ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করতে, রোদের পোড়া দাগ দূর করতে এবং ত্বক তরতাজা রাখতে বরফের জুড়ি নেই। তবে সাধারণ পানি দিয়ে তৈরি বরফ ব্যবহারে এসব উপকার পাওয়া যায় না। এই বরফ তৈরি করতে বিশেষ কিছু উপাদান ব্যবহার করতে হবে।
অ্যালোভেরা ও তুলসী
অ্যালোভেরা ত্বকের অতিরিক্ত তেল দূর করে। পাশাপাশি এটি ব্রণ দূর করতে সহায়তা করে। অন্যদিকে তুলসীর পাতায় রয়েছে গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে আরাম দেয়। এ দুটি উপাদানের সংমিশ্রণ রোদে পোড়া দাগ তুলতে ভালো কাজ করে। একমুঠো তুলসীর পাতা ও দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল এক কাপ পানির সঙ্গে মিক্সচারে দিয়ে পেস্ট করে আইস কিউব ট্রেতে ডিপ ফ্রিজে রেখে দিন। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন।
কফি আইস
ত্বকের উজ্জ্বলতায় কফিগুঁড়োর তুলনা নেই। গরমে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে রাতে কফি দিয়ে তৈরি বরফ মুখে ব্যবহার করতে পারেন। একটি মগে গরম পানি নিয়ে তাতে দুই টেবিল চামচ কফিগুঁড়ো দিয়ে নেড়ে ঠান্ডা করুন। এরপর আইস কিউব ট্রেতে ঢেলে বরফ করুন।
শসা ও লেবুর বরফভিটামিন সি-তে পরিপূর্ণ শসা ও লেবু দুটোই শরীরে পানির ভারসাম্য বজায় রাখে ও ত্বককে তরতাজা করে। অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ শসা ও লেবু ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ দুই উপাদান একসঙ্গে বরফ করে ত্বকে ব্যবহার করলে বাড়ে রক্ত সঞ্চালন। পাশাপাশি ব্রণ, দাগ ও ত্বকের লালচে ভাব দূর করতে খুব ভালো কাজ করে।
দুধ
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, লালচে ভাব কমাতে ও ত্বকের ময়লা কাটাতে দুধ খুবই উপকারী। আইস কিউব ট্রেতে দুধ বরফ করে রাখুন। বাইরে থেকে ফিরে মুখে এই বরফ ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। তারপর ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
গোলাপজল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোলাপজল খুব ভালো কাজ করে। পানি ও গোলাপজল ১:১ অনুপাতে মিশিয়ে বরফ করে রাখুন।
বলিরেখা দূর করতে এই বরফ মুখে ম্যাসাজ করা যেতে পারে। নিষ্প্রাণ ত্বকে তরতাজা ভাব ফিরিয়ে আনতে গোলাপজল দিয়ে তৈরি বরফ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করতে, রোদের পোড়া দাগ দূর করতে এবং ত্বক তরতাজা রাখতে বরফের জুড়ি নেই। তবে সাধারণ পানি দিয়ে তৈরি বরফ ব্যবহারে এসব উপকার পাওয়া যায় না। এই বরফ তৈরি করতে বিশেষ কিছু উপাদান ব্যবহার করতে হবে।
অ্যালোভেরা ও তুলসী
অ্যালোভেরা ত্বকের অতিরিক্ত তেল দূর করে। পাশাপাশি এটি ব্রণ দূর করতে সহায়তা করে। অন্যদিকে তুলসীর পাতায় রয়েছে গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে আরাম দেয়। এ দুটি উপাদানের সংমিশ্রণ রোদে পোড়া দাগ তুলতে ভালো কাজ করে। একমুঠো তুলসীর পাতা ও দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল এক কাপ পানির সঙ্গে মিক্সচারে দিয়ে পেস্ট করে আইস কিউব ট্রেতে ডিপ ফ্রিজে রেখে দিন। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন।
কফি আইস
ত্বকের উজ্জ্বলতায় কফিগুঁড়োর তুলনা নেই। গরমে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে রাতে কফি দিয়ে তৈরি বরফ মুখে ব্যবহার করতে পারেন। একটি মগে গরম পানি নিয়ে তাতে দুই টেবিল চামচ কফিগুঁড়ো দিয়ে নেড়ে ঠান্ডা করুন। এরপর আইস কিউব ট্রেতে ঢেলে বরফ করুন।
শসা ও লেবুর বরফভিটামিন সি-তে পরিপূর্ণ শসা ও লেবু দুটোই শরীরে পানির ভারসাম্য বজায় রাখে ও ত্বককে তরতাজা করে। অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ শসা ও লেবু ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ দুই উপাদান একসঙ্গে বরফ করে ত্বকে ব্যবহার করলে বাড়ে রক্ত সঞ্চালন। পাশাপাশি ব্রণ, দাগ ও ত্বকের লালচে ভাব দূর করতে খুব ভালো কাজ করে।
দুধ
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, লালচে ভাব কমাতে ও ত্বকের ময়লা কাটাতে দুধ খুবই উপকারী। আইস কিউব ট্রেতে দুধ বরফ করে রাখুন। বাইরে থেকে ফিরে মুখে এই বরফ ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। তারপর ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
গোলাপজল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোলাপজল খুব ভালো কাজ করে। পানি ও গোলাপজল ১:১ অনুপাতে মিশিয়ে বরফ করে রাখুন।
বলিরেখা দূর করতে এই বরফ মুখে ম্যাসাজ করা যেতে পারে। নিষ্প্রাণ ত্বকে তরতাজা ভাব ফিরিয়ে আনতে গোলাপজল দিয়ে তৈরি বরফ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
চীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটি চীনের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মিং ও কিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল।
১১ ঘণ্টা আগেভ্রমণ সব বয়সের মানুষের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রয়োজনের ধরনও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়াদাওয়া—সবদিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
১৩ ঘণ্টা আগেছোট হোক বা বড়, প্রায় সবার বাড়িতে একটি বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয়, বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফ পরিবর্তন করে
১৪ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগপর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
১৫ ঘণ্টা আগে