Ajker Patrika

সুপারি পাতার প্লেটে আঁকি

সুনেহ্‌রী আলম
আপডেট : ০১ জুলাই ২০২২, ১৬: ১০
সুপারি পাতার প্লেটে আঁকি

ঘরের দেয়াল সাজানোর জন্য এটি হতে পারে দারুণ এক শো-পিস। এ জন্য কিছুই নয়, একটু ইচ্ছাশক্তি প্রয়োজন।

যা লাগবে
সুপারি প্লেট, অ্যাক্রিলিক রং, ২ ও ৪ নম্বর তুলি, কার্বন পেপার, ড্রয়িং পেপার, সাইনপেন, মাস্কিন টেপ, কাঁচি, পেনসিল ও কালার প্যালেট। 

সুনেহ্‌রী আলমচলো করি
সুপারির প্লেটটির মাপ অনুযায়ী একটি বৃত্ত আঁকতে হবে। বৃত্তের মাঝে পেনসিল দিয়ে এঁকে ফেলতে হবে টোকান পাখি ও মনস্টেরা পাতার ছোট্ট একটা বন। ছবিটি এঁকে নেওয়ার পর বৃত্তর লাইন বরাবর কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে কাগজটি। একইভাবে ও একই মাপে কালো কার্বন পেপারটি কেটে নিতে হবে। তারপর ড্রয়িং করা কাগজটির নিচে কেটে নেওয়া কালো কার্বন বসাতে হবে। এই দুই পেপার সুপারি প্লেটটির ওপর মাস্কিন টেপ দিয়ে লাগিয়ে ফেলতে হবে। এর পর কলম কিংবা পেনসিল দিয়ে পেপারটির ওপর আগের ড্রয়িংয়ের লাইন ধরে ধরে ড্রয়িং করতে হবে। আঁকা শেষ হলে কাগজগুলো উঠিয়ে ফেলতে হবে। প্লেটের চিত্রটি দেখতে অস্পষ্ট মনে হলে সাইনপেন দিয়ে এঁকে নেওয়া যেতে পারে। এর পর প্রথমে কালার প্যালেটে প্রয়োজনমতো অ্যাক্রিলিক রং ঢেলে তুলি দিয়ে বিষয়বস্তুগুলো রং করতে হবে। খালি জায়গায় ইচ্ছেমতো পছন্দের রং দিয়ে সামঞ্জস্য করে অনিয়মিতভাবে রং করে ফেলতে হবে। শুকিয়ে গেলে সাজিয়ে ফেলো তোমার পছন্দের দেয়ালে।

স্কুল: তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
বয়স: ১৫ 
শ্রেণি: ১০ম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত