মির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।