একই মাসে বেশ কয়েকটা বিয়ের দাওয়াত পড়েছে নেহার। তা-ও আবার তিন বান্ধবীর। না গেলেই নয়। হবু বর-কনের জন্য উপহার কেনার পর বিয়েতে পরে যাওয়ার জন্য এত শাড়ি কেনা বেশ খরচের ব্যাপার।
বিয়ের মতো বিশেষ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে নতুন শাড়ি কেনার ব্যাপারটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলতে দ্বিধা নেই, এতে ওয়ালেটের ওপর চাপটাও বেশ পড়ে যায়। ভালো মানের একটি শাড়ি কেনা একটু ব্যয়সাপেক্ষ বটে। শুধু শাড়ি কিনলেই তো আর হলো না, সঙ্গে মানানসই অনুষঙ্গও কিনতে হয়। কিন্তু এক শাড়িতেই যদি দুটি শাড়ির কাজ মেটানো যায়, তবে কেমন হয়। একটু ভেঙেই বলি, একটি শাড়ির দুপাশে যদি দুটি আঁচল থাকে, তাহলে কিন্তু শাড়িটি ঘুরিয়ে-ফিরিয়ে দুবার পরা সম্ভব। সম্প্রতি রঙ বাংলাদেশ এনেছে অভিনব দুটি শাড়ি।
প্রতিটি শাড়ির দুই পাশে রয়েছে দুটি ভিন্ন নকশার আঁচল। এতে শাড়িগুলো ঘুরিয়ে পরার পর নতুনত্ব আসে। এককথায়, শাড়ি একটি হলেও পরা যাবে দুইভাবে। অর্থাৎ এক দামেই দুটি শাড়ি জায়গা করে নিচ্ছে আপনার ওয়ার্ডরোবে।
একই শাড়ির দুই দিকে দুই ধরনের আঁচল—নতুন এই ধারণা সম্পর্কে রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, নারীরা প্রতিটি অনুষ্ঠানে নতুন কাপড় পরতে চান। কর্মজীবী হোক বা শিক্ষার্থী—বিভিন্ন অনুষ্ঠানের জন্য নতুন শাড়ি কেনা তো সহজ বিষয় না। সে ক্ষেত্রে একটি শাড়িকে যদি দুইভাবে ব্যবহার করা যায় বা শাড়িকে ঘুরিয়ে পরলে যদি নতুনের মতো লাগে, তাহলে ব্যাপারটা অনেকটাই অভিনব ও সহজ হয়। এটা সবার জন্য সাশ্রয়ী হয়। এ ক্ষেত্রে একটি শাড়ি কিনে অন্তত দুটি অনুষ্ঠানে যাওয়া যায়।
সৌমিক দাস আরও বলেন, দুটো শাড়ি এসেছে—কালো-ধূসরের মিশ্রণ ও বাসন্তী রঙে। ধূসর-কালো রঙা শাড়িটি স্ল্যাব কটন ও বাসন্তী রঙা শাড়িটি হাফ সিল্কের। মাধ্য়ম হিসেবে স্ক্রিন ব্লক, হাতের কাজ ও ডাই ব্যবহার করা হয়েছে।
শাড়িগুলোর দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। স্ল্যাব কটনের শাড়িটি ৩ হাজার ৩৯০ টাকা ও বাসন্তী শাড়িটি ৪ হাজার ২৯০ টাকা। সেই সঙ্গে অনলাইন অর্ডারে ১২ দশমিক ১২ শতাংশ ছাড় এবং সারা দেশে ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে।
একই মাসে বেশ কয়েকটা বিয়ের দাওয়াত পড়েছে নেহার। তা-ও আবার তিন বান্ধবীর। না গেলেই নয়। হবু বর-কনের জন্য উপহার কেনার পর বিয়েতে পরে যাওয়ার জন্য এত শাড়ি কেনা বেশ খরচের ব্যাপার।
বিয়ের মতো বিশেষ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে নতুন শাড়ি কেনার ব্যাপারটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলতে দ্বিধা নেই, এতে ওয়ালেটের ওপর চাপটাও বেশ পড়ে যায়। ভালো মানের একটি শাড়ি কেনা একটু ব্যয়সাপেক্ষ বটে। শুধু শাড়ি কিনলেই তো আর হলো না, সঙ্গে মানানসই অনুষঙ্গও কিনতে হয়। কিন্তু এক শাড়িতেই যদি দুটি শাড়ির কাজ মেটানো যায়, তবে কেমন হয়। একটু ভেঙেই বলি, একটি শাড়ির দুপাশে যদি দুটি আঁচল থাকে, তাহলে কিন্তু শাড়িটি ঘুরিয়ে-ফিরিয়ে দুবার পরা সম্ভব। সম্প্রতি রঙ বাংলাদেশ এনেছে অভিনব দুটি শাড়ি।
প্রতিটি শাড়ির দুই পাশে রয়েছে দুটি ভিন্ন নকশার আঁচল। এতে শাড়িগুলো ঘুরিয়ে পরার পর নতুনত্ব আসে। এককথায়, শাড়ি একটি হলেও পরা যাবে দুইভাবে। অর্থাৎ এক দামেই দুটি শাড়ি জায়গা করে নিচ্ছে আপনার ওয়ার্ডরোবে।
একই শাড়ির দুই দিকে দুই ধরনের আঁচল—নতুন এই ধারণা সম্পর্কে রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, নারীরা প্রতিটি অনুষ্ঠানে নতুন কাপড় পরতে চান। কর্মজীবী হোক বা শিক্ষার্থী—বিভিন্ন অনুষ্ঠানের জন্য নতুন শাড়ি কেনা তো সহজ বিষয় না। সে ক্ষেত্রে একটি শাড়িকে যদি দুইভাবে ব্যবহার করা যায় বা শাড়িকে ঘুরিয়ে পরলে যদি নতুনের মতো লাগে, তাহলে ব্যাপারটা অনেকটাই অভিনব ও সহজ হয়। এটা সবার জন্য সাশ্রয়ী হয়। এ ক্ষেত্রে একটি শাড়ি কিনে অন্তত দুটি অনুষ্ঠানে যাওয়া যায়।
সৌমিক দাস আরও বলেন, দুটো শাড়ি এসেছে—কালো-ধূসরের মিশ্রণ ও বাসন্তী রঙে। ধূসর-কালো রঙা শাড়িটি স্ল্যাব কটন ও বাসন্তী রঙা শাড়িটি হাফ সিল্কের। মাধ্য়ম হিসেবে স্ক্রিন ব্লক, হাতের কাজ ও ডাই ব্যবহার করা হয়েছে।
শাড়িগুলোর দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। স্ল্যাব কটনের শাড়িটি ৩ হাজার ৩৯০ টাকা ও বাসন্তী শাড়িটি ৪ হাজার ২৯০ টাকা। সেই সঙ্গে অনলাইন অর্ডারে ১২ দশমিক ১২ শতাংশ ছাড় এবং সারা দেশে ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৫ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে