Ajker Patrika

ঘরবাড়ি ধুলোবালি মুক্ত রাখতে যা করতে পারেন

জীবনধারা ডেস্ক
ঘরবাড়ি ধুলোবালি মুক্ত রাখতে যা করতে পারেন

শহরে যারা বসবাস করেন তাদের প্রায় সবারই অভিযোগ, যতই ঝাড়ামোছা হোক না কেন, ধুলোবালি যেন কমে–ই না। রোজই আসবাবপত্রের ওপর পড়ে ধুলোবালির স্তর। ঘরবাড়ি ধুলোবালিমুক্ত রাখতে যা করা যেতে পারে, ফ্ল্যাটের মূল দরজার বাইরে জুতার আলমারি রাখুন। বাইরে থেকে ফিরে জুতা খুলে আলমারিতে রেখে তারপর ঘরে প্রবেশ করুন। দরজার বাইরে ও ভেতরে উভয় জায়গায় পাপোশ রাখুন। 

সপ্তাহে একদিন পুরো বাড়ি ডিপ ক্লিন করুন। অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলে দিন। ঘরের প্রতি কোনায় ঝাড়ু দিন ও সবান পানি দিয়ে মুছে নিন। আসবাবপত্র শুকনো কাপড় দিয়ে না মুছে বিভিন্ন পরিষ্কারক উপাদান সমৃদ্ধ স্প্রে ব্যবহার করতে পারেন। তবে বোর্ড ও চামড়ায় তৈরি আসবাব মোছার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলুন। 

সকালে বাইরে বের হওয়ার সময় বারান্দার দরজা ও বাড়ির সব জানালা বন্ধ করে বের হবেন। এতে বাইরের ধুলোবালি ঘরে প্রবেশ করবে না। প্রতিদিনই একবার করে সব আসবাব মুছে নিতে পারলে ধুলোবালির সমস্যা অনেকটাই কমে যাবে। 

আসবাবপত্র পরিষ্কারের জন্য শুকনো কাপড় ব্যবহার না করে বিভিন্ন পরিষ্কারক উপাদান সমৃদ্ধ স্প্রে ব্যবহার করতে পারেন। ছবি: পেক্সেলসবাড়ির কোনো ঘরের জানালা যদি রাস্তার পাশে হয়, তাহলে সে জানালা যতটা কম খোলা যায় ততই ভালো। জানালায় গাছ রাখতে চেষ্টা করুন। এতে বাইরের ধুলোবালি সরাসরি বাড়ির ভেতরে প্রবেশে বাধা পাবে। 

ফ্যান ও এসি নিয়মিত পরিষ্কার রাখুন। 

প্রতি সপ্তাহে বিছানার চাদর, বালিশের কভার, টেবিল ক্লথ, কুশন কভার ধুয়ে নিন। মাসে একবার পর্দা ধুয়ে নিলে ধুলোবালি জমতে পারবে না। 

বসার ঘরে কার্পেটের পরিবর্তে পাটি ব্যবহার করতে পারেন। কার্পেটে অনেক বেশি ধুলোবালি জমে। 

সূত্র: হোম লেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত