শিক্ষা ডেস্ক
বর্তমানে চাকরির বাজারের বৈপ্লবিক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কর্মজগতে প্রযুক্তিনির্ভরতা যেমন বাড়ছে, তেমনি বদলে যাচ্ছে নিয়োগের ধরন ও চাহিদাও। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, স্বয়ংক্রিয়তা ও এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে ২০২৫ সালের মধ্যে প্রায় ৮৫ মিলিয়ন চাকরি বিলুপ্ত হতে পারে। তবে আশার কথা হলো, এই পরিবর্তনের সঙ্গে তৈরি হবে প্রায় ৯৭ মিলিয়ন নতুন চাকরির সুযোগ, যেগুলো পরিচালিত হবে এআই-ভিত্তিক দক্ষতা ও প্রযুক্তিগত যোগ্যতার ওপর ভিত্তি করে।
তাই বর্তমান চাকরির বাজারে টিকে থাকতে চাইলে, শুধু প্রথাগত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা জানলেই চলবে না। চাকরিপ্রত্যাশীদের এখন হতে হবে এআই-সচেতন, প্রযুক্তি-দক্ষ এবং উদ্ভাবনী চিন্তাধারাসম্পন্ন। বর্তমানে নিয়োগকর্তারা এমন প্রার্থীকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজ বোঝেন এবং তা বাস্তবে ফলপ্রসূভাবে কাজে লাগাতে পারেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম ও কোর্সেরার বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে যেসব এআই-সম্পর্কিত দক্ষতার চাহিদা সবচেয়ে বেশি বাড়বে, তার তালিকা নিচে তুলে ধরা হলো:
শুধু এআই টুল জানলেই হবে না
দেখাতে হবে ফলও
রেজুমেতে শুধু প্রযুক্তির নাম ঢালাওভাবে যুক্ত করলেই চলবে না। আপনি সেই টুল ব্যবহার করে কী অর্জন করেছেন, বাস্তব কোনো সমস্যার সমাধান করেছেন কি না, কোন্ কাজ দ্রুত বা দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন কিংবা প্রতিষ্ঠান বা প্রজেক্টে মূল্য সংযোজন করেছেন—এই ধরনের ফলও উল্লেখ করতে হবে। যেমন ক. একটি কাস্টম এআই-চালিত ওয়ার্কফ্লো ব্যবহারের মাধ্যমে কাজের সময় ৬০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হয়েছে, যা কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। খ. এআই-চালিত স্ক্রিপ্ট ব্যবহারের মাধ্যমে ইমেইল প্রচারণা আরও কার্যকর হয়েছে এবং ক্লিক রেট ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই ধরনের পরিমাপযোগ্য ফল নিয়োগকর্তার চোখে আপনার প্রকৃত যোগ্যতাকে আরও স্পষ্ট করে তুলবে।
আরও যেসব এআই টুল যুক্ত
করতে পারেন
আপনি যদি কাজের প্রয়োজনে নিচের টুলগুলো ব্যবহার করে থাকেন, সেগুলো আপনার রেজুমেতে যুক্ত করতে পারেন। এতে আপনি অন্যদের থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। টুলগুলো হলো চ্যাটজিপিটি; মাইক্রোসফট কোপাইলট; ক্যানভার ম্যাজিক ডিজাইন; হাবস্পট এআই; সুপারহিউম্যান; বিহিভ; সেমরাশ এআই টুলস।
মাইক্রোস্কিল শেখার পথ এখন
আরও সহজ
আপনি যদি এখনো এই দক্ষতাগুলো না শিখে থাকেন, চিন্তার কিছু নেই। বিনা মূল্যে অথবা কম খরচে অনলাইনে শিখে নিতে পারবেন। কিছু কার্যকর প্ল্যাটফর্ম হলো আইবিএম স্কিলসবিল্ড; কোড-অ্যাকাডেমি; সিম্পলিলার্ন; লিঙ্কডইন লার্নিং। সোর্সেরার সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, মাইক্রোকোর্স সনদ অর্জনের মাধ্যমে চাকরি পাওয়ার সম্ভাবনা ৯৪ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে।
চাকরি পেতে সহায়ক কিছু এআই সনদ
আপনার রেজুমে আরও শক্তিশালী করতে নিচের কিছু আন্তর্জাতিক স্বীকৃত এআই সনদ যুক্ত করতে পারেন। যেমন—
চাকরির বাজার আর আগের মতো নেই। এখন শুধু অভিজ্ঞতা বা ডিগ্রি থাকলেই চলবে না, ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে আরও বেশি সচেতন হওয়া এবং দক্ষতা বাড়াতে হবে। আপনি যদি এখনই নিজেকে আপডেট করেন, তাহলে এই পরিবর্তন আপনার জন্য সুযোগে পরিণত হবে। তাই এখনই সময়, রেজুমেতে যুক্ত করুন প্রয়োজনীয় এআই দক্ষতা আর এক ধাপ এগিয়ে যান আগামী কর্মজীবনের পথে।
সূত্র: ফোর্বস
আরও খবর পড়ুন:
বর্তমানে চাকরির বাজারের বৈপ্লবিক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কর্মজগতে প্রযুক্তিনির্ভরতা যেমন বাড়ছে, তেমনি বদলে যাচ্ছে নিয়োগের ধরন ও চাহিদাও। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, স্বয়ংক্রিয়তা ও এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে ২০২৫ সালের মধ্যে প্রায় ৮৫ মিলিয়ন চাকরি বিলুপ্ত হতে পারে। তবে আশার কথা হলো, এই পরিবর্তনের সঙ্গে তৈরি হবে প্রায় ৯৭ মিলিয়ন নতুন চাকরির সুযোগ, যেগুলো পরিচালিত হবে এআই-ভিত্তিক দক্ষতা ও প্রযুক্তিগত যোগ্যতার ওপর ভিত্তি করে।
তাই বর্তমান চাকরির বাজারে টিকে থাকতে চাইলে, শুধু প্রথাগত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা জানলেই চলবে না। চাকরিপ্রত্যাশীদের এখন হতে হবে এআই-সচেতন, প্রযুক্তি-দক্ষ এবং উদ্ভাবনী চিন্তাধারাসম্পন্ন। বর্তমানে নিয়োগকর্তারা এমন প্রার্থীকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজ বোঝেন এবং তা বাস্তবে ফলপ্রসূভাবে কাজে লাগাতে পারেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম ও কোর্সেরার বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে যেসব এআই-সম্পর্কিত দক্ষতার চাহিদা সবচেয়ে বেশি বাড়বে, তার তালিকা নিচে তুলে ধরা হলো:
শুধু এআই টুল জানলেই হবে না
দেখাতে হবে ফলও
রেজুমেতে শুধু প্রযুক্তির নাম ঢালাওভাবে যুক্ত করলেই চলবে না। আপনি সেই টুল ব্যবহার করে কী অর্জন করেছেন, বাস্তব কোনো সমস্যার সমাধান করেছেন কি না, কোন্ কাজ দ্রুত বা দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন কিংবা প্রতিষ্ঠান বা প্রজেক্টে মূল্য সংযোজন করেছেন—এই ধরনের ফলও উল্লেখ করতে হবে। যেমন ক. একটি কাস্টম এআই-চালিত ওয়ার্কফ্লো ব্যবহারের মাধ্যমে কাজের সময় ৬০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হয়েছে, যা কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। খ. এআই-চালিত স্ক্রিপ্ট ব্যবহারের মাধ্যমে ইমেইল প্রচারণা আরও কার্যকর হয়েছে এবং ক্লিক রেট ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই ধরনের পরিমাপযোগ্য ফল নিয়োগকর্তার চোখে আপনার প্রকৃত যোগ্যতাকে আরও স্পষ্ট করে তুলবে।
আরও যেসব এআই টুল যুক্ত
করতে পারেন
আপনি যদি কাজের প্রয়োজনে নিচের টুলগুলো ব্যবহার করে থাকেন, সেগুলো আপনার রেজুমেতে যুক্ত করতে পারেন। এতে আপনি অন্যদের থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। টুলগুলো হলো চ্যাটজিপিটি; মাইক্রোসফট কোপাইলট; ক্যানভার ম্যাজিক ডিজাইন; হাবস্পট এআই; সুপারহিউম্যান; বিহিভ; সেমরাশ এআই টুলস।
মাইক্রোস্কিল শেখার পথ এখন
আরও সহজ
আপনি যদি এখনো এই দক্ষতাগুলো না শিখে থাকেন, চিন্তার কিছু নেই। বিনা মূল্যে অথবা কম খরচে অনলাইনে শিখে নিতে পারবেন। কিছু কার্যকর প্ল্যাটফর্ম হলো আইবিএম স্কিলসবিল্ড; কোড-অ্যাকাডেমি; সিম্পলিলার্ন; লিঙ্কডইন লার্নিং। সোর্সেরার সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, মাইক্রোকোর্স সনদ অর্জনের মাধ্যমে চাকরি পাওয়ার সম্ভাবনা ৯৪ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে।
চাকরি পেতে সহায়ক কিছু এআই সনদ
আপনার রেজুমে আরও শক্তিশালী করতে নিচের কিছু আন্তর্জাতিক স্বীকৃত এআই সনদ যুক্ত করতে পারেন। যেমন—
চাকরির বাজার আর আগের মতো নেই। এখন শুধু অভিজ্ঞতা বা ডিগ্রি থাকলেই চলবে না, ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে আরও বেশি সচেতন হওয়া এবং দক্ষতা বাড়াতে হবে। আপনি যদি এখনই নিজেকে আপডেট করেন, তাহলে এই পরিবর্তন আপনার জন্য সুযোগে পরিণত হবে। তাই এখনই সময়, রেজুমেতে যুক্ত করুন প্রয়োজনীয় এআই দক্ষতা আর এক ধাপ এগিয়ে যান আগামী কর্মজীবনের পথে।
সূত্র: ফোর্বস
আরও খবর পড়ুন:
বর্তমানে কর্মক্ষেত্রে যোগাযোগ শুধু দক্ষতা নয়, এটি একধরনের শক্তি। আপনি হয়তো একটি টিম পরিচালনা করছেন, পণ্যের উপস্থাপনা করছেন কিংবা চাকরির ভাইভা দিচ্ছেন। যেটাই করুন না কেন, সেখানে আপনার কথা বলার ধরন গুরুত্বপূর্ণ।
১ ঘণ্টা আগেইউএস-বাংলা এয়ারলাইনসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেসরকারি বিমান সংস্থাটির ১টি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শরীয়াহভিত্তিক ব্যাংকটির একটি পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ১ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগেজনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও। প্রতিষ্ঠানটির স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩১ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে