Ajker Patrika

বিশ্বের সেরা ৫ মসজিদ

মিহিকা মৌরিন
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১০: ২৩
বিশ্বের সেরা ৫ মসজিদ

মসজিদ-আল-হারাম

ইসলামিক দুনিয়ার প্রাণ মসজিদ-আল-হারাম। এই মসজিদটিকে সবচেয়ে সম্মানিত হিসেবে বিবেচনা করা হয়। এই পবিত্র মসজিদকে ঘিরে ইসলামের ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা আবর্তিত হয়েছে। সে জন্য এই মসজিদ পুরো পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত। সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদ-আল-হারামের আয়তন প্রায় ৩ লাখ ৫৬ হাজার ৮০০ বর্গমিটার। মসজিদটির ধারণক্ষমতা ৪০ লাখ। পবিত্র কাবা বা মুসলিমদের কিবলাকে ঘিরে মসজিদটির অবস্থান।

প্রতিবছর অসংখ্য মুসলিম এখানে হজ ও ওমরাহ পালন করতে আসেন। বিশ্বের এই বৃহৎ মসজিদে আছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থান, যেমন হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, জমজম কূপ এবং সাফা ও মারওয়া পাহাড়। শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন খলিফা, সুলতান ও রাজার শাসনকালে মসজিদটির অনেক উন্নয়ন ও সম্প্রসারণ করা হয়। 

Masjid_Nabawi_The_Prophet`s_Mosque,_Madinaআল-মসজিদ-আন-নববী

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ আল-মসজিদ-আন-নববীর অবস্থান মদিনায়। ৩ লাখ ৪৮ হাজার  বর্গমিটার। আল-মসজিদ-আন-নববীর ধারণক্ষমতা ১৫ লাখ। এই মসজিদ স্থাপিত হয়েছিল ৬২৩ খ্রিষ্টাব্দে। মুহম্মদ (স.) নিজে এর নির্মাণে অংশ নেন। মহানবীর সময়ে মসজিদে নববী মুসলিমদের সম্মিলনের স্থান, আদালত ও মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো। আরব উপদ্বীপের মাঝে এখানে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়েছিল। এখানে মুহম্মদ (স.)-এর সমাধি অবস্থিত। এ ছাড়া হজরত আয়েশা (রা.) যে বাড়িটিতে থাকতেন, তার ওপর একটি সবুজ গম্বুজ নির্মিত হয়েছে, সেটিও মসজিদে নববীর অংশ। এই মসজিদের ইতিহাস ও তাৎপর্যকে সম্মান করে হাজিরা প্রতি বছর হজ করার আগে বা পরে যেকোনো এক সময়ে মদিনায় অবস্থান করেন। 

RezaShrineগ্র্যান্ড জামে মসজিদ

বৃহত্তম মসজিদের তালিকায় তৃতীয় নামটি হলো গ্র্যান্ড জামে মসজিদ। এটি পাকিস্তানের করাচিতে অবস্থিত। তবে এটি এখনো নির্মাণাধীন রয়েছে। এই মসজিদের আয়তন ২ লাখ বর্গমিটার। এর নির্মাণকাজ শেষ হওয়ার পর ধারণক্ষমতা হবে সাড়ে ৯ লাখ। গ্র্যান্ড জামে মসজিদের নকশায় প্রাধান্য পেয়েছে মুঘল, আরব, পারস্য ও তুর্কি স্থাপত্য। এতে থাকবে একটি ৩২৫ ফুট উঁচু মিনার ও ১৫০টি গম্বুজ। চারপাশে থাকবে বড় বড় বাগান ও তোরণশোভিত দেয়াল। অনেক দূর থেকেও যাতে দেখা যায়, এ জন্য ৬০ ফুট উঁচু একটি পাহাড়ের চূড়ায় তৈরি হচ্ছে মসজিদটি। স্থাপনার কাজে ব্যবহৃত হচ্ছে বেলুচিস্তানের ধূসররঙা মার্বেল পাথর। 

 ইমাম রেজার মাজার

ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজার মাজার শরীফের আয়তন ৫ লাখ ৯৮ হাজার ৬৫৭ বর্গমিটার। এর ধারণক্ষমতা ৭ লাখ। প্রতিষ্ঠাকাল ৭২৯ খ্রিষ্টাব্দ। ইমাম রেজার মাজারসহ এই মসজিদে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। যেমন—ঘোহারশাদ মসজিদ, একটি জাদুঘর, পাঠাগার, চারটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি সমাধিক্ষেত্র, জিয়ারতকারীদের জন্য খাবারঘর ও সালাত আদায়ের জন্য বিশাল কক্ষ। পর্যটনকারীদের কাছে এই মসজিদটি জনপ্রিয় বলে এটি ‘ইরানি শিয়াদের প্রাণ’ নামে পরিচিতি লাভ করেছে। 

faysal-mashzidফয়সাল মসজিদ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ফয়সাল মসজিদ পৃথিবীর অন্যতম বৃহত্তম মসজিদ। ১ লাখ ৩০ হাজার বর্গমিটার এই মসজিদের ধারণক্ষমতা ৩ লাখ মানুষ। মসজিদটি স্থাপিত হয়েছিল ১৯৮৬ সালে। বর্তমানে এটি পাকিস্তানে পর্যটনকারীদের মধ্যে সুপরিচিত একটি আধুনিক ইসলামি স্থাপনা। বেদুইন তাঁবুর আদলে গম্বুজবিহীন এই মসজিদের নকশা করেছেন তুর্কি স্থপতি ভেদাত ডালোকে। সৌদি আরবের রাজা ফয়সাল বিন আবদুল আজিজ মসজিদটি নির্মাণের জন্য ২৮ মিলিয়ন ডলার দিয়েছিলেন। পরে তাঁর নামেই মসজিদটির নামকরণ করা হয়। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। 

সূত্র: দ্য টেলিগ্রাফ, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, আরকিটেকচারাল টাইমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত