আজকের জীবন ডেস্ক
ঢাকা: কাঁচামালের দাম বাড়ার কারণে টেসলার ইলেকট্রিক এসইউভি গাড়ির দাম বেড়েছে। গত কয়েক মাসে টেসলা গাড়ির দাম বাড়িয়েছে পাঁচ দফা। কেন বেড়েছে তার ব্যাখ্যা দিয়েছেন স্বয়ং ইলন মাস্ক। গত সোমবার এক টুইটার ফলোয়ারের মন্তব্যের উত্তর দিতে গিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। ওই ফলোয়ার লেখেন, টেসলা যেভাবে আগাচ্ছে তা পছন্দ করার মতো নয়। তারা দাম বাড়িয়েছে, মডেল ওয়াই থেকে লুমবার ফিচারও বাতিল করেছে।
এ অভিযোগের উত্তরে মাস্ক জানান, কাঁচামালের দাম বাড়ার প্রভাব সাপ্লাই চেইনে পড়ায় মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ির দাম বেড়েছে।
লুমবার ফিচার সাপোর্ট সরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, মডেল থ্রি ও মডেল ওয়াই-এর সামনের প্যাসেঞ্জার সিট থেকে শুধু লুমবার সাপোর্ট সরানো হয়েছে। অন্যান্য সিটে ফিচারটি আছে। আগের রেকর্ড যাচাই করে দেখা গেছে, সিটের ফিচারটি প্রায় কখনোই ব্যবহার করা হয় না। ব্যবহার যখন নেই তখন বাড়তি খরচ করারও মানে নেই। উল্লেখ্য, বাটন চেপে গাড়ির সিট স্বয়ংক্রিয়ভাবে সামনে বা পেছনে নিয়ে আসতে লুমবার ফিচারটি কাজে লাগে।
প্রতিটি গাড়ি নির্মাণকারী কোম্পানি বছরে একবার আপডেট আনে। টেসলা এখানেই ব্যতিক্রম। যখনই তারা কোনো পরিবর্তন আনে, তখনই তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে। রয়টার্স জানিয়েছে, মডেল ওয়াই লং রেঞ্জ এর দাম এখন ৫২ হাজার ডলার। টেসলা গত ফেব্রুয়ারিতেও ৪৯ হাজার ডলারে গাড়ি বিক্রি করেছে। এরপর পাঁচ দফায় ৩ হাজার ডলার দাম বেড়েছে।
মডেল ৩ স্ট্যান্ডার্ড রেঞ্জ প্লাসের দাম বেড়েছে ২ হাজার ডলার। গাড়িটির দাম এখন ৩৯ হাজার ৯৯০ ডলার।
ঢাকা: কাঁচামালের দাম বাড়ার কারণে টেসলার ইলেকট্রিক এসইউভি গাড়ির দাম বেড়েছে। গত কয়েক মাসে টেসলা গাড়ির দাম বাড়িয়েছে পাঁচ দফা। কেন বেড়েছে তার ব্যাখ্যা দিয়েছেন স্বয়ং ইলন মাস্ক। গত সোমবার এক টুইটার ফলোয়ারের মন্তব্যের উত্তর দিতে গিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। ওই ফলোয়ার লেখেন, টেসলা যেভাবে আগাচ্ছে তা পছন্দ করার মতো নয়। তারা দাম বাড়িয়েছে, মডেল ওয়াই থেকে লুমবার ফিচারও বাতিল করেছে।
এ অভিযোগের উত্তরে মাস্ক জানান, কাঁচামালের দাম বাড়ার প্রভাব সাপ্লাই চেইনে পড়ায় মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ির দাম বেড়েছে।
লুমবার ফিচার সাপোর্ট সরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, মডেল থ্রি ও মডেল ওয়াই-এর সামনের প্যাসেঞ্জার সিট থেকে শুধু লুমবার সাপোর্ট সরানো হয়েছে। অন্যান্য সিটে ফিচারটি আছে। আগের রেকর্ড যাচাই করে দেখা গেছে, সিটের ফিচারটি প্রায় কখনোই ব্যবহার করা হয় না। ব্যবহার যখন নেই তখন বাড়তি খরচ করারও মানে নেই। উল্লেখ্য, বাটন চেপে গাড়ির সিট স্বয়ংক্রিয়ভাবে সামনে বা পেছনে নিয়ে আসতে লুমবার ফিচারটি কাজে লাগে।
প্রতিটি গাড়ি নির্মাণকারী কোম্পানি বছরে একবার আপডেট আনে। টেসলা এখানেই ব্যতিক্রম। যখনই তারা কোনো পরিবর্তন আনে, তখনই তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে। রয়টার্স জানিয়েছে, মডেল ওয়াই লং রেঞ্জ এর দাম এখন ৫২ হাজার ডলার। টেসলা গত ফেব্রুয়ারিতেও ৪৯ হাজার ডলারে গাড়ি বিক্রি করেছে। এরপর পাঁচ দফায় ৩ হাজার ডলার দাম বেড়েছে।
মডেল ৩ স্ট্যান্ডার্ড রেঞ্জ প্লাসের দাম বেড়েছে ২ হাজার ডলার। গাড়িটির দাম এখন ৩৯ হাজার ৯৯০ ডলার।
চীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটি চীনের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মিং ও কিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল।
৮ ঘণ্টা আগেভ্রমণ সব বয়সের মানুষের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রয়োজনের ধরনও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়াদাওয়া—সবদিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
১০ ঘণ্টা আগেছোট হোক বা বড়, প্রায় সবার বাড়িতে একটি বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয়, বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফ পরিবর্তন করে
১১ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগপর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
১২ ঘণ্টা আগে