Ajker Patrika

শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএস: প্রস্তুতির কিছু কৌশল

ক্যারিয়ার ডেস্ক
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১১: ৪১
৪১তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. হুমায়ুন আহমেদ। ছবি: লেখক
৪১তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. হুমায়ুন আহমেদ। ছবি: লেখক

৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে ৬৮৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন এবং ফি জমা শুরু হয়েছে গত ২২ জুলাই থেকে। শেষ হবে আগামী ২২ আগস্ট (সন্ধ্যা ৬ টায়)। পিএসসি জানিয়েছে, আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এই বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হতে পারে। সময় হাতে কম, তাই এ স্বল্প সময়ে যেসব বিষয়ে সুষ্ঠু পরিকল্পনায় প্রস্তুতি নেওয়া যায়, সেসব নিয়ে পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. হুমায়ুন আহমেদ

সিলেবাস, নম্বর-বণ্টন ও পরীক্ষার ভাষা

পিএসসির ওয়েবসাইটে ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তিতে আবেদন, যোগ্যতা, পরীক্ষার ধরন ইত্যাদি সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। ডাউনলোড করে দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ২৭টি বিষয়ে ৬৫৩ জন এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজের জন্য ৯টি বিষয়ে ৩০ জনসহ সর্বমোট ৬৮৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) সাধারণ বিষয়গুলো (বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, গণিত ১০, মানসিক দক্ষতা ১০) থেকে ১০০ নম্বর ও বিষয়ভিত্তিক ১০০ নম্বর মিলিয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। উত্তীর্ণদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। (এমসিকিউ টাইপ) লিখিত বলতে এমসিকিউ পরীক্ষা বোঝানো হয়েছে।

পিএসসির ওয়েবসাইট থেকে বিষয়ভিত্তিক সিলেবাস প্রিন্ট করে নিন ও কয়েকবার পড়ুন। জেনারেল বিষয়ের প্রশ্ন অন্যান্য পরীক্ষার মতোই হবে। পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নগুলো বাংলা না ইংরেজিতে হবে, বিজ্ঞপ্তিতে এমন কোনো নির্দেশনা নেই। ধরে নেওয়া যায় বিষয়ভিত্তিক পরীক্ষাও বাংলাতেই হবে।

সাধারণ বিষয়গুলো নিয়ে বলার কিছু নেই। এ ব্যাপারে সবারই কমবেশি ধারণা রয়েছে। অতীতে এমন বিশেষ বিসিএস খুব বেশি হয়নি। তাই বিষয়ভিত্তিক ১০০ নম্বরের (এমসিকিউ টাইপ) লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য (কিছু বিষয় বাদে) বাজারে আপাতত তেমন কোনো বই নেই (অল্প কিছুদিনে কিছু বই আসবে)। নিজে কৌশলী হয়ে প্রয়োজনীয় ম্যাটারিয়াল জোগাড় করে পড়তে পারলে কম সময়েও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে (সব বিষয়) প্রস্তুতি নেবেন যেভাবে

১. সিলেবাস ধরে নিজ বিষয়ের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) বই থেকে এমসিকিউ প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে।

২. নিজ বিষয়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সব প্রশ্ন বুঝে বুঝে সমাধান করতে হবে।

৩. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করতে হবে।

৪. নিজ বিষয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে।

৫. নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্ন বই ও বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাবে।

৬. প্রকাশিত সিলেবাস অনুসারে অনার্সে পঠিত মৌলিক বইগুলোর প্রতিটি অধ্যায় পড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের নোট নিতে হবে। অনার্সে যারা ইংরেজি মিডিয়ামে পড়েছে তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা ভার্সনের সংশ্লিষ্ট বই যথেষ্ট সহায়ক হবে।

৭. সময় বাঁচাতে কোন টপিক কোন বইয়ের কোন পৃষ্ঠা থেকে পড়েছেন সেটি সিলেবাসের টপিকের পাশে লিখে রাখুন। তাহলে কম সময়ে টপিক খুঁজে পেতে সুবিধা হবে। প্রতিটি বিষয় পড়ার পর সংক্ষিপ্ত নোট রাখতে হবে যেন পরীক্ষার আগে কম সময়ে রিভিশন দেওয়া যায়।

সাধারণ সতর্কতা

১. পরীক্ষা যেহেতু অক্টোবরের প্রথম সপ্তাহে, সেহেতু এত কম সময়ে কোচিংয়ে (অনলাইন/অফলাইন) পেছনে না দৌড়ে নিজে নিজে প্রস্তুতি নেওয়া ভালো। এতে অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে। তুলনামূলক বেশি পড়া যাবে।

২. সাধারণ ১০০ নম্বর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিষয়ভিত্তিক ১০০ নম্বরও গুরুত্বপূর্ণ। একটাকে গুরুত্ব দিতে গিয়ে অন্যটাকে গুরুত্বহীন করে ফেলা যাবে না।

৩. সাম্প্রতিক তথ্য নিয়ে বেশি সময় ব্যয় করা যাবে না। সাম্প্রতিকের জন্য চাকরির প্রস্তুতিমূলক ফেসবুক গ্রুপগুলোতে শেয়ারকৃত তথ্যের স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। মাঝে মাঝে সেগুলা দেখলেই হবে।

৪. ঢালাওভাবে সবকিছু না পড়ে কম গুরুত্বপূর্ণ টপিকগুলো বাদ দিয়ে পড়তে হবে। যে বিষয়ের তথ্য পরিবর্তন হবে না (যেমন-বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি) সেগুলো বেশি সময় দিয়ে পড়া ভালো।

৫. নানা জনের নানা পরামর্শ না নিয়ে যেকোনো একজনের কথা শুনুন ও পালনের চেষ্টা করুন।

৬. পরীক্ষা দিলে পাস করব কি করব না এই দ্বিধায় না থেকে দিন ভাগ করে পড়াশোনা করা।

৭. ‘আসুন মেসেঞ্জার গ্রুপে পড়ি’, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ি’—এসব না করে নিজের মতো করে পড়া।

৮. তথ্যের বিশুদ্ধতা যাচাই পূর্বক অনলাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নিতে হবে।

সিভিল সার্ভিসে যোগদানের এমন সুবর্ণ সুযোগ বারবার আসে না। অভিযোগ, অনুযোগ, অজুহাত বাদ দিয়ে সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগান। চেষ্টা করুন। সময় কম হলেও আপনার পরিশ্রম প্রত্যাশিত ফলাফল অর্জনে সহায়ক হবে।

শুভকামনা রইল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৬০ হাজার টাকা বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি, কর্মস্থল কক্সবাজার

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশন। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তির ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: অর্থ ও প্রশাসন সম্পর্কিত কাজে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: কক্সবাজার।

বেতন: ৬০ হাজার টাকা (মাসিক)।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বিমা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, পরিবহন ভাতা, শিশু শিক্ষা ভাতার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ডাক ও টেলিযোগাযোগের পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 
ডাক ও টেলিযোগাযোগের পরীক্ষার সূচি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রথম ৩টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফিস সহায়ক পদের পরীক্ষা রাজধানীর ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের মোবাইল নম্বরে পরীক্ষা-সংক্রান্ত মেসেজ পাঠানো হয়েছে।

কেন্দ্রগুলো হলো আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ; পোস্ট অফিস হাইস্কুল, মতিঝিল; মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল; মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়; মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়; বিটিসিএল আইডিয়াল হাইস্কুল, মতিঝিল ও সেগুনবাগিচা হাইস্কুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হৃদ্‌রোগ ইনস্টিটিউটের চূড়ান্ত ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
হৃদ্‌রোগ ইনস্টিটিউটের চূড়ান্ত ফল প্রকাশ

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) ৪ ক্যাটাগরির পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং এবং গাড়িচালক। এসব প্রার্থীর রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার ফলাফল বিভাগীয় নির্বাচন কমিটির সভার সুপারিশের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

সাময়িকভাবে সুপারিশ করা প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশ ও নিজ নিজ প্রার্থীর স্থায়ী ঠিকানায় পাঠানো হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা যথাযথ কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

টিসিবির মৌখিক পরীক্ষা ২৩ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) প্রথম শ্রেণির (৯ম গ্রেড) সহকারী পরিচালক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করপোরেশনের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. রবিউল মোর্শেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষা ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে কাওরান বাজারে অবস্থিত টিসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের উল্লিখিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করে প্রতিটির ১টি করে ফটোকপি সত্যায়িত (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) দাখিল করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...

সম্পর্কিত