ক্লচব্যাগ
বক্স, ত্রিভুজ ও গোল বিভিন্ন আকৃতির হয় ক্লচব্যাগ। এসব ব্যাগের ভেতরে জিপার থাকে এবং ওপরে বাড়তি সুরক্ষার জন্য ফ্ল্যাপের সঙ্গে
ম্যাগনেট দেওয়া থাকে। সাধারণত এ ধরনের ব্যাগে টাকা, লিপস্টিক, আইলাইনারের মতো ছোট কয়েকটি জিনিস রাখা যায়। সন্ধ্যাকালীন পার্টির জন্য উপযোগী এ ধরনের ব্যাগ।
প্রিয় টোটব্যাগ
সাধারণত সব ধরনের পেশার নারীর আলমারিতে একটি হলেও টোটব্যাগ আছে। এককথায় টোটব্যাগ পছন্দের তালিকায় শীর্ষে। এর নকশা অনুযায়ী জিপার থাকতেও পারে আবার না-ও পারে। তবে সব ধরনের টোটব্যাগেই দুটো বড় হাতল থাকে।
যেসব টোটব্যাগে জিপার থাকে না, সেগুলো সাধারণত চট, কাপড় বা চামড়ায় তৈরি। অন্যদিকে জিপারসহ টোটব্যাগগুলো পানি প্রতিরোধী নাইলন দিয়ে তৈরি। রোজকার ব্যবহারের উপযোগী এসব ব্যাগে লাঞ্চবক্স, পানির বোতল, মোবাইল ফোন থেকে শুরু করে প্রয়োজনীয় সব উপকরণই রাখা যায়।
ফুরফুরে ব্যাকপ্যাক
বর্তমানে নারী-পুরুষ সবার কাছেই ব্যাকপ্যাকের আবেদন বেড়েছে–এ কথা অস্বীকার করার উপায় নেই। ব্যাকপ্যাকের সুবিধাও অনেক। একসঙ্গে অনেক জিনিসপত্র নেওয়া যায় তাতে। বিভিন্ন আকার ও নকশার ব্যাকপ্যাক পাওয়া যায়। পিঠে বহন করা সহজ, সহজেই গণপরিবহনেও প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া যায়। এ জন্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অনেকে অফিসে ব্যবহারের জন্যও পছন্দের প্রথম তালিকায় রাখেন ব্যাকপ্যাককে। তা ছাড়া দু-এক দিনের ছোটখাটো ট্যুরে যেতে হলে মাঝারি আকারের ব্যাকপ্যাকেই ভরে নেওয়া যায় প্রয়োজনীয় কাপড়।
স্টাইলিশ শোল্ডার ব্যাগ
কর্মজীবী নারীদের পছন্দের তালিকায় থাকা ব্যাগগুলোর মধ্যে শোল্ডার ব্যাগ অন্যতম। আকারে বেশ বড়সড় বলে প্রয়োজনীয় জিনিসপত্র; যেমন নোটবুক, পানির বোতল, পার্স, মেকআপ আইটেম ইত্যাদি রাখা যায় বলে শোল্ডার ব্যাগ ভীষণ জনপ্রিয়।
হোবো
কাঁধে ঝোলানো যায় এমন ব্যাগের মধ্যে হোবো বেশ জনপ্রিয়। এটি শোল্ডার ব্যাগের মতোই, তবে খুব বেশি প্রশস্ত নয়। ক্রিসেন্ট শেপের এই ব্যাগ ফরমাল ও ক্যাজুয়াল দুই ধরনের পোশাকের সঙ্গে ব্যবহারের উপযোগী। অফিসে নিয়মিত টোটব্যাগ ব্যবহার করায় একঘেয়েমি তৈরি হলে বেছে নিতে পারেন স্টাইলিশ এই ব্যাগ।
ক্লচব্যাগ
বক্স, ত্রিভুজ ও গোল বিভিন্ন আকৃতির হয় ক্লচব্যাগ। এসব ব্যাগের ভেতরে জিপার থাকে এবং ওপরে বাড়তি সুরক্ষার জন্য ফ্ল্যাপের সঙ্গে
ম্যাগনেট দেওয়া থাকে। সাধারণত এ ধরনের ব্যাগে টাকা, লিপস্টিক, আইলাইনারের মতো ছোট কয়েকটি জিনিস রাখা যায়। সন্ধ্যাকালীন পার্টির জন্য উপযোগী এ ধরনের ব্যাগ।
প্রিয় টোটব্যাগ
সাধারণত সব ধরনের পেশার নারীর আলমারিতে একটি হলেও টোটব্যাগ আছে। এককথায় টোটব্যাগ পছন্দের তালিকায় শীর্ষে। এর নকশা অনুযায়ী জিপার থাকতেও পারে আবার না-ও পারে। তবে সব ধরনের টোটব্যাগেই দুটো বড় হাতল থাকে।
যেসব টোটব্যাগে জিপার থাকে না, সেগুলো সাধারণত চট, কাপড় বা চামড়ায় তৈরি। অন্যদিকে জিপারসহ টোটব্যাগগুলো পানি প্রতিরোধী নাইলন দিয়ে তৈরি। রোজকার ব্যবহারের উপযোগী এসব ব্যাগে লাঞ্চবক্স, পানির বোতল, মোবাইল ফোন থেকে শুরু করে প্রয়োজনীয় সব উপকরণই রাখা যায়।
ফুরফুরে ব্যাকপ্যাক
বর্তমানে নারী-পুরুষ সবার কাছেই ব্যাকপ্যাকের আবেদন বেড়েছে–এ কথা অস্বীকার করার উপায় নেই। ব্যাকপ্যাকের সুবিধাও অনেক। একসঙ্গে অনেক জিনিসপত্র নেওয়া যায় তাতে। বিভিন্ন আকার ও নকশার ব্যাকপ্যাক পাওয়া যায়। পিঠে বহন করা সহজ, সহজেই গণপরিবহনেও প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া যায়। এ জন্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অনেকে অফিসে ব্যবহারের জন্যও পছন্দের প্রথম তালিকায় রাখেন ব্যাকপ্যাককে। তা ছাড়া দু-এক দিনের ছোটখাটো ট্যুরে যেতে হলে মাঝারি আকারের ব্যাকপ্যাকেই ভরে নেওয়া যায় প্রয়োজনীয় কাপড়।
স্টাইলিশ শোল্ডার ব্যাগ
কর্মজীবী নারীদের পছন্দের তালিকায় থাকা ব্যাগগুলোর মধ্যে শোল্ডার ব্যাগ অন্যতম। আকারে বেশ বড়সড় বলে প্রয়োজনীয় জিনিসপত্র; যেমন নোটবুক, পানির বোতল, পার্স, মেকআপ আইটেম ইত্যাদি রাখা যায় বলে শোল্ডার ব্যাগ ভীষণ জনপ্রিয়।
হোবো
কাঁধে ঝোলানো যায় এমন ব্যাগের মধ্যে হোবো বেশ জনপ্রিয়। এটি শোল্ডার ব্যাগের মতোই, তবে খুব বেশি প্রশস্ত নয়। ক্রিসেন্ট শেপের এই ব্যাগ ফরমাল ও ক্যাজুয়াল দুই ধরনের পোশাকের সঙ্গে ব্যবহারের উপযোগী। অফিসে নিয়মিত টোটব্যাগ ব্যবহার করায় একঘেয়েমি তৈরি হলে বেছে নিতে পারেন স্টাইলিশ এই ব্যাগ।
বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন তো নিতেই হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ। আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকেই মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
৭ ঘণ্টা আগেটক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১ দিন আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১ দিন আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগে