দিতি আহমেদ
ঢাকা: ‘পাহাসল’ (Parasol) ও ‘পাহাপুই’ (Parapluie) নামে দুটি শব্দ আছে। বোঝার কোনো কারণ নেই যে শব্দ দুটি ছাতার প্রতিশব্দ। ‘সল’ মানে সূর্য আর ‘পুই’ অর্থ বৃষ্টি। রোদ আর বৃষ্টি থেকে যেটি আমাদের রক্ষা করে সেটিই ছাতা। ছাতা শব্দটি এসেছে সংস্কৃত ‘ছত্র’ শব্দটি থেকে। এর একটি অর্থ ‘রাজচিহ্ন’। আর ইংরেজি ‘আম্ব্রেলা’ শব্দটি এসেছে প্রাচীন গ্রিক ‘ওম্বরিও’ শব্দটি থেকে, যার অর্থ বৃষ্টি। যা হোক, ছাতা মানে যা রোদ আর বৃষ্টি ঠেকিয়ে আমাদের ভেজা ও ঘামের হাত থেকে রক্ষা করে।
চলছে বর্ষাকাল। যেকোনো সময় ‘বলা নেই কওয়া নেই’ ঝরঝর করে ভাসিয়ে নিয়ে যেতে পারে বৃষ্টি। আবার খটখটে রোদে ঘেমেনেয়ে অস্থির করেও তুলতে পারে। বর্ষাকালে ছাতা আমাদের দুই অবস্থা থেকেই রক্ষা করে। তাই ব্রিটিশদের মতো ঘরের বাইরে বের হলেই সঙ্গে রাখুন একটি ছাতা, তা কাঠের ডাঁটার বা স্টিলের ডাঁটার যাই হোক না কেন। একটা সময় ছিল, যখন সবাই শুধু কাঠের ডাঁটার কালো কাপড়ে ছাওয়া ছাতাই ব্যবহার করত। এখন যুগ বদলেছে, নানা রঙের নানা ঢঙের ছাতা এখন বাজারে পাওয়া যায়। কিন্তু যখন-তখন বৃষ্টি মোকাবিলায় আপনার চাই টেকসই একটি ছাতা, সঙ্গে ফ্যাশনেবল হলে তো কথাই নেই।
ছাতার নাম–দাম
কালো কাপড়ের বাংলা ছাতা ছোট-বড় দুই সাইজের পাওয়া যায়। আকৃতি ভেদে এগুলোর দাম ১৫০-৮০০ টাকার মধ্যে। অটো টিপ ও ম্যানুয়াল ছাতাগুলোর আকৃতি ও ফোল্ড ভেদে দাম পড়বে ৫০০ থেকে ৮০০ টাকা।
শিশুদের জন্য ছাতা
শিশুদের জন্যও বিভিন্ন ধরনের ছাতা পাওয়া যায় ১২০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। শিশুদের আকৃষ্ট করার জন্য শিশুদের ছাতাগুলোতে বিভিন্ন ধরনের নকশা করা থাকে। কোনো কোনোগুলোর সঙ্গে থাকে হুইসেল। সাধারণত রঙিন হয়ে থাকে শিশুদের ছাতা।
কোথায় পাবেন
যেকোনো বড় বাজারেই ছাতা কিনতে পাওয়া যায়। প্রতিটি শহরেই রয়েছে ব্র্যান্ডেড ছাতার শোরুম।
যা মনে রাখবেন
যে ছাতাটি আপনি কিনছেন তার কাপড় ভালোভাবে পানি রোধ করতে পারে কি না ভালো করে দেখতে হবে।
• ছাতার হাতলের অংশটি অবশ্যই টেকসই এবং মজবুত হতে হবে। যদি টিপ বাটনের ছাতা কিনতে চান, তাহলে ছাতার টিপ বাটনটা ঠিকমতো কাজ করে কি না, টেকসই কি না, সেটি যাচাই করে নিতে হবে।
• ছাতার প্রতিটি রড ঠিকমতো লাগানো আছে কি না, তা বারবার খুলে বন্ধ করে দেখে নিতে হবে।
• লোহার শিকের সঙ্গে ছাতার কাপড়ের সেলাই ঠিকমতো আটকানো আছে কি না সেটা দেখতে হবে। কারণ এখান থেকেই মূলত ছাতার প্রথম সমস্যা তৈরি হয়।
• প্যাকেটের ভেতরে ছাতা থাকলে কেনার সময় খুলে দেখে নিতে হবে।
• মেয়েদের ফ্যাশনেবল ছাতায় অনেক সময় পুঁতি কিংবা জরির নকশা করা থাকে। কেনার সময় খেয়াল করতে হবে, বৃষ্টিতে ভিজলে সেগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে কি না।
• এমন ছাতা কিনতে হবে, যাতে আপনার পুরো শরীর ঢেকে যায়। একটু বাতাসে যেন তা উল্টে না যায়।
• ছাতা বন্ধ করার সময় ছাতার প্রতিটি অংশ ঠিকভাবে ভাঁজ করে গুছিয়ে নিতে হবে, তা না হলে লোহার রডগুলো ভেঙে যেতে পারে।
ঢাকা: ‘পাহাসল’ (Parasol) ও ‘পাহাপুই’ (Parapluie) নামে দুটি শব্দ আছে। বোঝার কোনো কারণ নেই যে শব্দ দুটি ছাতার প্রতিশব্দ। ‘সল’ মানে সূর্য আর ‘পুই’ অর্থ বৃষ্টি। রোদ আর বৃষ্টি থেকে যেটি আমাদের রক্ষা করে সেটিই ছাতা। ছাতা শব্দটি এসেছে সংস্কৃত ‘ছত্র’ শব্দটি থেকে। এর একটি অর্থ ‘রাজচিহ্ন’। আর ইংরেজি ‘আম্ব্রেলা’ শব্দটি এসেছে প্রাচীন গ্রিক ‘ওম্বরিও’ শব্দটি থেকে, যার অর্থ বৃষ্টি। যা হোক, ছাতা মানে যা রোদ আর বৃষ্টি ঠেকিয়ে আমাদের ভেজা ও ঘামের হাত থেকে রক্ষা করে।
চলছে বর্ষাকাল। যেকোনো সময় ‘বলা নেই কওয়া নেই’ ঝরঝর করে ভাসিয়ে নিয়ে যেতে পারে বৃষ্টি। আবার খটখটে রোদে ঘেমেনেয়ে অস্থির করেও তুলতে পারে। বর্ষাকালে ছাতা আমাদের দুই অবস্থা থেকেই রক্ষা করে। তাই ব্রিটিশদের মতো ঘরের বাইরে বের হলেই সঙ্গে রাখুন একটি ছাতা, তা কাঠের ডাঁটার বা স্টিলের ডাঁটার যাই হোক না কেন। একটা সময় ছিল, যখন সবাই শুধু কাঠের ডাঁটার কালো কাপড়ে ছাওয়া ছাতাই ব্যবহার করত। এখন যুগ বদলেছে, নানা রঙের নানা ঢঙের ছাতা এখন বাজারে পাওয়া যায়। কিন্তু যখন-তখন বৃষ্টি মোকাবিলায় আপনার চাই টেকসই একটি ছাতা, সঙ্গে ফ্যাশনেবল হলে তো কথাই নেই।
ছাতার নাম–দাম
কালো কাপড়ের বাংলা ছাতা ছোট-বড় দুই সাইজের পাওয়া যায়। আকৃতি ভেদে এগুলোর দাম ১৫০-৮০০ টাকার মধ্যে। অটো টিপ ও ম্যানুয়াল ছাতাগুলোর আকৃতি ও ফোল্ড ভেদে দাম পড়বে ৫০০ থেকে ৮০০ টাকা।
শিশুদের জন্য ছাতা
শিশুদের জন্যও বিভিন্ন ধরনের ছাতা পাওয়া যায় ১২০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। শিশুদের আকৃষ্ট করার জন্য শিশুদের ছাতাগুলোতে বিভিন্ন ধরনের নকশা করা থাকে। কোনো কোনোগুলোর সঙ্গে থাকে হুইসেল। সাধারণত রঙিন হয়ে থাকে শিশুদের ছাতা।
কোথায় পাবেন
যেকোনো বড় বাজারেই ছাতা কিনতে পাওয়া যায়। প্রতিটি শহরেই রয়েছে ব্র্যান্ডেড ছাতার শোরুম।
যা মনে রাখবেন
যে ছাতাটি আপনি কিনছেন তার কাপড় ভালোভাবে পানি রোধ করতে পারে কি না ভালো করে দেখতে হবে।
• ছাতার হাতলের অংশটি অবশ্যই টেকসই এবং মজবুত হতে হবে। যদি টিপ বাটনের ছাতা কিনতে চান, তাহলে ছাতার টিপ বাটনটা ঠিকমতো কাজ করে কি না, টেকসই কি না, সেটি যাচাই করে নিতে হবে।
• ছাতার প্রতিটি রড ঠিকমতো লাগানো আছে কি না, তা বারবার খুলে বন্ধ করে দেখে নিতে হবে।
• লোহার শিকের সঙ্গে ছাতার কাপড়ের সেলাই ঠিকমতো আটকানো আছে কি না সেটা দেখতে হবে। কারণ এখান থেকেই মূলত ছাতার প্রথম সমস্যা তৈরি হয়।
• প্যাকেটের ভেতরে ছাতা থাকলে কেনার সময় খুলে দেখে নিতে হবে।
• মেয়েদের ফ্যাশনেবল ছাতায় অনেক সময় পুঁতি কিংবা জরির নকশা করা থাকে। কেনার সময় খেয়াল করতে হবে, বৃষ্টিতে ভিজলে সেগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে কি না।
• এমন ছাতা কিনতে হবে, যাতে আপনার পুরো শরীর ঢেকে যায়। একটু বাতাসে যেন তা উল্টে না যায়।
• ছাতা বন্ধ করার সময় ছাতার প্রতিটি অংশ ঠিকভাবে ভাঁজ করে গুছিয়ে নিতে হবে, তা না হলে লোহার রডগুলো ভেঙে যেতে পারে।
ভ্রমণ সব বয়সের মানুষের জন্যই আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর ও প্রয়োজনের ধরণও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়া-দাওয়া সব দিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
২৪ মিনিট আগেছোট হোক বা বড়, যে কাজেই ব্যবহার হোক না কেন প্রায় সবার বাড়িতে একটি করে বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয় বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফটি পরিবর্তন করে
১ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগে পর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। তবে এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের মানুষের জাতীগত বড় সমস্যা হলো, তারা মনে করে পৃথিবীর সব ‘প্রথম’ ও ‘সবচেয়ে বড় বা ছোট’র রেকর্ড থাকবে শুধু তাদের অধিকারে। কিন্তু না। আপনি যদি ভোরবেলা হাঁসের মাংসে খেতে যেতে পারেন, তো অন্য অনেকে আপনাকে টেক্কা দিয়ে রাত ও ভোরের সঙ্গমস্থলের যে সময়, যাকে উষা নামে ডাকা হয়, সে সময় হাঁসের মাংস...
৪ ঘণ্টা আগে