরক্ষামূলক বলয় তৈরি করতে, এর প্রাকৃতিক লিপিডগুলো পুনরায় পূরণ করতে এবং দীর্ঘস্থায়ীভাবে সতেজ রাখতে ক্রিমভিত্তিক ফরমুলেশন বেছে নিন। অ্যালকোহল শুষ্ক ত্বক আরও শুষ্ক করে দিতে পারে বলে অনেকেই অ্যালকোহলযুক্ত পণ্য এড়িয়ে চলার পরামর্শ দেন।
তৈলাক্ত এবং ব্রণপ্রবণ ত্বক
যাদের ত্বক তৈলাক্ত, তাদের মূল লড়াই হয়ে থাকে আর্দ্রতা এবং তৈলাক্ততার মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে। তাই একটি হালকা ওজনের, নন-কমেডোজেনিক এবং হাইপোঅ্যালার্জেনিক বডি লোশন বেছে নিতে হবে। এগুলো ত্বকে অতিরিক্ত তেল যোগ করে না। পাশাপাশি লোশনটি যেন ছিদ্র আটকে না দিয়ে ত্বক ময়শ্চারাইজ করতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। ঘৃতকুমারী (অ্যালোভেরা), গ্লিসারিন, নিয়াসিনামাইডের মতো আরও কিছু উপাদান আছে, যেগুলো ত্বকে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে, প্রদাহ কমায় এবং ছিদ্র আটকে না দিয়ে সজীবতা বাড়ায়।
এ ধরনের ত্বকের জন্য জেল বা পানিভিত্তিক লোশন বেছে নিতে হবে, যা ম্যাট ফিনিশ দেবে। এ জন্য তেলমুক্ত বা নন-কমেডোজেনিক লেবেলযুক্ত লোশন বেছে নিন।
সংবেদনশীল ত্বক
সংবেদনশীল ত্বকের সূক্ষ্ম যত্ন প্রয়োজন। কারণ, এ ধরনের ত্বকে ছোটখাটো ভুলেও জ্বালা এবং অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই অ্যালোভেরা, ক্যামোমাইল বা সিরামাইডযুক্ত হাইপোঅ্যালার্জেনিক, রঞ্জকমুক্ত এবং সুগন্ধিমুক্ত বডি লোশন বেছে নিতে হবে। এই উপাদানগুলো ত্বকের বাধাকে শক্তিশালী করতে সাহায্য করে এবং কোনো জ্বালা বা চুলকানি তৈরি না করেই প্রশান্তিদায়ক অনুভূতি দেবে। সঙ্গে প্যারাবেন এবং ফর্মালডিহাইড-যুক্ত লোশন এড়িয়ে চলতে হবে।
স্বাভাবিক ত্বক
স্বাভাবিক ত্বকের কোনো অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। এ ক্ষেত্রে এমন লোশন বেছে নিতে হবে, যাতে রয়েছে গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড এবং ভিটামিন ই। এই উপাদানগুলো ত্বকের সতেজতা বাড়ায় এবং ত্বক চর্বিহীন করে তোলে। স্বাভাবিক ত্বকের জন্য হালকা লোশন বেছে নিতে হবে। এগুলো এ ধরনের ত্বক মসৃণ এবং নরম করবে।
ঘৃতকুমারী (অ্যালোভেরা), গ্লিসারিন, নিয়াসিনামাইডের মতো আরও কিছু উপাদান আছে, যেগুলো ত্বকে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে, প্রদাহ কমায় এবং ছিদ্র আটকে না দিয়ে সজীবতা বাড়ায়
মিশ্র ত্বক
মিশ্র ত্বকের জন্য প্রয়োজন এমন বডি লোশন, যা ত্বকের শুষ্ক জায়গায় আর্দ্রতা যোগ করতে পারে। সেই সঙ্গে তৈলাক্ততা বজায় রাখতে পারে। এ ক্ষেত্রে নিয়াসিনামাইডযুক্ত লোশন ব্যবহার করতে হবে। কারণ, এটি তেল উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, সজীবতা বাড়ায় এবং ত্বকের ছিদ্র বন্ধ না করে জ্বালা কমায়।
বার্ধক্যজনিত ত্বক
রেটিনল, পেপটাইডস, অ্যান্টি-অক্সিডেন্ট এবং হায়ালুরোনিক অ্যাসিডের মতো বার্ধক্যরোধী উপাদানগুলো এ ধরনের ত্বকের জন্য ভালো কাজ করে। যেসব লোশনে এ উপাদান আছে, সেগুলো কিনুন।
সঠিক নিয়মে শরীরে লোশন লাগানোর উপায়
প্রথম ধাপ
ত্বকের জন্য সঠিক বডি লোশন নির্বাচন করে গোসল সেরে আলতো করে ভেজা ত্বকে তা লাগাতে হবে। এটি আর্দ্রতা ঠিক রাখবে এবং লোশনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
দ্বিতীয় ধাপ
সঠিক পরিমাণে লোশন নিন। যতটুকু নিলে ত্বক যথেষ্ট সতেজ হবে, আবার ত্বক ভারী ও চর্বিযুক্ত বোধ হবে না, ততটুকুই নিন।
তৃতীয় ধাপ
লোশন শরীরে ব্যবহার করার আগে হাতের মধ্যে ঘষে নিন। তারপরে বৃত্তাকার গতিতে এটি শরীরে ম্যাসাজ করুন। এই কৌশল রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং সবখানে সমানভাবে লোশন পৌঁছায়।
চতুর্থ ধাপ
তারপর লোশন শুকাতে কয়েক মিনিট সময় দিন।
সূত্র: হেলথ শটস
যারা হাইকিং ভালোবাসেন এবং পৃথিবীর বিভিন্ন ট্রেইলে হাইকিং করে থাকেন, তাঁদের অনন্য অভিজ্ঞতা দেবে থাইল্যান্ডের ট্রেইলগুলো। এসব ট্রেইল ধরে হাঁটার সময় এক ভিন্ন রকম উপকূলীয় সৌন্দর্য এবং থাইল্যান্ডের এক ভিন্ন রকম সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া যাবে। ঘন জঙ্গল, ধানখেত, কুয়াশাচ্ছন্ন পাহাড় ও পাহাড়ের ওপরের মন্
৪ ঘণ্টা আগেপড়ন্ত দুপুরে আমরা তিনজন। বাগানের আঁকাবাঁকা পথ অতিক্রম করতে হবে, এই ভেবে বাইক সঙ্গে নিলাম। চৌহাট্টা, আম্বরখানা, লাক্কাতুরা চা-বাগানকে পাশ কাটিয়ে মিনিট দশেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম দেশের প্রথম চা-বাগান মালনীছড়ার মূল কার্যালয়সংলগ্ন রাস্তার মাথায়। বাগানটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৫৪ সালে।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগ্রহ কমেছে। কিন্তু ভারতীয় পর্যটকদের মধ্যে দেশটিতে ভ্রমণের আগ্রহ বেড়েছে। সম্প্রতি ভ্রমণবিষয়ক ওয়েবসাইট স্কিফট রিসার্চের এক বিশেষ জরিপে দেখা গেছে, রাজনৈতিক অস্থিরতা ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের কারণে কানাডা,
৪ ঘণ্টা আগেচীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে হান নদীর বড় দ্বীপ ইউলিয়াংচৌ। একসময় এটি পরিচিত ছিল ‘বনসাই দ্বীপ’ নামে। তবে এখন একে বলা হয় হান নদীর মুক্তা।
৪ ঘণ্টা আগে