Ajker Patrika

প্রশাসন ক্যাডার প্রথম চয়েস কেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল শামীম। তিনি ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

এম এম মুজাহিদ উদ্দীন
মো. আব্দুল্লাহ আল শামীম
মো. আব্দুল্লাহ আল শামীম

চেয়ারম্যান: আপনার নাম কী? এখন কোথায় আছেন?

আমার নাম মো. আব্দুল্লাহ আল শামীম। আমি ৩৮তম বিসিএসে নন-ক্যাডার (প্রথম শ্রেণি) থেকে মৎস্য অধিদপ্তরে কর্মরত ছিলাম। পদবি ছিল কার্টোগ্রাফার।

চেয়ারম্যান: কার্টোগ্রাফার কী?

আব্দুল্লাহ আল শামীম: স্যার, যে মানচিত্র আঁকে। আগে ম্যানুয়ালি সনাতন পদ্ধতিতে মানচিত্র আঁকা হলেও বর্তমানে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করা হয়।

চেয়ারম্যান: কী কী সফটওয়্যার ব্যবহার করা হয়?

আব্দুল্লাহ আল শামীম: Arc GIS, Q Gis, Erdas Imagine, Remote sensing ইত্যাদি।

চেয়ারম্যান: আপনি এ বিষয়ভিত্তিক জ্ঞানকে মাঠ প্রশাসনে কীভাবে কাজে লাগাবেন?

আব্দুল্লাহ আল শামীম: উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, আবহাওয়ার পূর্বভাস ও সতর্ককীরণ এবং পরিবেশসংশ্লিষ্ট বিভিন্ন কমিটিতে আমার অর্জিত জ্ঞান প্রয়োগ করে সমস্যার সমাধান করা সম্ভব।

চেয়ারম্যান: আমি দেখছি প্রশাসন ক্যাডার প্রথম চয়েস, কেন?

আব্দুল্লাহ আল শামীম: স্যার, আমি আমার স্ত্রীর স্বপ্ন পূরণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে চাই। আমার স্ত্রী আমাকে প্রতিদিন বলে, ‘আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বউ হতে চাই।’

চেয়ারম্যান: (হাসলেন) একটি গল্প শুনবে?

আব্দুল্লাহ আল শামীম: জি স্যার।

চেয়ারম্যান: (স্ত্রীর স্বপ্ন নিয়ে একটা গল্প শোনালেন)।

External-1: What is Hazard and Disaster?

Me: Hazard means a threat. It has the potential to cause harm to people, human activities, and the Environment.

Disaster refers to any natural or man-made incident that causes disruption, destruction, and devastation, which cannot be alleviated without external assistance.

External-1: Can you explain the Disaster Management circle?

Me: Prevention - Mitigation - Preparedness - Response - Recovery - Development.

External-1: What is Jurisdiction and mandate?

Me: Jurisdiction means to govern judge and operate within legal framework or area. Mandate may be argument or contract by individuals or Institutional.

এক্সটার্নাল-১: এমন একটি দেশের নাম বলো, যা একটিমাত্র দেশ দ্বারা আবৃত।

আব্দুল্লাহ আল শামীম: ভ্যাটিকান সিটি ইতালি দ্বারা আবৃত।

এক্সটার্নাল-১: আচ্ছা, আপনি তো মৎস্য অধিদপ্তরে আছেন। বাংলাদেশে মৎস্য অধিদপ্তরের ভূমিকা কী?

আব্দুল্লাহ আল শামীম: ২০২৩-২৪ অর্থবছরে মাছের উৎপাদন ৫০.১৮ লাখ টন। প্রাকৃতিক উৎসের মাছে আহরণে বাংলাদেশ তৃতীয়, মাছ চাষে অবস্থান পঞ্চম। ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে প্রথম। জিডিপিতে মৎস্যের অবদান ২.৫৬ শতাংশ এবং কৃষিতে মৎস্যের অবদান প্রায় ২২ শতাংশ।

এক্সটার্নাল-১: মৎস্য অধিদপ্তর ও বিএফডিসির মধ্যে পার্থক্য কী?

আব্দুল্লাহ আল শামীম: মৎস্য অধিদপ্তর ও মৎস্যজাত উৎস থেকে প্রাণিজ পুষ্টির চাহিদা পূরণ ও মৎস্যচাষ সম্প্রসারণ করে। আর বিএফডিসি মৎস্যের বাজারজাতকরণ, দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ চেইন নিয়ন্ত্রণ করে।

এক্সটার্নাল-২: পুলিশ সংস্কার কমিশনের প্রধান কে?

আব্দুল্লাহ আল শামীম: সাবেক সচিব সফর রাজ হোসেন।

এক্সটার্নাল-২: পুলিশ সংস্কার কেন প্রয়োজন?

আব্দুল্লাহ আল শামীম: পুলিশ সংস্কারকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। (১) বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক প্রভাবমুক্ত জনমুখী ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলা। (২) সিআরপিসি, পিআরবি যুগোপযোগী করা এবং অপরাধ নিয়ন্ত্রণে সক্ষমতা বৃদ্ধি করা।

এক্সটার্নাল-২: পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ কি পুলিশ বাহিনী মেনে নিয়েছে?

আব্দুল্লাহ আল শামীম: আংশিক মেনে নিয়েছে স্যার। পুলিশ বাহিনী আশা করেছিল সংস্কার কমিশন ‘একটি স্বাধীন পুলিশ কমিশন’ রূপরেখা প্রণয়ন করবে।

চেয়ারম্যান: পুলিশ কমিশন গঠনে বাধা কোথায়?

আব্দুল্লাহ আল শামীম: পুলিশ অর্ডিন্যান্স ২০০৭... (বলার সঙ্গে সঙ্গে স্যার বললেন ওকে)।

চেয়ারম্যান: আপনি প্রশাসন ক্যাডারে উপজেলায় গিয়ে কী করতে চান? এক লাইনে বলবে।

আব্দুল্লাহ আল শামীম: উপজেলার সামাজিক অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে চাই।

এক্সটার্নাল-২: চা-শিল্প নিয়ে কিছু বলেন।

আব্দুল্লাহ আল শামীম: সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, অঞ্চলে চা-শিল্প গড়ে উঠেছে। পঞ্চগড়ে বেসরকারিভাবে চা চাষ হচ্ছে। চা-শিল্প জাদুঘর শ্রীমঙ্গলে।

এক্সটার্নাল-২: র‍্যাডক্লিফ লাইন কী?

আব্দুল্লাহ আল শামীম: ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তকারী লাইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

পাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত