নাহিন আশরাফ
শরতের কথা শুনলেই চোখে ভেসে ওঠে সাদা কাশফুলের ছবি। শরৎ মানে যেন সাদার স্নিগ্ধতা ও আভিজাত্য। শরতের এই সময়টায় নিজেকে সাজিয়ে নেওয়া যেতে পারে সাদার মায়ায়।
সাদা এমন একটি রং, যা সবাইকে বেশ মানিয়ে যায়। শরতে রোদ-বৃষ্টি নিয়ে আবহাওয়ার এক দারুণ খেলা চলে। তাই যে পোশাকই পরা হোক না কেন, তা যেন হয় সুতির, সেদিকে খেয়াল রাখতে হবে। সুতির কাপড়ের মধ্য দিয়ে বাতাস খুব সহজে চলাফেরা করতে পারে বলে ঘাম বা বৃষ্টির পানি– দুটোই দ্রুত শুকিয়ে যায়। তা ছাড়া সাদা রঙের পোশাকে অন্যান্য রঙের তুলনায় গরম কম লাগে।
অফিস লুক
অফিস কিংবা ক্লাসের জন্য বেছে নিতে পারেন সাদা ঢিলেঢালা সুতির কুর্তি। সাদার সঙ্গে যেকোনো রং দিয়ে খুব সহজে আকর্ষণীয় কম্বিনেশন তৈরি করা যায়। যেমন সাদা কুর্তির সঙ্গে নেওয়া যেতে পারে নীল কিংবা সবুজ রঙের ওড়না। খেয়াল রাখবেন, পোশাক যাতে খুব টাইট না হয়ে একটু ঢিলেঢালা হয়। এতে গরমে স্বস্তি পাওয়া যায়। তা ছাড়া নিজের আকৃতি থেকে দুই আকার বড় পোশাক পরা এখন বেশ ট্রেন্ডি। লুকের ভিন্নতা আনার জন্য কুর্তির সঙ্গে জিনস পরতে পারেন কিংবা বাহারি রঙের পালাজ্জো।
এ ছাড়া বেছে নিতে পারেন সাদা ফতুয়া, চাইলে ফতুয়ার ওপর পরে নিতে পারেন পছন্দের রঙের কটি। সাদার ওপর হালকা রঙের সুতার কাজ করা সালোয়ার-কামিজ পরতে পারেন। সাদা মানেই যে মলিন, তা কিন্তু নয়। সাদার মধ্যেও রং নিয়ে আসতে সাদা পোশাকের সঙ্গে নিতে পারেন গাঢ় রঙের ব্যাগ, যেমন গোলাপি, লাল কিংবা নীল ইত্যাদি। এ ছাড়া সাদা পোশাককে উজ্জ্বল করে তুলতে নানা রঙের জুতা কিংবা গয়না পরা যেতে পারে।
ফিউশন
ফিউশন লুক দিতে চাইলে সাদা শার্টের সঙ্গে স্কার্ট পরতে পারেন। তবে স্কার্ট যেন হয় ভিন্ন রঙের। সাদা পোশাক ঘটি হাতা দিয়ে বানাতে পারেন, এতে যেমন গরম কম লাগবে, তেমনি ভিন্নতা আসবে। যেকোনো উৎসবের জন্য বেছে নিতে পারেন সাদা শাড়ি। সাদা শাড়ির সঙ্গে বিভিন্ন রঙের ব্লাউজ খুব ভালো ফুটে উঠবে।
শাড়ি ও ব্লাউজ– দুটোই যদি সাদা পরতে চান, তবে রঙিন পাথরের কিছু গয়না পরতে পারেন। সাদার সঙ্গে যেকোনো গয়না মানিয়ে যায়। সাদা জামদানি শাড়ি ও সাদা মুক্তার মালা আপনার সাজে আভিজাত্য ভাব নিয়ে আসতে পারে। এ ছাড়া দাওয়াতে সাদা কামিজের সঙ্গে ভারী এমব্রয়ডারি করা ওড়নাও পরতে পারেন। তবে সাদা রঙের কিছু ধরন রয়েছে, যেমন ঘিয়ে, ধূসর, চাপা সাদা ইত্যাদি।
শরৎকে বিবেচনায় রেখে দেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড নিজেদের কালেকশনে রেখেছে সাদা। ফ্যাশন ব্র্যান্ড সাদাকালো সব সময় সাদা পোশাক নিয়ে কাজ করে থাকে। সাদার মধ্যে কারচুপি বা হাতের কাজ করা নানান কাটিং ও প্যাটার্নের জামা রয়েছে তাদের। এ ছাড়া আড়ং, রঙ বাংলাদেশ ও লা রিভেও কিছু সাদা রঙের পোশাকের কালেকশন রয়েছে।
শরতের কথা শুনলেই চোখে ভেসে ওঠে সাদা কাশফুলের ছবি। শরৎ মানে যেন সাদার স্নিগ্ধতা ও আভিজাত্য। শরতের এই সময়টায় নিজেকে সাজিয়ে নেওয়া যেতে পারে সাদার মায়ায়।
সাদা এমন একটি রং, যা সবাইকে বেশ মানিয়ে যায়। শরতে রোদ-বৃষ্টি নিয়ে আবহাওয়ার এক দারুণ খেলা চলে। তাই যে পোশাকই পরা হোক না কেন, তা যেন হয় সুতির, সেদিকে খেয়াল রাখতে হবে। সুতির কাপড়ের মধ্য দিয়ে বাতাস খুব সহজে চলাফেরা করতে পারে বলে ঘাম বা বৃষ্টির পানি– দুটোই দ্রুত শুকিয়ে যায়। তা ছাড়া সাদা রঙের পোশাকে অন্যান্য রঙের তুলনায় গরম কম লাগে।
অফিস লুক
অফিস কিংবা ক্লাসের জন্য বেছে নিতে পারেন সাদা ঢিলেঢালা সুতির কুর্তি। সাদার সঙ্গে যেকোনো রং দিয়ে খুব সহজে আকর্ষণীয় কম্বিনেশন তৈরি করা যায়। যেমন সাদা কুর্তির সঙ্গে নেওয়া যেতে পারে নীল কিংবা সবুজ রঙের ওড়না। খেয়াল রাখবেন, পোশাক যাতে খুব টাইট না হয়ে একটু ঢিলেঢালা হয়। এতে গরমে স্বস্তি পাওয়া যায়। তা ছাড়া নিজের আকৃতি থেকে দুই আকার বড় পোশাক পরা এখন বেশ ট্রেন্ডি। লুকের ভিন্নতা আনার জন্য কুর্তির সঙ্গে জিনস পরতে পারেন কিংবা বাহারি রঙের পালাজ্জো।
এ ছাড়া বেছে নিতে পারেন সাদা ফতুয়া, চাইলে ফতুয়ার ওপর পরে নিতে পারেন পছন্দের রঙের কটি। সাদার ওপর হালকা রঙের সুতার কাজ করা সালোয়ার-কামিজ পরতে পারেন। সাদা মানেই যে মলিন, তা কিন্তু নয়। সাদার মধ্যেও রং নিয়ে আসতে সাদা পোশাকের সঙ্গে নিতে পারেন গাঢ় রঙের ব্যাগ, যেমন গোলাপি, লাল কিংবা নীল ইত্যাদি। এ ছাড়া সাদা পোশাককে উজ্জ্বল করে তুলতে নানা রঙের জুতা কিংবা গয়না পরা যেতে পারে।
ফিউশন
ফিউশন লুক দিতে চাইলে সাদা শার্টের সঙ্গে স্কার্ট পরতে পারেন। তবে স্কার্ট যেন হয় ভিন্ন রঙের। সাদা পোশাক ঘটি হাতা দিয়ে বানাতে পারেন, এতে যেমন গরম কম লাগবে, তেমনি ভিন্নতা আসবে। যেকোনো উৎসবের জন্য বেছে নিতে পারেন সাদা শাড়ি। সাদা শাড়ির সঙ্গে বিভিন্ন রঙের ব্লাউজ খুব ভালো ফুটে উঠবে।
শাড়ি ও ব্লাউজ– দুটোই যদি সাদা পরতে চান, তবে রঙিন পাথরের কিছু গয়না পরতে পারেন। সাদার সঙ্গে যেকোনো গয়না মানিয়ে যায়। সাদা জামদানি শাড়ি ও সাদা মুক্তার মালা আপনার সাজে আভিজাত্য ভাব নিয়ে আসতে পারে। এ ছাড়া দাওয়াতে সাদা কামিজের সঙ্গে ভারী এমব্রয়ডারি করা ওড়নাও পরতে পারেন। তবে সাদা রঙের কিছু ধরন রয়েছে, যেমন ঘিয়ে, ধূসর, চাপা সাদা ইত্যাদি।
শরৎকে বিবেচনায় রেখে দেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড নিজেদের কালেকশনে রেখেছে সাদা। ফ্যাশন ব্র্যান্ড সাদাকালো সব সময় সাদা পোশাক নিয়ে কাজ করে থাকে। সাদার মধ্যে কারচুপি বা হাতের কাজ করা নানান কাটিং ও প্যাটার্নের জামা রয়েছে তাদের। এ ছাড়া আড়ং, রঙ বাংলাদেশ ও লা রিভেও কিছু সাদা রঙের পোশাকের কালেকশন রয়েছে।
ভ্রমণ সব বয়সের মানুষের জন্যই আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর ও প্রয়োজনের ধরণও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়া-দাওয়া সব দিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
২৮ মিনিট আগেছোট হোক বা বড়, যে কাজেই ব্যবহার হোক না কেন প্রায় সবার বাড়িতে একটি করে বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয় বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফটি পরিবর্তন করে
১ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগে পর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। তবে এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের মানুষের জাতীগত বড় সমস্যা হলো, তারা মনে করে পৃথিবীর সব ‘প্রথম’ ও ‘সবচেয়ে বড় বা ছোট’র রেকর্ড থাকবে শুধু তাদের অধিকারে। কিন্তু না। আপনি যদি ভোরবেলা হাঁসের মাংসে খেতে যেতে পারেন, তো অন্য অনেকে আপনাকে টেক্কা দিয়ে রাত ও ভোরের সঙ্গমস্থলের যে সময়, যাকে উষা নামে ডাকা হয়, সে সময় হাঁসের মাংস...
৪ ঘণ্টা আগে