কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে একটি নতুন আউটলেট উদ্বোধন করেছে ফ্যাশন হাউস কে ক্রাফট। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ ফ্যাশন শো। একই সঙ্গে গণমাধ্যমের জন্য ছিল ঈদ কালেকশনের প্রদর্শনী।
এই আউটলেট সৃষ্টিশীল নতুন মানুষের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাতে চান বলে জানিয়েছেন কে ক্রাফটের মূল উদ্যোক্তা শাহনাজ খান। এ ছাড়া কে ক্রাফটের পোশাক যাঁদের হাতে তৈরি হয়, তাঁদের নিয়েও একটি নতুন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঈদ সামনে রেখে কে ক্রাফটের পোশাকে বিভিন্ন মোটিফের সঙ্গে মিলিয়ে রং, কাপড় ও স্টাইলের সমন্বয় ঘটানো হয়েছে। আরামদায়ক, সময়োপযোগী ও উৎসব বিবেচনায় রেখে ডিজাইন করা পোশাকগুলোতে ফুটে উঠেছে নান্দনিকতার ছাপ। পোশাকগুলোতে থাকছে ট্র্যাডিশনাল ক্ল্যাসিক, রেট্রো, ফিউশন, এ লাইন, আংরাখা, বক্স প্লিটেডসহ বৈচিত্র্যময় প্যাটার্ন। এসব পোশাকের মধ্যে আছে সালোয়ার-কামিজ, ভাবল লেয়ারড সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, শ্রাগ, কাফতান, পান্ডসহ টপস, টপস-স্কার্ট, বৈচিত্র্যপূর্ণ নকশার শাড়ি। ছেলেদের জন্য রয়েছে কে ক্রাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়া পাওয়া যাবে শেরওয়ানি, কটি, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও পোলো শার্ট।
শিশুদের পোশাকে প্যাটার্ন ফ্যাব্রিকস এবং রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়ে শিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, টপস, পাফি পার্টি ড্রেস, লেহেঙ্গা সেট। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, শেরওয়ানিসহ নানা আয়োজন। এ ছাড়া ফ্যামিলি পোশাকের ক্ষেত্রে থাকছে মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালোয়ার-কামিজ, কুর্তি, বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শেরওয়ানি, কটি, শার্ট। পাশাপাশি থাকছে যুগল পোশাকগুলো।
কে ক্রাফটের ঈদ কালেকশন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সব আউটলেট, অনলাইন শপ ও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।
রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে একটি নতুন আউটলেট উদ্বোধন করেছে ফ্যাশন হাউস কে ক্রাফট। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ ফ্যাশন শো। একই সঙ্গে গণমাধ্যমের জন্য ছিল ঈদ কালেকশনের প্রদর্শনী।
এই আউটলেট সৃষ্টিশীল নতুন মানুষের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাতে চান বলে জানিয়েছেন কে ক্রাফটের মূল উদ্যোক্তা শাহনাজ খান। এ ছাড়া কে ক্রাফটের পোশাক যাঁদের হাতে তৈরি হয়, তাঁদের নিয়েও একটি নতুন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঈদ সামনে রেখে কে ক্রাফটের পোশাকে বিভিন্ন মোটিফের সঙ্গে মিলিয়ে রং, কাপড় ও স্টাইলের সমন্বয় ঘটানো হয়েছে। আরামদায়ক, সময়োপযোগী ও উৎসব বিবেচনায় রেখে ডিজাইন করা পোশাকগুলোতে ফুটে উঠেছে নান্দনিকতার ছাপ। পোশাকগুলোতে থাকছে ট্র্যাডিশনাল ক্ল্যাসিক, রেট্রো, ফিউশন, এ লাইন, আংরাখা, বক্স প্লিটেডসহ বৈচিত্র্যময় প্যাটার্ন। এসব পোশাকের মধ্যে আছে সালোয়ার-কামিজ, ভাবল লেয়ারড সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, শ্রাগ, কাফতান, পান্ডসহ টপস, টপস-স্কার্ট, বৈচিত্র্যপূর্ণ নকশার শাড়ি। ছেলেদের জন্য রয়েছে কে ক্রাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়া পাওয়া যাবে শেরওয়ানি, কটি, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও পোলো শার্ট।
শিশুদের পোশাকে প্যাটার্ন ফ্যাব্রিকস এবং রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়ে শিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, টপস, পাফি পার্টি ড্রেস, লেহেঙ্গা সেট। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, শেরওয়ানিসহ নানা আয়োজন। এ ছাড়া ফ্যামিলি পোশাকের ক্ষেত্রে থাকছে মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালোয়ার-কামিজ, কুর্তি, বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শেরওয়ানি, কটি, শার্ট। পাশাপাশি থাকছে যুগল পোশাকগুলো।
কে ক্রাফটের ঈদ কালেকশন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সব আউটলেট, অনলাইন শপ ও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।
চীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটি চীনের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মিং ও কিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল।
২ ঘণ্টা আগেভ্রমণ সব বয়সের মানুষের জন্যই আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর ও প্রয়োজনের ধরণও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়া-দাওয়া সব দিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
৪ ঘণ্টা আগেছোট হোক বা বড়, যে কাজেই ব্যবহার হোক না কেন প্রায় সবার বাড়িতে একটি করে বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয় বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফটি পরিবর্তন করে
৫ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগে পর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। তবে এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
৬ ঘণ্টা আগে