নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বড়দিনে ক্রিসমাস ট্রি থাকবে না, তা তো হয় না। একেবারে শেষ মুহূর্তেও যারা বন্ধুদের জন্য উপহার বানাওনি বা নিজের ঘরটিও সাজাওনি, তারা জলদি এদিকে এসো। রঙিন কাগজ কেটে ঝটপট বানিয়ে ফেল ক্রিসমাস ট্রি।
যা যা লাগবে
চলো বানাই
প্রথমে সবুজ রঙের কাগজ দুই ভাঁজ করে নাও। ক্রিসমাস ট্রি যে আকারের বানাবে সে আকারে কেটে নিতে পার ভাঁজ করার আগে।
এবার ভাঁজ করা কাগজের একপাশে জিগজ্যাগ করে আঁকো ক্রিসমাস ট্রির একটি পাশ। ঠিক ডাইনোসরের পিঠে যেমন কাঁটা থাকে, সেভাবে আঁকবে কিন্তু!
এবার ভাঁজটা খুলে দাও। এইতো হয়ে গেল ক্রিসমাস ট্রি।
এবার লাল রঙের কাগজ তিন কোনা করে কেটে আইকা দিয়ে বসিয়ে দাও ক্রিসমাস ট্রির ওপর। এইতো ক্রিসমাস ট্রি সাজানোর কাজটিও হয়ে গেল।
এবার এই ক্রিসমাস ট্রি বোথ সাইডেড স্কচটেপ দিয়ে দরজায়, দেয়ালে, জানালার কাচে লাগিয়ে দিতে পার। আবার সাদা কাগজ ভাঁজ করে কার্ড বানিয়ে তার ওপরও জুড়ে দিতে পার। আর দিতে পার বন্ধুদের।
বড়দিনে ক্রিসমাস ট্রি থাকবে না, তা তো হয় না। একেবারে শেষ মুহূর্তেও যারা বন্ধুদের জন্য উপহার বানাওনি বা নিজের ঘরটিও সাজাওনি, তারা জলদি এদিকে এসো। রঙিন কাগজ কেটে ঝটপট বানিয়ে ফেল ক্রিসমাস ট্রি।
যা যা লাগবে
চলো বানাই
প্রথমে সবুজ রঙের কাগজ দুই ভাঁজ করে নাও। ক্রিসমাস ট্রি যে আকারের বানাবে সে আকারে কেটে নিতে পার ভাঁজ করার আগে।
এবার ভাঁজ করা কাগজের একপাশে জিগজ্যাগ করে আঁকো ক্রিসমাস ট্রির একটি পাশ। ঠিক ডাইনোসরের পিঠে যেমন কাঁটা থাকে, সেভাবে আঁকবে কিন্তু!
এবার ভাঁজটা খুলে দাও। এইতো হয়ে গেল ক্রিসমাস ট্রি।
এবার লাল রঙের কাগজ তিন কোনা করে কেটে আইকা দিয়ে বসিয়ে দাও ক্রিসমাস ট্রির ওপর। এইতো ক্রিসমাস ট্রি সাজানোর কাজটিও হয়ে গেল।
এবার এই ক্রিসমাস ট্রি বোথ সাইডেড স্কচটেপ দিয়ে দরজায়, দেয়ালে, জানালার কাচে লাগিয়ে দিতে পার। আবার সাদা কাগজ ভাঁজ করে কার্ড বানিয়ে তার ওপরও জুড়ে দিতে পার। আর দিতে পার বন্ধুদের।
বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন তো নিতেই হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ। আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকেই মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
৫ ঘণ্টা আগেটক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
২০ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১ দিন আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগে