নিজস্ব প্রতিবেদক
সেকালে শোবার ঘরের সিন্দুকের ভেতর মৃদু শব্দ তুলে জমে উঠত ঝুমঝুমে গয়নার গল্প। সোনা, রুপা, পিতলের পাশাপাশি মুক্তা আর পুঁতির মালা, কানের দুল, আংটি আরও কত কী! কিন্তু কেমন ছিল সেকালের অলংকার?
কানের দুলগুলো সে সময় অনেকটাই ভারী ছিল। কিন্তু নিয়ম রক্ষায় কষ্ট করে তা পরে থাকতে হতো অভিজাত বাড়ির নারীদের। নথ ব্যবহারের প্রচলনও ছিল। সোনার বাজুবন্ধ, টিকলি, বিছা, সীতাহার সবকিছুই ছিল বেশ ভারী। গয়নায় থাকত সূক্ষ্ম নকশা। এসব নকশাদার অলংকার একসময় রাজা-মহারাজারা একে অপরকে উপহার পাঠাতেন। মোগল আমলে গয়নার নকশায় যোগ হয় মিনা আর কুন্দনের ব্যবহার। পরে তা ছড়িয়ে পড়ে পুরো ভারতবর্ষ তথা বাংলায়ও। সময়ের বিবর্তনে মিনা আর কুন্দনের নকশার গয়নার চল প্রায় উঠেই গিয়েছিল। আশার কথা, এখন আবার ঘুরেফিরে এসেছে।
ভারতবর্ষে বিশেষ করে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশে প্রচলন ছিল সিলভার বিডস বা রুপার জপমালা। প্রচুর সংখ্যায় পাওয়াও যেত সেগুলো সেসব অঞ্চলে। এ সহজপ্রাপ্যতাই পুঁথির অলংকারের ব্যবহার ও বিকাশকে এগিয়ে নিয়ে গিয়েছিল।
ঘুরেফিরে আবার নারীদের অলংকারে যোগ হয়েছে নানা রকম মুক্তা ও পুঁতির ভারী গয়না। বিশেষত, কানে বড় দুল পরার প্রচলন আবার শুরু হয়েছে। পাওয়া যাচ্ছে সোনা, রুপা, পুঁতি, মুক্তা ও পাথরের সম্মিলনে তৈরি ভারী গয়না। নিউমার্কেট, গাউসিয়া, দেশি দশ, অঞ্জন’স, যাত্রা, রঙ বাংলাদেশসহ দেশের প্রায় সব ফ্যাশন হাউস এবং জুয়েলারিতেই মুক্তা ও পুঁতির গয়না পাওয়া যায়। কানের দুল, চুড়ি, আংটি সবকিছুই তৈরি করা হয় মুক্তা দিয়ে। চাইলে বিভিন্ন নকশার মুক্তার গয়না নিজের নকশায় তৈরি করিয়েও নিতে পারেন। এ ছাড়া ফেসবুকের বিভিন্ন গয়নার পেজেও পাওয়া যাচ্ছে এসব গয়না। পছন্দ মতো কিনে ফেলতে পারেন এসব।
সেকালে শোবার ঘরের সিন্দুকের ভেতর মৃদু শব্দ তুলে জমে উঠত ঝুমঝুমে গয়নার গল্প। সোনা, রুপা, পিতলের পাশাপাশি মুক্তা আর পুঁতির মালা, কানের দুল, আংটি আরও কত কী! কিন্তু কেমন ছিল সেকালের অলংকার?
কানের দুলগুলো সে সময় অনেকটাই ভারী ছিল। কিন্তু নিয়ম রক্ষায় কষ্ট করে তা পরে থাকতে হতো অভিজাত বাড়ির নারীদের। নথ ব্যবহারের প্রচলনও ছিল। সোনার বাজুবন্ধ, টিকলি, বিছা, সীতাহার সবকিছুই ছিল বেশ ভারী। গয়নায় থাকত সূক্ষ্ম নকশা। এসব নকশাদার অলংকার একসময় রাজা-মহারাজারা একে অপরকে উপহার পাঠাতেন। মোগল আমলে গয়নার নকশায় যোগ হয় মিনা আর কুন্দনের ব্যবহার। পরে তা ছড়িয়ে পড়ে পুরো ভারতবর্ষ তথা বাংলায়ও। সময়ের বিবর্তনে মিনা আর কুন্দনের নকশার গয়নার চল প্রায় উঠেই গিয়েছিল। আশার কথা, এখন আবার ঘুরেফিরে এসেছে।
ভারতবর্ষে বিশেষ করে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশে প্রচলন ছিল সিলভার বিডস বা রুপার জপমালা। প্রচুর সংখ্যায় পাওয়াও যেত সেগুলো সেসব অঞ্চলে। এ সহজপ্রাপ্যতাই পুঁথির অলংকারের ব্যবহার ও বিকাশকে এগিয়ে নিয়ে গিয়েছিল।
ঘুরেফিরে আবার নারীদের অলংকারে যোগ হয়েছে নানা রকম মুক্তা ও পুঁতির ভারী গয়না। বিশেষত, কানে বড় দুল পরার প্রচলন আবার শুরু হয়েছে। পাওয়া যাচ্ছে সোনা, রুপা, পুঁতি, মুক্তা ও পাথরের সম্মিলনে তৈরি ভারী গয়না। নিউমার্কেট, গাউসিয়া, দেশি দশ, অঞ্জন’স, যাত্রা, রঙ বাংলাদেশসহ দেশের প্রায় সব ফ্যাশন হাউস এবং জুয়েলারিতেই মুক্তা ও পুঁতির গয়না পাওয়া যায়। কানের দুল, চুড়ি, আংটি সবকিছুই তৈরি করা হয় মুক্তা দিয়ে। চাইলে বিভিন্ন নকশার মুক্তার গয়না নিজের নকশায় তৈরি করিয়েও নিতে পারেন। এ ছাড়া ফেসবুকের বিভিন্ন গয়নার পেজেও পাওয়া যাচ্ছে এসব গয়না। পছন্দ মতো কিনে ফেলতে পারেন এসব।
মে দিবস মানেই ছুটির দিন। এদিন সকাল-সকাল কাজে যাওয়ার তাড়া নেই। আর এবার তো মে দিবস বৃহস্পতিবার পড়ায় সাপ্তাহিক ছুটির বাইরে আরও একটা দিন বাড়তি ছুটি পাওয়া গেল। তাতেই মনটা ফুরফুরে লাগছে, তাই না? তবে এক দিন বেশি ছুটি পেয়ে কি শুয়ে-বসেই কাটাবেন? মে মাসের প্রথম দিনটি স্বতঃস্ফূর্তভাবে উদ্যাপন করতে পারেন।
৯ ঘণ্টা আগেবছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন তো নিতেই হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ। আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকেই মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
১৯ ঘণ্টা আগেটক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১ দিন আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১ দিন আগে