Ajker Patrika

পাকা মিষ্টি তরমুজ চেনার উপায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৮: ৫৯
পাকা মিষ্টি তরমুজ চেনার উপায়

তরমুজের মৌসুম শুরু। চৈত্রের দাবদাহের মধ্যে মিষ্টি রসালো পাকা তরমুজ শরীরে প্রশান্তি দেয়। তৃষ্ণা মেটানোর পাশাপাশি গরমে পানিশূন্যতা দূর করতে তরমুজের জুড়ি নেই।

কিন্তু তরমুজ কিনতে গিয়ে অনেকেই ঠকেন। চকচকে মসৃণ দেখে বেশি দামে কিনে বাসায় এনে কেটে দেখলেন হয়তো ঠিকমতো রংই ধরেনি, অথবা রং হলেও মিষ্টি নয়, পানসে।

টকটকে লাল মিষ্টি তরমুজ চেনার কিন্তু উপায় আছে। তরমুজ কিনতে গেলে নিচের বিষয়গুলো ভালো করে খেয়াল করুন, আর যাচাই করে নিন:

 ১. তরমুজের আকার কোনো ব্যাপার নয়। ছোট হোক বড় হোক সুন্দর সিলিন্ডার আকৃতির তরমুজ বাছাই করুন।

 ২. গায়ের রং দেখে মজবেন না। পাকা তরমুজের রং সাধারণত গাঢ় কালচে হয়।

 ৩. আজকাল কোরীয় জাতের তরমুজ ব্ল্যাক ডায়মন্ড চাষ হচ্ছে। সারা বছর চাষ করা যায়। এ তরমুজ মূলত মাচায় চাষ করা হয়। এই জাতের পাকা তরমুজের রং হয় গাঢ় সবুজ।

 ৪. মৌসুমে সাধারণত জমিতে কোনো মাচা ছাড়াই তরমুজ চাষ করা হয়। ফলে তরমুজের নিচের অংশে সূর্যের আলো পড়ে না। এ কারণে সেই অংশটি সাদাটে হয়। পেকে গেলে এই অংশটি গাঢ় হলুদ বা ঘিয়ে হলুদ রং ধারণ করে। তরমুজের পেটে বা নাভির দিকে (বোঁটার ঠিক বিপরীতে) গাঢ় হলুদ হলে বুঝবেন তরমুজটি পাকার পর জমি থেকে তোলা হয়েছে।

 লাল গোল চিহ্নিত অংশটি বেশি হলুদ হলে সেই তরমুজ জমি থেকে পাকা অবস্থায় তোলা হয়েছে বলে ধরে নেওয়া যায়।৫. আরও নিশ্চিত হওয়ার জন্য তরমুজটি এক হাতে আনুভূমিকভাবে কোলের ওপর নিন। পাকা হলে আকারের তুলনায় একটু বেশিই ভারী মনে হবে। কারণ তরমুজ পেকে গেলে ভেতরে জলীয় অংশ বেড়ে যায়। এবার আরেক হাতে তরমুজের গায়ে টোকা বা চড় দিন। পানি ভর্তি পাত্রের মতো ভারী আওয়াজ হলে বুঝবেন তরমুজটি ভালোমতো পাকা।

 ৬. তরমুজের বোঁটা যদি থাকে তাহলে সেটি বেশি শুকনো কি না দেখে নিন। বেশি শুকনো মানে বেশ কিছুদিন আগে বাজারে এসেছে। এ ধরনের তরমুজ পাকা হলেও রস শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই তরমুজ না কেনাই ভালো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত