শীত আর বসন্ত—এ দুই ঋতু ঘুরে বেড়ানোর দারুণ মৌসুম। আর ঘুরে বেড়ানো মানেই স্মৃতির ঝুলিতে কিছু চমৎকার ছবি তুলে রাখা। পাহাড়, সমুদ্র বা প্রিয় জায়গায় তোলা ছবিতে নিজেকে কতটা সুন্দর লাগছে, সেটা নিয়েও এখনকার তরুণীরা কম ভাবেন না। ভ্রমণে পোশাক হওয়া চাই আরামদায়ক ও রঙিন। এই সব মিলিয়ে স্কার্ট যেন পোশাক হিসেবে জুতসই।
আরাম ও স্টাইলের কথা মনে রেখে এখন অনেক তরুণীই পোশাক হিসেবে বেছে নিচ্ছেন স্কার্ট। অনেক ধরনের মধ্য়ে প্রাধান্য পাচ্ছে বড় ঘেরসহ লং স্কার্ট। বিশ্ববিদ্যালয়পড়ুয়ারাও রোজকার পোশাক হিসেবে স্কার্টকেই গুরুত্ব দিচ্ছেন। শুধু তা-ই নয়, আরাম ও ক্যারি করা সহজ বলে সব বয়সের নারীরাই এ পোশাকটি পছন্দ করেন।
স্কার্ট বিভিন্ন ধরনের কাপড়ে তৈরি হয়। সুতি, তাঁত, লিনেন, প্রিন্টেড বা একরঙা সিল্ক কাপড়, জর্জেট ইত্যাদি। লং স্কার্টের মধ্যে স্ট্রেট কাট যেমন চলছে, তেমনি বেশি ঘেরওয়ালা স্কার্টও এখন বেশি চলছে। স্কার্টে এখন যোগ হচ্ছে উজ্জ্বল রং। তবে হালকা রঙের ব্লক করা বা একরঙা স্কার্টও তৈরি হচ্ছে।
ঢিলেঢালা প্রিন্টেড স্কার্ট
আরামের জন্য ঢিলেঢালা আর প্রিন্টেড স্কার্টই এখন জনপ্রিয়। কাপড় হিসেবে সুতি, লিনেন, অরগাঞ্জা সিল্ক ইত্যাদি ব্যবহার হয়। প্রিন্টেড স্কার্টগুলোতে উজ্জ্বল রং বেশি ব্যবহার করা হয়। এসব স্কার্ট ছাড়াও টাইডাইয়ের গাঢ় রঙের স্কার্ট, মোম বাটিক, ভেজিটেবল ডাই আর সুতি, তাঁত কাপড়ে করা হচ্ছে ব্লক লেইস, অ্যাপলিক, সুতার নকশা, পুঁতির কাজ। তা ছাড়া সিকুইনের কাজের স্কার্টও পাওয়া যাচ্ছে। অনেকে নিজস্ব ডিজাইনে অর্ডার দিয়েও স্কার্ট তৈরি করে নিচ্ছেন।
প্যাচওয়ার্কের স্কার্ট
কিছু কিছু ফ্যাশন হাউস ও অনলাইন পেজ একরঙা আর প্রিন্টেড কাপড় জোড়া দিয়ে তৈরি করছে বাহারি লং স্কার্ট। এর সঙ্গে মূলত টপস কিংবা শার্টই নারীদের প্রথম পছন্দ। স্কার্ট-টপসের সঙ্গে চাইলে নিতে পারেন স্কার্ফ। কটন ও লিনেন স্কার্ট বেশ আরামদায়ক।
অনুষ্ঠানেও জুতসই
সব রকম অনুষ্ঠানে মানানসই স্কার্ট। লং স্কার্টের সঙ্গে টি-শার্ট বা কুর্তি পরতে পারেন। যাঁরা স্লিম, তাঁরা নির্বাচন করুন ছোট টপ বা টি-শার্ট। যাঁদের স্বাস্থ্য একটু ভালো, তাঁরা নির্বাচন করুন হিপের নিচ পর্যন্ত লম্বা কুর্তি।
ভ্রমণোপযোগী স্কার্ট
স্কার্ট হতে পারে ভ্রমণোপযোগী পোশাক। অনলাইন উদ্য়োগ আর্টেমিস তাদের ট্র্যাভেল সিরিজে নিয়ে এসেছে লং স্কার্ট। ট্র্যাভেল সিরিজে এত পোশাক থাকতে স্কার্ট কেন নিয়ে এলেন—এ প্রসঙ্গে আর্টেমিসের ডিজাইনার ও স্বত্বাধিকারী ফায়জা আহমেদ রাফা বলেন, ‘ইদানীং দেখা যায় ভ্রমণে গেলে সবাই একটু রংচঙা পোশাকই বেছে নেন। তা ছাড়া স্কার্ট হচ্ছে এমন একটি পোশাক, যা কোনো ঝুটঝামেলা ছাড়াই পরা যায়। সাধারণত ঘুরতে গেলে বেশির ভাগেরই মাথায় থাকে, যাতে ছবিগুলো সুন্দর হয়। আর ছবি সুন্দর হওয়ার জন্য এমন পোশাক বেছে নেন, যা একটু রঙিন ও দেখতে সুন্দর লাগে।’
ফায়জা আহমেদ রাফা আরও জানান, স্কার্ট তৈরির সময় তিনি চিন্তা করেন এমন ফেব্রিকসের, যেগুলো দেখতে ভালো লাগে, অভিজাত লুক আনবে আবার দামও থাকবে নাগালের মধ্য়ে। সে জন্য তিনি অরগাঞ্জা সিল্ক বেছে নেন। এ ছাড়া নিয়মিত পরার জন্য মিক্সড কাপড়েও স্কার্ট তৈরি করেন রাফা। অরগাঞ্জা কাপড়ের ওপর হ্যান্ডব্লক প্রিন্ট করে এখনকার স্কার্টগুলো ডিজাইন করেছেন তিনি। আপাতত অনলাইনেই বিক্রি করছেন নিজের তৈরি স্কার্ট। পরে স্টুডিও তৈরির চিন্তাও রয়েছে তাঁর। লাল, ল্যাভেন্ডার, নীল, কালো ও সি গ্রিন রঙের স্কার্ট এনেছেন রাফা। দাম ১ হাজার ৫৮০ টাকা।
অন্যদিকে মিক্সড কাপড়ে তৈরি স্কার্টের দাম ১ হাজার ৩৫০ টাকা। কেউ চাইলে স্কার্টের সঙ্গে শার্ট নিতে পারেন। আর্টেমিসের দুই রঙের শার্ট রয়েছে—সাদা ও কালো। শার্টগুলো চেরি সিল্ক দিয়ে তৈরি। দাম ১ হাজার ২৫০ টাকা। আর্টেমিস থেকে কেউ চাইলে স্কার্ট কাস্টমাইজ করে নিতে পারেন। আকার ও স্কার্টের রঙের কাস্টমাইজ করে থাকে আর্টেমিস।
শীত আর বসন্ত—এ দুই ঋতু ঘুরে বেড়ানোর দারুণ মৌসুম। আর ঘুরে বেড়ানো মানেই স্মৃতির ঝুলিতে কিছু চমৎকার ছবি তুলে রাখা। পাহাড়, সমুদ্র বা প্রিয় জায়গায় তোলা ছবিতে নিজেকে কতটা সুন্দর লাগছে, সেটা নিয়েও এখনকার তরুণীরা কম ভাবেন না। ভ্রমণে পোশাক হওয়া চাই আরামদায়ক ও রঙিন। এই সব মিলিয়ে স্কার্ট যেন পোশাক হিসেবে জুতসই।
আরাম ও স্টাইলের কথা মনে রেখে এখন অনেক তরুণীই পোশাক হিসেবে বেছে নিচ্ছেন স্কার্ট। অনেক ধরনের মধ্য়ে প্রাধান্য পাচ্ছে বড় ঘেরসহ লং স্কার্ট। বিশ্ববিদ্যালয়পড়ুয়ারাও রোজকার পোশাক হিসেবে স্কার্টকেই গুরুত্ব দিচ্ছেন। শুধু তা-ই নয়, আরাম ও ক্যারি করা সহজ বলে সব বয়সের নারীরাই এ পোশাকটি পছন্দ করেন।
স্কার্ট বিভিন্ন ধরনের কাপড়ে তৈরি হয়। সুতি, তাঁত, লিনেন, প্রিন্টেড বা একরঙা সিল্ক কাপড়, জর্জেট ইত্যাদি। লং স্কার্টের মধ্যে স্ট্রেট কাট যেমন চলছে, তেমনি বেশি ঘেরওয়ালা স্কার্টও এখন বেশি চলছে। স্কার্টে এখন যোগ হচ্ছে উজ্জ্বল রং। তবে হালকা রঙের ব্লক করা বা একরঙা স্কার্টও তৈরি হচ্ছে।
ঢিলেঢালা প্রিন্টেড স্কার্ট
আরামের জন্য ঢিলেঢালা আর প্রিন্টেড স্কার্টই এখন জনপ্রিয়। কাপড় হিসেবে সুতি, লিনেন, অরগাঞ্জা সিল্ক ইত্যাদি ব্যবহার হয়। প্রিন্টেড স্কার্টগুলোতে উজ্জ্বল রং বেশি ব্যবহার করা হয়। এসব স্কার্ট ছাড়াও টাইডাইয়ের গাঢ় রঙের স্কার্ট, মোম বাটিক, ভেজিটেবল ডাই আর সুতি, তাঁত কাপড়ে করা হচ্ছে ব্লক লেইস, অ্যাপলিক, সুতার নকশা, পুঁতির কাজ। তা ছাড়া সিকুইনের কাজের স্কার্টও পাওয়া যাচ্ছে। অনেকে নিজস্ব ডিজাইনে অর্ডার দিয়েও স্কার্ট তৈরি করে নিচ্ছেন।
প্যাচওয়ার্কের স্কার্ট
কিছু কিছু ফ্যাশন হাউস ও অনলাইন পেজ একরঙা আর প্রিন্টেড কাপড় জোড়া দিয়ে তৈরি করছে বাহারি লং স্কার্ট। এর সঙ্গে মূলত টপস কিংবা শার্টই নারীদের প্রথম পছন্দ। স্কার্ট-টপসের সঙ্গে চাইলে নিতে পারেন স্কার্ফ। কটন ও লিনেন স্কার্ট বেশ আরামদায়ক।
অনুষ্ঠানেও জুতসই
সব রকম অনুষ্ঠানে মানানসই স্কার্ট। লং স্কার্টের সঙ্গে টি-শার্ট বা কুর্তি পরতে পারেন। যাঁরা স্লিম, তাঁরা নির্বাচন করুন ছোট টপ বা টি-শার্ট। যাঁদের স্বাস্থ্য একটু ভালো, তাঁরা নির্বাচন করুন হিপের নিচ পর্যন্ত লম্বা কুর্তি।
ভ্রমণোপযোগী স্কার্ট
স্কার্ট হতে পারে ভ্রমণোপযোগী পোশাক। অনলাইন উদ্য়োগ আর্টেমিস তাদের ট্র্যাভেল সিরিজে নিয়ে এসেছে লং স্কার্ট। ট্র্যাভেল সিরিজে এত পোশাক থাকতে স্কার্ট কেন নিয়ে এলেন—এ প্রসঙ্গে আর্টেমিসের ডিজাইনার ও স্বত্বাধিকারী ফায়জা আহমেদ রাফা বলেন, ‘ইদানীং দেখা যায় ভ্রমণে গেলে সবাই একটু রংচঙা পোশাকই বেছে নেন। তা ছাড়া স্কার্ট হচ্ছে এমন একটি পোশাক, যা কোনো ঝুটঝামেলা ছাড়াই পরা যায়। সাধারণত ঘুরতে গেলে বেশির ভাগেরই মাথায় থাকে, যাতে ছবিগুলো সুন্দর হয়। আর ছবি সুন্দর হওয়ার জন্য এমন পোশাক বেছে নেন, যা একটু রঙিন ও দেখতে সুন্দর লাগে।’
ফায়জা আহমেদ রাফা আরও জানান, স্কার্ট তৈরির সময় তিনি চিন্তা করেন এমন ফেব্রিকসের, যেগুলো দেখতে ভালো লাগে, অভিজাত লুক আনবে আবার দামও থাকবে নাগালের মধ্য়ে। সে জন্য তিনি অরগাঞ্জা সিল্ক বেছে নেন। এ ছাড়া নিয়মিত পরার জন্য মিক্সড কাপড়েও স্কার্ট তৈরি করেন রাফা। অরগাঞ্জা কাপড়ের ওপর হ্যান্ডব্লক প্রিন্ট করে এখনকার স্কার্টগুলো ডিজাইন করেছেন তিনি। আপাতত অনলাইনেই বিক্রি করছেন নিজের তৈরি স্কার্ট। পরে স্টুডিও তৈরির চিন্তাও রয়েছে তাঁর। লাল, ল্যাভেন্ডার, নীল, কালো ও সি গ্রিন রঙের স্কার্ট এনেছেন রাফা। দাম ১ হাজার ৫৮০ টাকা।
অন্যদিকে মিক্সড কাপড়ে তৈরি স্কার্টের দাম ১ হাজার ৩৫০ টাকা। কেউ চাইলে স্কার্টের সঙ্গে শার্ট নিতে পারেন। আর্টেমিসের দুই রঙের শার্ট রয়েছে—সাদা ও কালো। শার্টগুলো চেরি সিল্ক দিয়ে তৈরি। দাম ১ হাজার ২৫০ টাকা। আর্টেমিস থেকে কেউ চাইলে স্কার্ট কাস্টমাইজ করে নিতে পারেন। আকার ও স্কার্টের রঙের কাস্টমাইজ করে থাকে আর্টেমিস।
চীনে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অ্যাডাল্ট প্যাসিফায়ার বা প্রাপ্তবয়স্কদের চুষনি। এগুলো আকারে বড় এবং বৈচিত্র্যময় নকশায় বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। দাঁত বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।
২ মিনিট আগেসিদ্ধান্ত গ্রহণ কোনো জাদুবিদ্যা নয়, এটা চর্চার বিষয়। আপনি যত বেশি সিদ্ধান্ত নেবেন, তত বেশি শিখবেন। ভুল করলেও পিছিয়ে যাবেন না। মনে রাখবেন, আপনি সিদ্ধান্তের দাস নন, বরং সিদ্ধান্ত আপনার নিয়ন্ত্রণে! সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও অনুশীলনের মাধ্যমে বাড়ে। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন।
১ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবশেষে তাদের নতুন ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে ধাপে ধাপে চালু হবে এই ‘এন্ট্রি–এক্সিট সিস্টেম’, যা হাতে পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে স্বয়ংক্রিয় নিবন্ধন প্রক্রিয়া চালু করবে।
৫ ঘণ্টা আগেঅফিস শেষে বাড়ি গিয়ে জানলেন, রাতে অতিথি আসবে। দু’রকমের মাংস আর কয়েক পদের ভাজা তৈরি করা সম্ভব না। শুধু পোলাও আর একটা মাংসের আইটেম তৈরি করার সময়টুকুই হাতে রয়েছে; সেক্ষেত্রে পোলাওয়ের স্বাদটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় তাহলেই রাতের খাবারটা জমে যাবে। সাধারণ পোলাওয়ের পরিবর্তে তৈরি করতে পারেন...
৯ ঘণ্টা আগে