Ajker Patrika

ইউনিফর্ম জবের প্রতি দুর্বলতা থেকেই বিসিএস পুলিশ ক্যাডার

মো. আমান উল্লাহ, ময়মনসিংহ
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৬: ০৬
ইউনিফর্ম জবের প্রতি দুর্বলতা থেকেই বিসিএস পুলিশ ক্যাডার

‘হাইস্কুলে পড়াকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে খেলাধুলা করার সময় দেখতাম, পুলিশের এসপিদের মানুষ অনেক সম্মান করছে। বিভিন্ন জাতীয় প্রোগ্রামেও পুলিশের অফিসাররা ইউনিফর্ম পরে অতিথির আসনে বসতেন, দেখে খুবই ভালো লাগত। এসব দেখেই ইউনিফর্ম জবের প্রতি দুর্বলতা। তারপর বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া দেখে বিসিএস পুলিশ ক্যাডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া।’ এভাবেই নিজের স্বপ্নের কথা জানিয়েছেন মো. মশিউর রহমান। তিনি ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। যার মেধাক্রম ৩২।

মো. মশিউর রহমানের জন্ম ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী গ্রামে। বাবা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জনতা মহাবিদ্যালয়ের গণিতের শিক্ষক। মা গৃহিণী। ২০১০ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে এসএসসি, ২০১২ সালে আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন।

২০১৮ সালে স্নাতকের ফলাফল যেদিন প্রকাশ হয়, সেদিন থেকেই বিসিএস প্রস্তুতির সূচনা করেন মশিউর। হলের বড়দের থেকে পরামর্শ নিয়ে প্রস্তুতি শুরু করেন। তারপর ৪১তম বিসিএসের সার্কুলার প্রকাশ করা হলে আবেদন করার সময় প্রথম পছন্দ দেন বিসিএস পুলিশ। পর্যায়ক্রমে প্রিলি, রিটেন, ভাইভা সম্পন্ন করেন। মশিউর বলেন, ‘প্রস্তুতির শুরু থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ, কিন্তু প্রত্যাশা রেখেছি সর্বনিম্ন। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ছিল, তিনি মিলিয়ে দিয়েছেন।’

বিসিএস ক্যাডার হওয়ার অনুভূতি প্রকাশ করে মশিউর জানান, চাকরির সুবাদে শ্রীমঙ্গল থাকায় ফলাফলের দিন অফিস থেকে বাসায় ফিরে যখন রেজাল্টটা দেখি, তখন নিজের রোল পুলিশ ক্যাডারে দেখে চোখে পানি চলে আসছে। আমার বাবা-মার নিরলস পরিশ্রম, আমার একাগ্রতা, সবার দোয়া এবং পরম করুণাময়ের করুণাই আমার এ সাফল্যের মূলমন্ত্র। রেজাল্ট শোনার পর বাবা-মার চোখে-মুখে যে আনন্দ আমি দেখেছি, আমার জন্য তারা যে সম্মানিত হয়েছেন—এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।

সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে ধৈর্য নিয়ে একাগ্রতার সঙ্গে অনুশীলন করলে সফলতা আসবেই। অনেকের শুধু বিসিএসের নতুন বই কেনার নেশা থাকে, কিন্তু পড়ার ইচ্ছা থাকে না। প্রতিটি বিষয়ের জন্য চার-পাঁচটা বই না পড়ে প্রতিটি বিষয়ের জন্য ভালো মানের একটি বা দুটি বই বারবার পড়া উচিত। মশিউর প্রিলি, রিটেন, ভাইভা সবকিছুই লিখে নোট করে পড়তেন। এতে পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়া সহজ হতো। কারণ প্রস্তুতি যতই ভালো থাকুক, পরীক্ষার আগে ভালো করে রিভিশন দিতে না পারলে ভালো ফলাফল আশা করা কঠিন। তাই নিজের মতো করে নিজে হ্যান্ড নোট তৈরি করে পড়লে সুবিধা হবে। আর বিসিএস একটা লম্বা প্রক্রিয়া হওয়ায় অবশ্যই প্ল্যান ‘বি’ রাখা উচিত প্রত্যেক পরীক্ষার্থীর।

মো. মশিউর রহমান সততা ও দক্ষতা আর দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে চান। তিনি বলেন, দেশের ও জনগণের সেবা করার যে সুযোগ পেয়েছি তা আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি সবার কাছে এই দোয়া চাই। অহংকার যেন কখনো আমাকে স্পর্শ করতে না পারে। বিনয়ী থেকে নিজের কর্তব্য যেন পালন করতে পারি সেই ব্রত নিয়েই পুলিশ সার্ভিসের নতুন জীবন শুরু করার প্রহর গুনছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এক্সিকিউটিভ পদে যমুনা গ্রুপে চাকরি, কর্মস্থল হবিগঞ্জ

চাকরি ডেস্ক 
এক্সিকিউটিভ পদে যমুনা গ্রুপে চাকরি, কর্মস্থল হবিগঞ্জ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটিল ভ্যাট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ, (ভ্যাট)।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: সর্বনিম্ন ২৫ বছর।

কর্মস্থল: হবিগঞ্জ।

বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রতি বছর ইনক্রিমেন্ট, উৎসব ভাতার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জার্মানিতে চাকরি করতে চাইলে করণীয়

রবিউল এইচ চৌধুরী
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৫: ৫৫
ছবি: ক্যানভা
ছবি: ক্যানভা

উচ্চশিক্ষা বা স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ইউরোপের দেশগুলোতে আগ্রহ অনেক বেশি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউরোপে জার্মানি সবচেয়ে পছন্দের গন্তব্য। জার্মানিতে পেশাগত সুযোগ-সুবিধা সম্পর্কে লিখেছেন রবিউল এইচ চৌধুরী। তিনি জার্মানি থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

দক্ষতা অর্জন অপরিহার্য

জার্মানির কোম্পানিগুলো সাধারণত শিক্ষাগত ফলাফল বা গ্রেডের দিকে কম মনোযোগ দেয়; তারা দেখতে চায় প্রার্থী কতটা দক্ষ। তাই যে ক্ষেত্রে চাকরি করতে চান, সেই ক্ষেত্রে যথাযথ দক্ষতা অর্জন করুন। পড়াশোনা চলাকালীন ইন্টার্নশিপ বা ল্যাবের কাজের মাধ্যমে এটি অর্জন করা সম্ভব।

জার্মান ভাষার প্রয়োজনীয়তা

চাকরি এবং সামাজিক জীবনে জার্মান ভাষার গুরুত্ব অত্যন্ত বেশি। তাই B1 পর্যায় পর্যন্ত জার্মান শিখে রাখা উচিত।

আবেদনপত্র প্রস্তুতি

� সিভি এবং মোটিভেশন লেটার জার্মান ভাষায় তৈরি করা ভালো।

� সিভি ‘ইউরোপাস ফরম্যাটে হওয়া উচিত।

চাকরির বাজার ও নেটওয়ার্কিং

জার্মানিতে বিশেষজ্ঞদের চাহিদা বেশির ভাগ ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, আইটি, বিজ্ঞান ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বেশি। পেশাগত মেলা, বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার এবং লিঙ্কডইনের মাধ্যমে নেটওয়ার্ক গড়া খুবই গুরুত্বপূর্ণ।

সঠিক প্রস্তুতি এবং দক্ষতা থাকলে জার্মানিতে পেশাগত সুযোগ খুঁজে পাওয়া তুলনামূলকভাবে সহজ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

২৯ কর্মী নেবে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়

চাকরি ডেস্ক 
২৯ কর্মী নেবে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়

রাজবাড়ীর জেলার অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউসের শূন্য পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ৩০ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কার্যালয়ের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ।

পদের নাম: অফিস সহায়ক।

পদ সংখ্যা: ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

কার্যালয়ের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী, সার্কিট হাউস, রাজবাড়ী ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ।

পদের নাম: নিরাপত্তা প্রহরী।

পদ সংখ্যা: ১১টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

কার্যালয়ের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।

পদ সংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

কার্যালয়ের নাম: সার্কিট হাউস, রাজবাড়ী।

পদের নাম: বেয়ারার

পদ সংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

কার্যালয়ের নাম: সার্কিট হাউস, রাজবাড়ী।

পদের নাম: বাবুর্চি।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফায়ার সেফটি বিভাগে নিয়োগ দেবে হা-মীম গ্রুপ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হা-মীম গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ফায়ার সেফটি বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার, (ফায়ার সেফটি)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ২–৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: ২৪–৩৫ বছর।

কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)।

বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী স্বাস্থ্য বিমা, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত