Ajker Patrika

যখন যেমন ব্যাগ

যখন যেমন ব্যাগ

ক্লচব্যাগ
বক্স, ত্রিভুজ ও গোল বিভিন্ন আকৃতির হয় ক্লচব্যাগ। এসব ব্যাগের ভেতরে জিপার থাকে এবং ওপরে বাড়তি সুরক্ষার জন্য ফ্ল্যাপের সঙ্গে 
ম্যাগনেট দেওয়া থাকে। সাধারণত এ ধরনের ব্যাগে টাকা, লিপস্টিক, আইলাইনারের মতো ছোট কয়েকটি জিনিস রাখা যায়। সন্ধ্যাকালীন পার্টির জন্য উপযোগী এ ধরনের ব্যাগ।

প্রিয় টোটব্যাগ
সাধারণত সব ধরনের পেশার নারীর আলমারিতে একটি হলেও টোটব্যাগ আছে। এককথায় টোটব্যাগ পছন্দের তালিকায় শীর্ষে। এর নকশা অনুযায়ী জিপার থাকতেও পারে আবার না-ও পারে। তবে সব ধরনের টোটব্যাগেই দুটো বড় হাতল থাকে।

যেসব টোটব্যাগে জিপার থাকে না, সেগুলো সাধারণত চট, কাপড় বা চামড়ায় তৈরি। অন্যদিকে জিপারসহ টোটব্যাগগুলো পানি প্রতিরোধী নাইলন দিয়ে তৈরি। রোজকার ব্যবহারের উপযোগী এসব ব্যাগে লাঞ্চবক্স, পানির বোতল, মোবাইল ফোন থেকে শুরু করে প্রয়োজনীয় সব উপকরণই রাখা যায়।

মডেল: ফামিদা দিবাফুরফুরে ব্যাকপ্যাক
বর্তমানে নারী-পুরুষ সবার কাছেই ব্যাকপ্যাকের আবেদন বেড়েছে–এ কথা অস্বীকার করার উপায় নেই। ব্যাকপ্যাকের সুবিধাও অনেক। একসঙ্গে অনেক জিনিসপত্র নেওয়া যায় তাতে। বিভিন্ন আকার ও নকশার ব্যাকপ্যাক পাওয়া যায়। পিঠে বহন করা সহজ, সহজেই গণপরিবহনেও প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া যায়। এ জন্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অনেকে অফিসে ব্যবহারের জন্যও পছন্দের প্রথম তালিকায় রাখেন ব্যাকপ্যাককে। তা ছাড়া দু-এক দিনের ছোটখাটো ট্যুরে যেতে হলে মাঝারি আকারের ব্যাকপ্যাকেই ভরে নেওয়া যায় প্রয়োজনীয় কাপড়।

স্টাইলিশ শোল্ডার ব্যাগ
কর্মজীবী নারীদের পছন্দের তালিকায় থাকা ব্যাগগুলোর মধ্যে শোল্ডার ব্যাগ অন্যতম। আকারে বেশ বড়সড় বলে প্রয়োজনীয় জিনিসপত্র; যেমন নোটবুক, পানির বোতল, পার্স, মেকআপ আইটেম ইত্যাদি রাখা যায় বলে শোল্ডার ব্যাগ ভীষণ জনপ্রিয়।

হোবো
কাঁধে ঝোলানো যায় এমন ব্যাগের মধ্যে হোবো বেশ জনপ্রিয়। এটি শোল্ডার ব্যাগের মতোই, তবে খুব বেশি প্রশস্ত নয়। ক্রিসেন্ট শেপের এই ব্যাগ ফরমাল ও ক্যাজুয়াল দুই ধরনের পোশাকের সঙ্গে ব্যবহারের উপযোগী। অফিসে নিয়মিত টোটব্যাগ ব্যবহার করায় একঘেয়েমি তৈরি হলে বেছে নিতে পারেন স্টাইলিশ এই ব্যাগ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত