মুহাম্মদ শফিকুর রহমান
বছরের এ সময়টায় অর্কিড রোপণ করতে পারেন। এর জন্য সঠিক মিডিয়া নির্বাচন করা জরুরি। শৌখিন বাগানিরা এ কাজেই ভুল করেন। ভুল মিডিয়ার কারণে অর্কিড খুব দ্রুত পচে যায়। অর্কিড টপ সেটিং করতে কয়লা ও ক্লে বল মিডিয়া হিসেবে ব্যবহার করুন। কাঠে মাউন্ট করলে পুরোনো গাছের কাঠ ব্যবহার করা যায়। তবে সেগুন কাঠ হলে ভালো হয়।
বাতাস, বৃষ্টি আর আর্দ্রতা থেকে অর্কিড পুষ্টি নিয়ে থাকে। এগুলো সরাসরি সূর্যের আলোয় না রেখে আলো-ছায়ায় রাখলে ভালো হবে। এসি ঘরে কোনোভাবেই অর্কিডগাছ রাখা যাবে না।
স্যাঁতসেঁতে জায়গায় অন্য অনেক গাছের চেয়ে অর্কিড ভালো হয় এবং সেগুলোর বৃদ্ধিও ঘটে।
অর্কিডে দিনে একবার পানি দেওয়াই যথেষ্ট। সকালে পানি দেওয়া ভালো। তবে বৃষ্টি হলে দরকার নেই।
১৫ দিন পরপর অর্কিডগাছে ছত্রাকনাশক ব্যবহার করা ভালো। অর্কিডের প্রধান রোগ হলো পচন। এ জন্য ১৫ দিন পরপর একবার তো বটেই; তবে বৃষ্টি হলে, বৃষ্টি শেষে একবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
ভালো লাগলেই সব অর্কিড আপনার থাকতে হবে—এমন মনোভাব পোষণ বাদ দিন। সামান্য কিছু দেশি অর্কিড সংগ্রহ করে সেগুলোর যত্ন নিন। যদি বাঁচাতে পারেন, তবেই এর পরিমাণ বাড়াবেন।
বর্ষাকাল শেষ হলে অর্কিডে খাবার দিন। কারণ, প্রজাতির অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে এগুলোকে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে রাসায়নিক সার এনপিকে -২০ ২০ ২০, ১২ ৬১ ০০, -১৯ ১৯ ১৯, -০০ ০০ ৫০ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দেবেন, যাতে সারের কোনো অবশিষ্ট গাছে লেগে না থাকে।
তরল সার পানিতে মিশিয়ে সপ্তাহে এক দিন দিতে পারেন। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামযুক্ত সার নির্দিষ্ট পরিমাণে পানিতে গুলিয়ে দিলে অর্কিডের বৃদ্ধি ভালো হবে। চারা বা বাড়ন্ত অবস্থার মাঝামাঝি সময়ে এবং ফুল আসার আগে গাছে সার স্প্রে করতে হয়।
অর্কিডের প্রধান শত্রু প্রয়োজনের অতিরিক্ত পানি। এতে অর্কিড মারা যাওয়ার আশঙ্কা থাকে। এটি রাখার পাত্রে পানিনিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।
বর্ষাকাল শেষ হলে অর্কিডে খাবার দিন। কারণ, প্রজাতির অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে এগুলোকে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে আপনি রাসায়নিক সার নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম বা এনপিকে ২০–২০–২০, ১২–৬১–০০, ১৯–১৯–১৯, ০০–০০–৫০ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দেবেন, যাতে সারের কোনো অবশিষ্ট লেগে না থাকে।
বছরের এ সময়টায় অর্কিড রোপণ করতে পারেন। এর জন্য সঠিক মিডিয়া নির্বাচন করা জরুরি। শৌখিন বাগানিরা এ কাজেই ভুল করেন। ভুল মিডিয়ার কারণে অর্কিড খুব দ্রুত পচে যায়। অর্কিড টপ সেটিং করতে কয়লা ও ক্লে বল মিডিয়া হিসেবে ব্যবহার করুন। কাঠে মাউন্ট করলে পুরোনো গাছের কাঠ ব্যবহার করা যায়। তবে সেগুন কাঠ হলে ভালো হয়।
বাতাস, বৃষ্টি আর আর্দ্রতা থেকে অর্কিড পুষ্টি নিয়ে থাকে। এগুলো সরাসরি সূর্যের আলোয় না রেখে আলো-ছায়ায় রাখলে ভালো হবে। এসি ঘরে কোনোভাবেই অর্কিডগাছ রাখা যাবে না।
স্যাঁতসেঁতে জায়গায় অন্য অনেক গাছের চেয়ে অর্কিড ভালো হয় এবং সেগুলোর বৃদ্ধিও ঘটে।
অর্কিডে দিনে একবার পানি দেওয়াই যথেষ্ট। সকালে পানি দেওয়া ভালো। তবে বৃষ্টি হলে দরকার নেই।
১৫ দিন পরপর অর্কিডগাছে ছত্রাকনাশক ব্যবহার করা ভালো। অর্কিডের প্রধান রোগ হলো পচন। এ জন্য ১৫ দিন পরপর একবার তো বটেই; তবে বৃষ্টি হলে, বৃষ্টি শেষে একবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
ভালো লাগলেই সব অর্কিড আপনার থাকতে হবে—এমন মনোভাব পোষণ বাদ দিন। সামান্য কিছু দেশি অর্কিড সংগ্রহ করে সেগুলোর যত্ন নিন। যদি বাঁচাতে পারেন, তবেই এর পরিমাণ বাড়াবেন।
বর্ষাকাল শেষ হলে অর্কিডে খাবার দিন। কারণ, প্রজাতির অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে এগুলোকে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে রাসায়নিক সার এনপিকে -২০ ২০ ২০, ১২ ৬১ ০০, -১৯ ১৯ ১৯, -০০ ০০ ৫০ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দেবেন, যাতে সারের কোনো অবশিষ্ট গাছে লেগে না থাকে।
তরল সার পানিতে মিশিয়ে সপ্তাহে এক দিন দিতে পারেন। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামযুক্ত সার নির্দিষ্ট পরিমাণে পানিতে গুলিয়ে দিলে অর্কিডের বৃদ্ধি ভালো হবে। চারা বা বাড়ন্ত অবস্থার মাঝামাঝি সময়ে এবং ফুল আসার আগে গাছে সার স্প্রে করতে হয়।
অর্কিডের প্রধান শত্রু প্রয়োজনের অতিরিক্ত পানি। এতে অর্কিড মারা যাওয়ার আশঙ্কা থাকে। এটি রাখার পাত্রে পানিনিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।
বর্ষাকাল শেষ হলে অর্কিডে খাবার দিন। কারণ, প্রজাতির অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে এগুলোকে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে আপনি রাসায়নিক সার নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম বা এনপিকে ২০–২০–২০, ১২–৬১–০০, ১৯–১৯–১৯, ০০–০০–৫০ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দেবেন, যাতে সারের কোনো অবশিষ্ট লেগে না থাকে।
সিলেট মানেই যেন নিসর্গের হাতছানি! কোথাও টিলার গায়ে চা-গাছের সবুজ চাদর, কোথাও পাথরের মাঝে পানির শীতল পরশ, কোথাওবা জল-বৃক্ষের মিতালি। বাংলাদেশের উত্তর-পূর্বের এই জনপদে নানা রূপে, নানা রঙে ধরা দিয়েছে প্রকৃতি। এমনই এক রূপের ডালি বিছানো রয়েছে সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওরে।
১৮ ঘণ্টা আগেসৌদি আরবের রুক্ষ মরুভূমি আর বিশাল পাথরের স্তূপের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত সব গুহা। কোটি কোটি বছর ধরে তৈরি হওয়া এই গুহাগুলো শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, এগুলো বৈজ্ঞানিক এবং পর্যটনের জন্যও অমূল্য সম্পদ। সৌদি আরব এরই মধ্যে পর্যটকদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন শহর ও স্থানকে নতুন...
১৯ ঘণ্টা আগেবিভিন্ন পাহাড়ে ঘুরে দিনের পর দিন কাটিয়ে দেন অনেকে। গহিন পাহাড়ে আধুনিক ব্যবস্থাপনা থাকে না বলে সমস্যায় পড়তে হয় তাঁদের। যদিও এর উপায় হিসেবে তাঁবু টানিয়ে রাত কাটানো বেশ পরিচিত। তবে এই পাহাড়প্রেমীদের জন্য একটু ভিন্ন ধরনের ভাবনার বিষয়টি ভেবেছিল যুক্তরাজ্যের মাউন্টেন বোথি অ্যাসোসিয়েশন।
২০ ঘণ্টা আগেজনসংখ্যা কমে যাওয়া এবং বয়স্কদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন পৃথিবীর অনেক দেশ। ইউরোপের কিছু দেশ বিশেষভাবে এই সমস্যার সম্মুখীন। সেখানে গ্রামীণ এলাকা ও ছোট শহরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যাচ্ছে। এ ধরনের অঞ্চলগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং নতুন নাগরিক আকৃষ্ট করতে বিভিন্ন দেশ আর্থিক প্রণোদনা দিচ্ছে।
২০ ঘণ্টা আগে