নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিতা স্বাদের কারণে অনেকেই করলা খেতে চান না। তবে খেতে তিতা হলেও করলার আছে অনেক পুষ্টিগুণ। এক কাপ করলার রসে (৯৪ গ্রাম) আছে ক্যালরি ২০ গ্রাম, কার্বোহাইড্রেট ৪ গ্রাম, ফাইবার ২ গ্রাম, ভিটামিন সি ৯৩ শতাংশ (আরডিআই), ভিটামিন ৪৪ শতাংশ (আরডিআই), পটাশিয়াম ৮ শতাংশ (আরডিআই), জিংক ৫ শতাংশ (আরডিআই), আয়রন ৪ শতাংশ (আরডিআই)।
উপকার:
১. করলা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। এর রস রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন নিয়ম করে করলার রস খাওয়া শরীরের জন্য ভালো।
২. করলার রস অ্যালার্জির সমস্যা দূর করে। বাতের ব্যথায় করলার রস খেলে উপশম হয়। চর্মরোগেও করলার রস বেশ উপকারী।
৩. আয়ুর্বেদ মতে, করলা কৃমিনাশক, কফনাশক ও পিত্তনাশক। জন্ডিস ও লিভারের অসুখে যাদের অরুচি হয়, তাঁদের করলা খেলে খাবারের রুচি আসে। এ ছাড়া আঁশ সমৃদ্ধ করলা কোষ্ঠকাঠিন্য কমায়।
৪. করলায় রয়েছে ভিটামিন এ, যা ত্বক ভালো রাখে এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
৫. এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের ক্ষতিকর কোষের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। করলা ওজন কমাতেও সাহায্য করে।
৬. করলা ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এ ছাড়া করলা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
সূত্র: হেলথ লাইন
তিতা স্বাদের কারণে অনেকেই করলা খেতে চান না। তবে খেতে তিতা হলেও করলার আছে অনেক পুষ্টিগুণ। এক কাপ করলার রসে (৯৪ গ্রাম) আছে ক্যালরি ২০ গ্রাম, কার্বোহাইড্রেট ৪ গ্রাম, ফাইবার ২ গ্রাম, ভিটামিন সি ৯৩ শতাংশ (আরডিআই), ভিটামিন ৪৪ শতাংশ (আরডিআই), পটাশিয়াম ৮ শতাংশ (আরডিআই), জিংক ৫ শতাংশ (আরডিআই), আয়রন ৪ শতাংশ (আরডিআই)।
উপকার:
১. করলা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। এর রস রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন নিয়ম করে করলার রস খাওয়া শরীরের জন্য ভালো।
২. করলার রস অ্যালার্জির সমস্যা দূর করে। বাতের ব্যথায় করলার রস খেলে উপশম হয়। চর্মরোগেও করলার রস বেশ উপকারী।
৩. আয়ুর্বেদ মতে, করলা কৃমিনাশক, কফনাশক ও পিত্তনাশক। জন্ডিস ও লিভারের অসুখে যাদের অরুচি হয়, তাঁদের করলা খেলে খাবারের রুচি আসে। এ ছাড়া আঁশ সমৃদ্ধ করলা কোষ্ঠকাঠিন্য কমায়।
৪. করলায় রয়েছে ভিটামিন এ, যা ত্বক ভালো রাখে এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
৫. এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের ক্ষতিকর কোষের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। করলা ওজন কমাতেও সাহায্য করে।
৬. করলা ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এ ছাড়া করলা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
সূত্র: হেলথ লাইন
বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন তো নিতেই হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ। আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকেই মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
৪ ঘণ্টা আগেটক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৯ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
২১ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগে