Ajker Patrika

ফ্যাশনে ও আরামে স্কার্ট

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৩: ২২
ফ্যাশনে ও আরামে স্কার্ট

শীত আর বসন্ত—এ দুই ঋতু ঘুরে বেড়ানোর দারুণ মৌসুম। আর ঘুরে বেড়ানো মানেই স্মৃতির ঝুলিতে কিছু চমৎকার ছবি তুলে রাখা। পাহাড়, সমুদ্র বা প্রিয় জায়গায় তোলা ছবিতে নিজেকে কতটা সুন্দর লাগছে, সেটা নিয়েও এখনকার তরুণীরা কম ভাবেন না। ভ্রমণে পোশাক হওয়া চাই আরামদায়ক ও রঙিন। এই সব মিলিয়ে স্কার্ট যেন পোশাক হিসেবে জুতসই।

আরাম ও স্টাইলের কথা মনে রেখে এখন অনেক তরুণীই পোশাক হিসেবে বেছে নিচ্ছেন স্কার্ট। অনেক ধরনের মধ্য়ে প্রাধান্য পাচ্ছে বড় ঘেরসহ লং স্কার্ট। বিশ্ববিদ্যালয়পড়ুয়ারাও রোজকার পোশাক হিসেবে স্কার্টকেই গুরুত্ব দিচ্ছেন। শুধু তা-ই নয়, আরাম ও ক্যারি করা সহজ বলে সব বয়সের নারীরাই এ পোশাকটি পছন্দ করেন।

স্কার্ট বিভিন্ন ধরনের কাপড়ে তৈরি হয়। সুতি, তাঁত, লিনেন, প্রিন্টেড বা একরঙা সিল্ক কাপড়, জর্জেট ইত্যাদি। লং স্কার্টের মধ্যে স্ট্রেট কাট যেমন চলছে, তেমনি বেশি ঘেরওয়ালা স্কার্টও এখন বেশি চলছে। স্কার্টে এখন যোগ হচ্ছে উজ্জ্বল রং। তবে হালকা রঙের ব্লক করা বা একরঙা স্কার্টও তৈরি হচ্ছে।

মডেল: সুমাইয়া শেখ, স্কার্ট: আর্টেমিস মেকআপ: শোভন মেকওভার, ঢিলেঢালা প্রিন্টেড স্কার্ট
আরামের জন্য ঢিলেঢালা আর প্রিন্টেড স্কার্টই এখন জনপ্রিয়। কাপড় হিসেবে সুতি, লিনেন, অরগাঞ্জা সিল্ক ইত্যাদি ব্যবহার হয়। প্রিন্টেড স্কার্টগুলোতে উজ্জ্বল রং বেশি ব্যবহার করা হয়। এসব স্কার্ট ছাড়াও টাইডাইয়ের গাঢ় রঙের স্কার্ট, মোম বাটিক, ভেজিটেবল ডাই আর সুতি, তাঁত কাপড়ে করা হচ্ছে ব্লক লেইস, অ্যাপলিক, সুতার নকশা, পুঁতির কাজ। তা ছাড়া সিকুইনের কাজের স্কার্টও পাওয়া যাচ্ছে। অনেকে নিজস্ব ডিজাইনে অর্ডার দিয়েও স্কার্ট তৈরি করে নিচ্ছেন। 

প্যাচওয়ার্কের স্কার্ট
কিছু কিছু ফ্যাশন হাউস ও অনলাইন পেজ একরঙা আর প্রিন্টেড কাপড় জোড়া দিয়ে তৈরি করছে বাহারি লং স্কার্ট। এর সঙ্গে মূলত টপস কিংবা শার্টই নারীদের প্রথম পছন্দ। স্কার্ট-টপসের সঙ্গে চাইলে নিতে পারেন স্কার্ফ। কটন ও লিনেন স্কার্ট বেশ আরামদায়ক।

অনুষ্ঠানেও জুতসই
সব রকম অনুষ্ঠানে মানানসই স্কার্ট। লং স্কার্টের সঙ্গে টি-শার্ট বা কুর্তি পরতে পারেন। যাঁরা স্লিম, তাঁরা নির্বাচন করুন ছোট টপ বা টি-শার্ট। যাঁদের স্বাস্থ্য একটু ভালো, তাঁরা নির্বাচন করুন হিপের নিচ পর্যন্ত লম্বা কুর্তি। 

মডেল: সুমাইয়া শেখ, স্কার্ট: আর্টেমিস মেকআপ: শোভন মেকওভার, ছবি: হাসান রাজাভ্রমণোপযোগী স্কার্ট
স্কার্ট হতে পারে ভ্রমণোপযোগী পোশাক। অনলাইন উদ্য়োগ আর্টেমিস তাদের ট্র্যাভেল সিরিজে নিয়ে এসেছে লং স্কার্ট। ট্র্যাভেল সিরিজে এত পোশাক থাকতে স্কার্ট কেন নিয়ে এলেন—এ প্রসঙ্গে আর্টেমিসের ডিজাইনার ও স্বত্বাধিকারী ফায়জা আহমেদ রাফা বলেন, ‘ইদানীং দেখা যায় ভ্রমণে গেলে সবাই একটু রংচঙা পোশাকই বেছে নেন। তা ছাড়া স্কার্ট হচ্ছে এমন একটি পোশাক, যা কোনো ঝুটঝামেলা ছাড়াই পরা যায়। সাধারণত ঘুরতে গেলে বেশির ভাগেরই মাথায় থাকে, যাতে ছবিগুলো সুন্দর হয়। আর ছবি সুন্দর হওয়ার জন্য এমন পোশাক বেছে নেন, যা একটু রঙিন ও দেখতে সুন্দর লাগে।’

মডেল: সুমাইয়া শেখ, স্কার্ট: আর্টেমিস মেকআপ: শোভন মেকওভার,ফায়জা আহমেদ রাফা আরও জানান, স্কার্ট তৈরির সময় তিনি চিন্তা করেন এমন ফেব্রিকসের, যেগুলো দেখতে ভালো লাগে, অভিজাত লুক আনবে আবার দামও থাকবে নাগালের মধ্য়ে। সে জন্য তিনি অরগাঞ্জা সিল্ক বেছে নেন। এ ছাড়া নিয়মিত পরার জন্য মিক্সড কাপড়েও স্কার্ট তৈরি করেন রাফা। অরগাঞ্জা কাপড়ের ওপর হ্যান্ডব্লক প্রিন্ট করে এখনকার স্কার্টগুলো ডিজাইন করেছেন তিনি। আপাতত অনলাইনেই বিক্রি করছেন নিজের তৈরি স্কার্ট। পরে স্টুডিও তৈরির চিন্তাও রয়েছে তাঁর। লাল, ল্যাভেন্ডার, নীল, কালো ও সি গ্রিন রঙের স্কার্ট এনেছেন রাফা। দাম ১ হাজার ৫৮০ টাকা।

অন্যদিকে মিক্সড কাপড়ে তৈরি স্কার্টের দাম ১ হাজার ৩৫০ টাকা।  কেউ চাইলে স্কার্টের সঙ্গে শার্ট নিতে পারেন। আর্টেমিসের দুই রঙের শার্ট রয়েছে—সাদা ও কালো। শার্টগুলো চেরি সিল্ক দিয়ে তৈরি। দাম ১ হাজার ২৫০ টাকা। আর্টেমিস থেকে কেউ চাইলে স্কার্ট কাস্টমাইজ করে নিতে পারেন। আকার ও স্কার্টের রঙের কাস্টমাইজ করে থাকে আর্টেমিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত