হঠাৎ বৃষ্টিতে কোথাও আটকে গেলে মনে হয়—ইশ্, যদি একটা রেইনকোট থাকত! সেই আফসোস দূর করতে রেইনকোট কেনার আগে জেনে নিন কয়েকটি তথ্য। ওয়াটারপ্রুফ ও ওয়াটার রেসিসট্যান্ট—এ দুই ধরনের রেইনকোট পাওয়া যায় বাজারে। ওয়াটার রেসিসট্যান্ট রেইনকোট হালকা বৃষ্টি থেকে রক্ষা করবে। আর ওয়াটারপ্রুফ রেইনকোট রক্ষা করবে ভারী বৃষ্টি থেকে। বেশ কয়েক ধরনের ফ্যাশনেবল রেইনকোট পাওয়া যায় বাজারে। দেখে নিন, আপনার প্রয়োজনের রেইনকোট কোনটি।
ট্রেঞ্চকোট
চওড়া কলার ও সামনের দিকে দুই সারি বোতাম দেওয়া, কোমরে ফিটিং বেল্ট এবং হাঁটু বা তার আরেকটু নিচ পর্যন্ত দৈর্ঘ্যের যে রেইনকোটগুলো দেখা যায়, সেগুলোই ট্রেঞ্চকোট। এগুলো মসৃণ গ্যাবার্ডিন কটন দিয়ে তৈরি। তবে এর ওপরে একধরনের রাসায়নিক প্রলেপ দেওয়া থাকে, যাতে বৃষ্টির পানিতে তা ভিজে না যায়। দারুণ ফ্যাশনেবল বলে এখন অনেকেই বৃষ্টির দিনগুলোয় এই ট্রেঞ্চকোট পরে থাকেন।
ওয়াটারপ্রুফ পঞ্চ
ঢিলেঢালা ও হুডি স্টাইলের কোমর বা হাঁটু পর্যন্ত লম্বা রেইনকোটগুলোই পঞ্চ। এগুলো শুধু ওপরের অংশের হয়ে থাকে বলে এগুলোর সঙ্গে ওয়াটারপ্রুফ বুট ও প্যান্ট পরা উচিত। পরতে আরামদায়ক ওয়াটারপ্রুফ পঞ্চ ভারী বৃষ্টি থেকে সুরক্ষা দিতে পারে।
রেইন জ্যাকেট
রেইন জ্যাকেট কোমর থেকে হিপ পর্যন্ত লম্বা দৈর্ঘ্যের বৃষ্টিরোধী জ্যাকেট। এগুলো কলারওয়ালা, হুডযুক্ত বা বাটন অথবা জিপারওয়ালা হয়ে থাকে। অনেক সময় একাধিক জিপার বা বাটন থাকে, যাতে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে জামাকাপড় ভিজিয়ে না দেয়।
ওয়াটারপ্রুফ
এই রেইনকোটগুলো পানি প্রতিরোধ করে। ভীষণ বৃষ্টিতে ব্যবহারের জন্য সবচেয়ে বেশি উপযোগী ওয়াটারপ্রুফ রেইনকোট।
ওয়াটার রেসিসট্যান্ট
এগুলো হালকা বৃষ্টিতে ব্যবহারের উপযোগী। তবে তা সুরক্ষা দেবে অল্প সময়ের জন্য। দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টি হলে এই রেইনকোট না পরাই ভালো।
ওয়াটার রেপেলেন্ট
একে ডিউরেবল ওয়াটার রেপেলেন্টও বলা হয়। এগুলোও ভারী বৃষ্টি প্রতিরোধ করতে ভালো কাজ করে।
ফুরফুরে রেইনকোট
এগুলো ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেসিসট্যান্ট দুই ধরনেরই হয়ে থাকে। সাধারণত একে ব্রেথেবল রেইনকোট বলে। এ ধরনের রেইনকোট শরীরের গরম ধরে রাখে না, ফলে অনেকক্ষণ পরে থাকতে হলেও শরীর ঘেমে ভিজে যায় না।
কোথায় পাওয়া যাবে
ঢাকাসহ যেকোনো বড় শহরের সুপার মার্কেটে খুঁজলেই রেইনকোট পাওয়া যায়। এ ছাড়া মোটরবাইক মেরামতের গ্যারেজ কিংবা যন্ত্রাংশ বিক্রির দোকানেও রেইনকোট পাওয়া যায়। ব্র্যান্ডেড রেইনকোটের জন্য ঢুঁ মারতে পারেন বড় শপিং মল কিংবা ডিপার্টমেন্টাল স্টোরে।
দরদাম
উপকরণ এবং নকশার ওপর রেইনকোটের দাম নির্ভর করে। নারী, পুরুষ এবং শিশুদের জন্য ১৫০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে রেইনকোট। তবে ব্র্যান্ডেড রেইনকোটের দাম ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে।
হঠাৎ বৃষ্টিতে কোথাও আটকে গেলে মনে হয়—ইশ্, যদি একটা রেইনকোট থাকত! সেই আফসোস দূর করতে রেইনকোট কেনার আগে জেনে নিন কয়েকটি তথ্য। ওয়াটারপ্রুফ ও ওয়াটার রেসিসট্যান্ট—এ দুই ধরনের রেইনকোট পাওয়া যায় বাজারে। ওয়াটার রেসিসট্যান্ট রেইনকোট হালকা বৃষ্টি থেকে রক্ষা করবে। আর ওয়াটারপ্রুফ রেইনকোট রক্ষা করবে ভারী বৃষ্টি থেকে। বেশ কয়েক ধরনের ফ্যাশনেবল রেইনকোট পাওয়া যায় বাজারে। দেখে নিন, আপনার প্রয়োজনের রেইনকোট কোনটি।
ট্রেঞ্চকোট
চওড়া কলার ও সামনের দিকে দুই সারি বোতাম দেওয়া, কোমরে ফিটিং বেল্ট এবং হাঁটু বা তার আরেকটু নিচ পর্যন্ত দৈর্ঘ্যের যে রেইনকোটগুলো দেখা যায়, সেগুলোই ট্রেঞ্চকোট। এগুলো মসৃণ গ্যাবার্ডিন কটন দিয়ে তৈরি। তবে এর ওপরে একধরনের রাসায়নিক প্রলেপ দেওয়া থাকে, যাতে বৃষ্টির পানিতে তা ভিজে না যায়। দারুণ ফ্যাশনেবল বলে এখন অনেকেই বৃষ্টির দিনগুলোয় এই ট্রেঞ্চকোট পরে থাকেন।
ওয়াটারপ্রুফ পঞ্চ
ঢিলেঢালা ও হুডি স্টাইলের কোমর বা হাঁটু পর্যন্ত লম্বা রেইনকোটগুলোই পঞ্চ। এগুলো শুধু ওপরের অংশের হয়ে থাকে বলে এগুলোর সঙ্গে ওয়াটারপ্রুফ বুট ও প্যান্ট পরা উচিত। পরতে আরামদায়ক ওয়াটারপ্রুফ পঞ্চ ভারী বৃষ্টি থেকে সুরক্ষা দিতে পারে।
রেইন জ্যাকেট
রেইন জ্যাকেট কোমর থেকে হিপ পর্যন্ত লম্বা দৈর্ঘ্যের বৃষ্টিরোধী জ্যাকেট। এগুলো কলারওয়ালা, হুডযুক্ত বা বাটন অথবা জিপারওয়ালা হয়ে থাকে। অনেক সময় একাধিক জিপার বা বাটন থাকে, যাতে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে জামাকাপড় ভিজিয়ে না দেয়।
ওয়াটারপ্রুফ
এই রেইনকোটগুলো পানি প্রতিরোধ করে। ভীষণ বৃষ্টিতে ব্যবহারের জন্য সবচেয়ে বেশি উপযোগী ওয়াটারপ্রুফ রেইনকোট।
ওয়াটার রেসিসট্যান্ট
এগুলো হালকা বৃষ্টিতে ব্যবহারের উপযোগী। তবে তা সুরক্ষা দেবে অল্প সময়ের জন্য। দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টি হলে এই রেইনকোট না পরাই ভালো।
ওয়াটার রেপেলেন্ট
একে ডিউরেবল ওয়াটার রেপেলেন্টও বলা হয়। এগুলোও ভারী বৃষ্টি প্রতিরোধ করতে ভালো কাজ করে।
ফুরফুরে রেইনকোট
এগুলো ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেসিসট্যান্ট দুই ধরনেরই হয়ে থাকে। সাধারণত একে ব্রেথেবল রেইনকোট বলে। এ ধরনের রেইনকোট শরীরের গরম ধরে রাখে না, ফলে অনেকক্ষণ পরে থাকতে হলেও শরীর ঘেমে ভিজে যায় না।
কোথায় পাওয়া যাবে
ঢাকাসহ যেকোনো বড় শহরের সুপার মার্কেটে খুঁজলেই রেইনকোট পাওয়া যায়। এ ছাড়া মোটরবাইক মেরামতের গ্যারেজ কিংবা যন্ত্রাংশ বিক্রির দোকানেও রেইনকোট পাওয়া যায়। ব্র্যান্ডেড রেইনকোটের জন্য ঢুঁ মারতে পারেন বড় শপিং মল কিংবা ডিপার্টমেন্টাল স্টোরে।
দরদাম
উপকরণ এবং নকশার ওপর রেইনকোটের দাম নির্ভর করে। নারী, পুরুষ এবং শিশুদের জন্য ১৫০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে রেইনকোট। তবে ব্র্যান্ডেড রেইনকোটের দাম ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে।
বর্তমান সময়ে নানা ধরনের ডায়েট বা খাদ্যাভ্যাস জনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে অন্যতম হলো কিটোজেনিক ডায়েট; যেটি সংক্ষেপে কিটো ডায়েট নামে পরিচিত। এটি এমন একটি খাদ্যাভ্যাস, যেখানে শরীরকে শর্করার পরিবর্তে চর্বি থেকে শক্তি নিতে বাধ্য করা হয়।
১ ঘণ্টা আগেসিলেট মানেই যেন নিসর্গের হাতছানি! কোথাও টিলার গায়ে চা-গাছের সবুজ চাদর, কোথাও পাথরের মাঝে পানির শীতল পরশ, কোথাওবা জল-বৃক্ষের মিতালি। বাংলাদেশের উত্তর-পূর্বের এই জনপদে নানা রূপে, নানা রঙে ধরা দিয়েছে প্রকৃতি। এমনই এক রূপের ডালি বিছানো রয়েছে সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওরে।
১ দিন আগেসৌদি আরবের রুক্ষ মরুভূমি আর বিশাল পাথরের স্তূপের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত সব গুহা। কোটি কোটি বছর ধরে তৈরি হওয়া এই গুহাগুলো শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, এগুলো বৈজ্ঞানিক এবং পর্যটনের জন্যও অমূল্য সম্পদ। সৌদি আরব এরই মধ্যে পর্যটকদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন শহর ও স্থানকে নতুন...
১ দিন আগেবিভিন্ন পাহাড়ে ঘুরে দিনের পর দিন কাটিয়ে দেন অনেকে। গহিন পাহাড়ে আধুনিক ব্যবস্থাপনা থাকে না বলে সমস্যায় পড়তে হয় তাঁদের। যদিও এর উপায় হিসেবে তাঁবু টানিয়ে রাত কাটানো বেশ পরিচিত। তবে এই পাহাড়প্রেমীদের জন্য একটু ভিন্ন ধরনের ভাবনার বিষয়টি ভেবেছিল যুক্তরাজ্যের মাউন্টেন বোথি অ্যাসোসিয়েশন।
১ দিন আগে