শোভন সাহা
প্রশ্ন: আমার ত্বক মিশ্র। শীতে শুষ্ক ও গরমকালে তৈলাক্ত থাকে। চার-পাঁচ মাস ধরে ব্রণের সমস্যায় ভুগছি। ব্রণগুলো হালকা ব্যথা করে, এরপর পেকে যায়। শুকিয়ে সেরে যাওয়ার পরও দাগ রয়ে যাচ্ছে। মুখে দিনে ক্রিম ও সানব্লক ব্যবহার করি। রাতে ক্রিমের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করি। কিন্তু সমস্যা থেকে মুক্তি মিলছে না।
রাইসা নাইম, ব্রাহ্মণবাড়িয়া
বায়োহাইড্রা ট্রিটমেন্ট ফর একনি নিতে হবে বিউটি ক্লিনিক থেকে। একজন অভিজ্ঞ কসমেটোলজিস্টের সঙ্গে পরামর্শ করে সঠিক কসমেটিক ব্যবহার করতে হবে।
প্রশ্ন: ব্রণ প্রতিরোধে কী কী প্রাকৃতিক উপকরণ ত্বকে ব্যবহার করলে উপকার পাব?
পাপিয়া, ঢাকা
ব্রণের কারণ আগে খুঁজে বের করতে হবে। তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। নিমের ফেসপ্যাক, নন-অয়েলি ময়শ্চারাইজার, ডিপ ক্লিনজিং ফেসওয়াশ প্রাথমিকভাবে ব্যবহার করতে পারেন।
প্রশ্ন: আমার ত্বক শুষ্ক। প্রচুর মরা কোষ জন্মায়। ত্বকের জন্য সহজলভ্য কয়েকটি ঘরোয়া স্ক্রাবের কথা জানালে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক, বান্দরবান
গোসলের সময় ত্বক পরিষ্কারের জন্য লুফা বা তোয়ালে ব্যবহার করতে হবে। গোসল শেষে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে শরীর ভেজা থাকতেই। ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে চিনি ও টক দই মিশিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট শোভন মেকওভার
প্রশ্ন: আমার ত্বক মিশ্র। শীতে শুষ্ক ও গরমকালে তৈলাক্ত থাকে। চার-পাঁচ মাস ধরে ব্রণের সমস্যায় ভুগছি। ব্রণগুলো হালকা ব্যথা করে, এরপর পেকে যায়। শুকিয়ে সেরে যাওয়ার পরও দাগ রয়ে যাচ্ছে। মুখে দিনে ক্রিম ও সানব্লক ব্যবহার করি। রাতে ক্রিমের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করি। কিন্তু সমস্যা থেকে মুক্তি মিলছে না।
রাইসা নাইম, ব্রাহ্মণবাড়িয়া
বায়োহাইড্রা ট্রিটমেন্ট ফর একনি নিতে হবে বিউটি ক্লিনিক থেকে। একজন অভিজ্ঞ কসমেটোলজিস্টের সঙ্গে পরামর্শ করে সঠিক কসমেটিক ব্যবহার করতে হবে।
প্রশ্ন: ব্রণ প্রতিরোধে কী কী প্রাকৃতিক উপকরণ ত্বকে ব্যবহার করলে উপকার পাব?
পাপিয়া, ঢাকা
ব্রণের কারণ আগে খুঁজে বের করতে হবে। তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। নিমের ফেসপ্যাক, নন-অয়েলি ময়শ্চারাইজার, ডিপ ক্লিনজিং ফেসওয়াশ প্রাথমিকভাবে ব্যবহার করতে পারেন।
প্রশ্ন: আমার ত্বক শুষ্ক। প্রচুর মরা কোষ জন্মায়। ত্বকের জন্য সহজলভ্য কয়েকটি ঘরোয়া স্ক্রাবের কথা জানালে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক, বান্দরবান
গোসলের সময় ত্বক পরিষ্কারের জন্য লুফা বা তোয়ালে ব্যবহার করতে হবে। গোসল শেষে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে শরীর ভেজা থাকতেই। ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে চিনি ও টক দই মিশিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট শোভন মেকওভার
চল্লিশ বছর বয়সের পর চোখের নিচে বলিরেখা দেখা, ত্বকের অনুজ্জ্বল ভাব আরও স্পষ্ট হতে শুরু করে। এ সময় যত ব্যস্তই থাকুন না কেন, দিনের একটু সময় নিজের জন্য বরাদ্দ রাখুন, নিজের যত্ন নিন। খাদ্যতালিকায় শরীর ও ত্বকের উপযোগী খাবারকে প্রাধান্য দিন। তবেই ত্বক হাসবে নতুন করে।
৬ ঘণ্টা আগেসারা দিন হাতের ত্বকের ওপর সূর্যরশ্মির প্রচণ্ড অত্যাচার চলে। ফলে খুব স্বাভাবিকভাবে হাতের ত্বকের রং মুখের ত্বকের তুলনায় গাঢ় হয়ে যায়। প্রায় সবার ক্ষেত্রে দেখা যায় মুখের রঙের তুলনায় হাতের রং একটু গাঢ়। ফলে পুরো দেহের ত্বকের রঙের এই ভারসাম্যহীনতা দূর করতে হাতের যত্ন নিতে হবে একটু মনে করেই।
১৭ ঘণ্টা আগেনবম থেকে এগারো শতকের জাপানে ছাতা ছিল কেবল ক্ষমতাবানদের ব্যবহার্য জিনিস। তখন শাসক বা ধর্মীয় নেতাদের মাথার ওপর সম্মান ও আধ্যাত্মিক ছায়ার প্রতীক হিসেবে দীর্ঘ হাতলযুক্ত বড় ছাতা ধরা হতো। বারো শতকের পর সাধারণ মানুষও ছাতা ব্যবহার শুরু করে।
১ দিন আগেড. উইনগার্ডের মতে, মশা কাকে বেশি কামড়াবে, তার ৮৫ শতাংশ নির্ভর করে আমাদের জেনেটিক বৈশিষ্ট্যের ওপর। তবে বাকি অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। তিনি গ্রীষ্মকালে মশার হাত থেকে বাঁচতে ৫টি বৈজ্ঞানিক উপায় জানিয়েছেন।
১ দিন আগে