রিক্তা রিচি, ঢাকা
সিঙ্গেল কামিজের পাশাপাশি কুর্তির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। গরমে ফুরফুরে থাকতে তো বটেই, যেকোনো ঋতুতে আরাম ও স্বস্তি মেলে এই কুর্তিতে।
কর্মজীবী নারীরাও সাদরে গ্রহণ করে নিচ্ছেন ফ্যাশনেবল এই পোশাক। আবার অফিসশেষে পার্টিতেও দারুণ মানিয়ে যায় তা।
কুর্তি সাশ্রয়ী দামে কেনা যায়। এতে আলাদা ঝুটঝামেলা নেই। পরা যায় প্যান্ট, জেগিংস ও লেগিংসের সঙ্গে মিলিয়ে।
ফ্যাশন ব্র্যান্ড কইন্যার স্বত্বাধিকারী বাধন মাহমুদ বলেন, আমরা কুর্তি তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার দিকটি বিবেচনায় রাখি। যাঁরা নিয়মিত অফিস করেন, তাঁদের দিকটিও খেয়াল রাখি। তা ছাড়া আমরা আমাদের ডিজাইনগুলোতে ভিন্নতা রাখার চেষ্টা করি। আর আরামের বিষয়টি গুরুত্ব দিই।
সেমি বোট নেক, পোর্ট্রেট, স্কয়ার, গেদার্ড নেক, সেট ইন স্লিভ নেক গলায় আজকাল নারীরা কাস্টমাইজ করে বানিয়ে নিচ্ছেন নিজের পছন্দমতো কুর্তি। হাতার ডিজাইনেও রয়েছে ভিন্নতা। বেল স্লিভ, ঢিলেঢালা ফুল স্লিভ, কাফ স্লিভ, লেয়ার র্যাফেল স্লিভ, প্লেইন লং স্লিভ, ঘটি হাতা ইত্যাদি।
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং, কে ক্র্যাফট, অঞ্জন’সসহ অন্যান্য বুটিক হাউসে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের কুর্তি। ফুলেল নকশা, ব্লক প্রিন্ট, টাই-ডাই, সুতার কাজ করা, এমব্রয়ডারির কাজ করা কিংবা বাহারি ছাপার কুর্তিগুলো তৈরি হয় সুতি, লিলেন, মসলিন, ভিসকস, সিল্কের কাপড়ে। কটিযুক্ত ও কটি ছাড়া কুর্তিও পাওয়া যাবে।
দরদাম
আড়ংয়ের কুর্তিগুলোর দাম দুই থেকে তিন হাজারের মধ্যে। তবে ডিজাইনভেদে দাম কমবেশি হয়ে থাকে। লা রিভে পাওয়া যাবে ১৭৯০-৩৫০০ টাকার মধ্যে। কে ক্র্যাফটের কুর্তিগুলোর দামও সাধ্যের মধ্যে। দাম ৫৫০ থেকে শুরু। আছে ২৫০০ টাকার কুর্তিও। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স-এ পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কুর্তি। কুর্তির হাতায়ও রয়েছে বৈচিত্র্য। দাম ১২০০-২০০০ টাকার মধ্যে। মসলিন ছাটের সুতি কুর্তি, এমব্রয়ডারি করা কুর্তি, কারচুপি কাজের সিল্কের কুর্তি, বিভিন্ন ডিজাইনের লং কামিজ ও টপস নিয়ে এসেছে ফ্যাশন র্যান্ড ক্যাটস আই। ১৮০০-৩৬০০ টাকার মধ্যে ফ্যাশনেবল পোশাক কিনতে পারবেন।
এ ছাড়া, বিভিন্ন অনলাইন পেজ যেমন: কারুশালা, কইন্যা, কারভি কিউ, হরীতকী, পালকি ইত্যাদি থেকে মনের মতো কুর্তি কিনতে পারবেন।
সিঙ্গেল কামিজের পাশাপাশি কুর্তির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। গরমে ফুরফুরে থাকতে তো বটেই, যেকোনো ঋতুতে আরাম ও স্বস্তি মেলে এই কুর্তিতে।
কর্মজীবী নারীরাও সাদরে গ্রহণ করে নিচ্ছেন ফ্যাশনেবল এই পোশাক। আবার অফিসশেষে পার্টিতেও দারুণ মানিয়ে যায় তা।
কুর্তি সাশ্রয়ী দামে কেনা যায়। এতে আলাদা ঝুটঝামেলা নেই। পরা যায় প্যান্ট, জেগিংস ও লেগিংসের সঙ্গে মিলিয়ে।
ফ্যাশন ব্র্যান্ড কইন্যার স্বত্বাধিকারী বাধন মাহমুদ বলেন, আমরা কুর্তি তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার দিকটি বিবেচনায় রাখি। যাঁরা নিয়মিত অফিস করেন, তাঁদের দিকটিও খেয়াল রাখি। তা ছাড়া আমরা আমাদের ডিজাইনগুলোতে ভিন্নতা রাখার চেষ্টা করি। আর আরামের বিষয়টি গুরুত্ব দিই।
সেমি বোট নেক, পোর্ট্রেট, স্কয়ার, গেদার্ড নেক, সেট ইন স্লিভ নেক গলায় আজকাল নারীরা কাস্টমাইজ করে বানিয়ে নিচ্ছেন নিজের পছন্দমতো কুর্তি। হাতার ডিজাইনেও রয়েছে ভিন্নতা। বেল স্লিভ, ঢিলেঢালা ফুল স্লিভ, কাফ স্লিভ, লেয়ার র্যাফেল স্লিভ, প্লেইন লং স্লিভ, ঘটি হাতা ইত্যাদি।
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং, কে ক্র্যাফট, অঞ্জন’সসহ অন্যান্য বুটিক হাউসে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের কুর্তি। ফুলেল নকশা, ব্লক প্রিন্ট, টাই-ডাই, সুতার কাজ করা, এমব্রয়ডারির কাজ করা কিংবা বাহারি ছাপার কুর্তিগুলো তৈরি হয় সুতি, লিলেন, মসলিন, ভিসকস, সিল্কের কাপড়ে। কটিযুক্ত ও কটি ছাড়া কুর্তিও পাওয়া যাবে।
দরদাম
আড়ংয়ের কুর্তিগুলোর দাম দুই থেকে তিন হাজারের মধ্যে। তবে ডিজাইনভেদে দাম কমবেশি হয়ে থাকে। লা রিভে পাওয়া যাবে ১৭৯০-৩৫০০ টাকার মধ্যে। কে ক্র্যাফটের কুর্তিগুলোর দামও সাধ্যের মধ্যে। দাম ৫৫০ থেকে শুরু। আছে ২৫০০ টাকার কুর্তিও। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স-এ পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কুর্তি। কুর্তির হাতায়ও রয়েছে বৈচিত্র্য। দাম ১২০০-২০০০ টাকার মধ্যে। মসলিন ছাটের সুতি কুর্তি, এমব্রয়ডারি করা কুর্তি, কারচুপি কাজের সিল্কের কুর্তি, বিভিন্ন ডিজাইনের লং কামিজ ও টপস নিয়ে এসেছে ফ্যাশন র্যান্ড ক্যাটস আই। ১৮০০-৩৬০০ টাকার মধ্যে ফ্যাশনেবল পোশাক কিনতে পারবেন।
এ ছাড়া, বিভিন্ন অনলাইন পেজ যেমন: কারুশালা, কইন্যা, কারভি কিউ, হরীতকী, পালকি ইত্যাদি থেকে মনের মতো কুর্তি কিনতে পারবেন।
ধূমপান শুধু ক্যানসার নয়, আরও অনেক রোগের কারণ। ধূমপানের কারণে সবচেয়ে বেশি হয় ফুসফুসের ক্যানসার। বিভিন্ন সূত্রে মানুষ তামাকের ক্ষতি সম্পর্কে জানে। কিন্তু ধূমপান ছাড়ার পর শরীরে কী ঘটে এবং ফুসফুস ক্যানসারের ঝুঁকি কতটা কমে, তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে।
৫ ঘণ্টা আগেসম্প্রতি নেপাল সরকার ঘোষণা করেছে, দেশের দূরবর্তী পশ্চিমাঞ্চলের ৯৭টি পাহাড়ে চূড়ায় ওঠার ফি আগামী দুই বছরের জন্য সম্পূর্ণ মওকুফ থাকবে। এই ৯৭টি পাহাড়ের মধ্যে ২০টি নেপালের একেবারে সুদূর পশ্চিম প্রদেশে এবং ৭৭টি কার্নালি প্রদেশে অবস্থিত। এই অঞ্চলগুলোকে নেপালের কম উন্নত ও দরিদ্র এলাকা হিসেবে ধরা হয়।
৭ ঘণ্টা আগেহিমালয়ের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর মূল অভিযান। রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অলটিটিউড হান্টার বিডি’র ‘মানাসলুর প্রকৃত শিখরে পৌঁছানোর প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগেচীনে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অ্যাডাল্ট প্যাসিফায়ার বা প্রাপ্তবয়স্কদের চুষনি। এগুলো আকারে বড় এবং বৈচিত্র্যময় নকশায় বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। দাঁত বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।
২০ ঘণ্টা আগে