জীবনধারা ডেস্ক
শহরে যারা বসবাস করেন তাদের প্রায় সবারই অভিযোগ, যতই ঝাড়ামোছা হোক না কেন, ধুলোবালি যেন কমে–ই না। রোজই আসবাবপত্রের ওপর পড়ে ধুলোবালির স্তর। ঘরবাড়ি ধুলোবালিমুক্ত রাখতে যা করা যেতে পারে, ফ্ল্যাটের মূল দরজার বাইরে জুতার আলমারি রাখুন। বাইরে থেকে ফিরে জুতা খুলে আলমারিতে রেখে তারপর ঘরে প্রবেশ করুন। দরজার বাইরে ও ভেতরে উভয় জায়গায় পাপোশ রাখুন।
সপ্তাহে একদিন পুরো বাড়ি ডিপ ক্লিন করুন। অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলে দিন। ঘরের প্রতি কোনায় ঝাড়ু দিন ও সবান পানি দিয়ে মুছে নিন। আসবাবপত্র শুকনো কাপড় দিয়ে না মুছে বিভিন্ন পরিষ্কারক উপাদান সমৃদ্ধ স্প্রে ব্যবহার করতে পারেন। তবে বোর্ড ও চামড়ায় তৈরি আসবাব মোছার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলুন।
সকালে বাইরে বের হওয়ার সময় বারান্দার দরজা ও বাড়ির সব জানালা বন্ধ করে বের হবেন। এতে বাইরের ধুলোবালি ঘরে প্রবেশ করবে না। প্রতিদিনই একবার করে সব আসবাব মুছে নিতে পারলে ধুলোবালির সমস্যা অনেকটাই কমে যাবে।
বাড়ির কোনো ঘরের জানালা যদি রাস্তার পাশে হয়, তাহলে সে জানালা যতটা কম খোলা যায় ততই ভালো। জানালায় গাছ রাখতে চেষ্টা করুন। এতে বাইরের ধুলোবালি সরাসরি বাড়ির ভেতরে প্রবেশে বাধা পাবে।
ফ্যান ও এসি নিয়মিত পরিষ্কার রাখুন।
প্রতি সপ্তাহে বিছানার চাদর, বালিশের কভার, টেবিল ক্লথ, কুশন কভার ধুয়ে নিন। মাসে একবার পর্দা ধুয়ে নিলে ধুলোবালি জমতে পারবে না।
বসার ঘরে কার্পেটের পরিবর্তে পাটি ব্যবহার করতে পারেন। কার্পেটে অনেক বেশি ধুলোবালি জমে।
সূত্র: হোম লেন
শহরে যারা বসবাস করেন তাদের প্রায় সবারই অভিযোগ, যতই ঝাড়ামোছা হোক না কেন, ধুলোবালি যেন কমে–ই না। রোজই আসবাবপত্রের ওপর পড়ে ধুলোবালির স্তর। ঘরবাড়ি ধুলোবালিমুক্ত রাখতে যা করা যেতে পারে, ফ্ল্যাটের মূল দরজার বাইরে জুতার আলমারি রাখুন। বাইরে থেকে ফিরে জুতা খুলে আলমারিতে রেখে তারপর ঘরে প্রবেশ করুন। দরজার বাইরে ও ভেতরে উভয় জায়গায় পাপোশ রাখুন।
সপ্তাহে একদিন পুরো বাড়ি ডিপ ক্লিন করুন। অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলে দিন। ঘরের প্রতি কোনায় ঝাড়ু দিন ও সবান পানি দিয়ে মুছে নিন। আসবাবপত্র শুকনো কাপড় দিয়ে না মুছে বিভিন্ন পরিষ্কারক উপাদান সমৃদ্ধ স্প্রে ব্যবহার করতে পারেন। তবে বোর্ড ও চামড়ায় তৈরি আসবাব মোছার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলুন।
সকালে বাইরে বের হওয়ার সময় বারান্দার দরজা ও বাড়ির সব জানালা বন্ধ করে বের হবেন। এতে বাইরের ধুলোবালি ঘরে প্রবেশ করবে না। প্রতিদিনই একবার করে সব আসবাব মুছে নিতে পারলে ধুলোবালির সমস্যা অনেকটাই কমে যাবে।
বাড়ির কোনো ঘরের জানালা যদি রাস্তার পাশে হয়, তাহলে সে জানালা যতটা কম খোলা যায় ততই ভালো। জানালায় গাছ রাখতে চেষ্টা করুন। এতে বাইরের ধুলোবালি সরাসরি বাড়ির ভেতরে প্রবেশে বাধা পাবে।
ফ্যান ও এসি নিয়মিত পরিষ্কার রাখুন।
প্রতি সপ্তাহে বিছানার চাদর, বালিশের কভার, টেবিল ক্লথ, কুশন কভার ধুয়ে নিন। মাসে একবার পর্দা ধুয়ে নিলে ধুলোবালি জমতে পারবে না।
বসার ঘরে কার্পেটের পরিবর্তে পাটি ব্যবহার করতে পারেন। কার্পেটে অনেক বেশি ধুলোবালি জমে।
সূত্র: হোম লেন
অ্যারিজোনার রাজ্যের টেম্পে শহরে গাড়ি ছাড়াই গড়ে উঠেছে এক আধুনিক আবাসিক এলাকা কালডিস্যাক। যুক্তরাষ্ট্রে এটাই প্রথম বড় আকারে নির্মিত কার-ফ্রি বা গাড়িমুক্ত অঞ্চল। এখানে গাড়ির হর্ন নেই, নেই ধোঁয়া আর যানজটের ভিড়। বরং রয়েছে খোলা চত্বর, সরু গলি, ক্যাফে, রেস্তোরাঁ আর প্রতিবেশীদের সঙ্গে মেলামেশার মতো পরিবেশ।
৪ ঘণ্টা আগেহাঁসের মাংস খেতে ইচ্ছা হলে বাড়িতেই রেঁধে ফেলা ভালো। আপনাদের জন্য সুস্বাদু উপায়ে হাঁসের মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী ওমাম রায়হান।
১ দিন আগেযুগে যুগে ফ্যাশন পরিবর্তন হয়েছে। ইউরোপে একসময় পিঠে কেপ, গলায় রাফল ও করসেট ছিল প্রচলিত পোশাক। এখন এসব হারিয়ে গেলেও নতুন নতুন ফ্যাশনের উদ্ভব ঘটছে। চীনে বর্তমানে এমনই এক নতুন ফ্যাশন ট্রেন্ড দেখা যাচ্ছে—‘ফেসকিনি’।
১ দিন আগেচীনের প্রাকৃতিক বৈচিত্র্য এই মনোমুগ্ধকর দৃশ্য সব সময় ভ্রমণপিয়াসি ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের আকর্ষণ করে এসেছে। মহাপ্রাচীর থেকে শুরু করে পোড়ামাটির সৈন্যবাহিনী মতো স্থাপনা—প্রতিটি পর্যটন গন্তব্যে আছে অনন্য অভিজ্ঞতার হাতছানি। এসবের পাশাপাশি আরও একটি বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা ঘটে চীনের পূর্বাঞ্চলীয় চচিয়া
১ দিন আগে