Ajker Patrika

৫৯৯ এসআই প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা শুরু

চাকরি ডেস্ক 
৫৯৯ এসআই প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা শুরু

পুলিশের ক্যাডেট সাব–ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, সোমবার (১২ মে) থেকে এ পরীক্ষা শুরু হয়েছে। গত ৮ মে (বৃহস্পতিবার) পুলিশের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) আফরিদা রুবাই স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১০ দিনব্যাপী অনুষ্ঠিত এ পরীক্ষায় ৫৯৯ প্রার্থী অংশ নিচ্ছেন।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রতিদিন সকাল ৭টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে চিকিৎসার ইতিবৃত্ত ফরম পূরণ করতে হবে। ওই ফরমে প্রার্থীর স্বাক্ষরসহ ২টি কপি নিয়ে খালি পেটে উপস্থিত হতে হবে।

গত ২৭ এপ্রিল এসআই পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত (লিখিত ও মনস্তত্ত্ব এবং বুদ্ধিমত্তা ও মৌখিক) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ৫৬৬ জনকে মেধাভিত্তিক, ৩০ জনকে মুক্তিযোদ্ধা কোটায়, ২ জনকে ক্ষুদ্র-নৃগোষ্ঠী এবং ১ জনকে শারীরিক প্রতিবন্ধী কোটায় সুপারিশ করা হয়েছে। উত্তীর্ণ এসব প্রার্থীরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেবেন।

এর আগে, ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ পুলিশের সাব–ইন্সপেক্টর পদের এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর ৫ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয়েছে ২০ অক্টোবর। ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পেরেছেন।

আবেদন গ্রহণ শেষে গত বছরের ২২ ও ২৩ নভেম্বর সাব-ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রার্থীরা ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন। এ ছাড়া প্রার্থীরা ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত লিখিত পরীক্ষা এবং ৫০ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষায় অংশ নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত