মো. আমান উল্লাহ, ময়মনসিংহ
‘হাইস্কুলে পড়াকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে খেলাধুলা করার সময় দেখতাম, পুলিশের এসপিদের মানুষ অনেক সম্মান করছে। বিভিন্ন জাতীয় প্রোগ্রামেও পুলিশের অফিসাররা ইউনিফর্ম পরে অতিথির আসনে বসতেন, দেখে খুবই ভালো লাগত। এসব দেখেই ইউনিফর্ম জবের প্রতি দুর্বলতা। তারপর বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া দেখে বিসিএস পুলিশ ক্যাডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া।’ এভাবেই নিজের স্বপ্নের কথা জানিয়েছেন মো. মশিউর রহমান। তিনি ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। যার মেধাক্রম ৩২।
মো. মশিউর রহমানের জন্ম ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী গ্রামে। বাবা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জনতা মহাবিদ্যালয়ের গণিতের শিক্ষক। মা গৃহিণী। ২০১০ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে এসএসসি, ২০১২ সালে আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন।
২০১৮ সালে স্নাতকের ফলাফল যেদিন প্রকাশ হয়, সেদিন থেকেই বিসিএস প্রস্তুতির সূচনা করেন মশিউর। হলের বড়দের থেকে পরামর্শ নিয়ে প্রস্তুতি শুরু করেন। তারপর ৪১তম বিসিএসের সার্কুলার প্রকাশ করা হলে আবেদন করার সময় প্রথম পছন্দ দেন বিসিএস পুলিশ। পর্যায়ক্রমে প্রিলি, রিটেন, ভাইভা সম্পন্ন করেন। মশিউর বলেন, ‘প্রস্তুতির শুরু থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ, কিন্তু প্রত্যাশা রেখেছি সর্বনিম্ন। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ছিল, তিনি মিলিয়ে দিয়েছেন।’
বিসিএস ক্যাডার হওয়ার অনুভূতি প্রকাশ করে মশিউর জানান, চাকরির সুবাদে শ্রীমঙ্গল থাকায় ফলাফলের দিন অফিস থেকে বাসায় ফিরে যখন রেজাল্টটা দেখি, তখন নিজের রোল পুলিশ ক্যাডারে দেখে চোখে পানি চলে আসছে। আমার বাবা-মার নিরলস পরিশ্রম, আমার একাগ্রতা, সবার দোয়া এবং পরম করুণাময়ের করুণাই আমার এ সাফল্যের মূলমন্ত্র। রেজাল্ট শোনার পর বাবা-মার চোখে-মুখে যে আনন্দ আমি দেখেছি, আমার জন্য তারা যে সম্মানিত হয়েছেন—এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।
সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে ধৈর্য নিয়ে একাগ্রতার সঙ্গে অনুশীলন করলে সফলতা আসবেই। অনেকের শুধু বিসিএসের নতুন বই কেনার নেশা থাকে, কিন্তু পড়ার ইচ্ছা থাকে না। প্রতিটি বিষয়ের জন্য চার-পাঁচটা বই না পড়ে প্রতিটি বিষয়ের জন্য ভালো মানের একটি বা দুটি বই বারবার পড়া উচিত। মশিউর প্রিলি, রিটেন, ভাইভা সবকিছুই লিখে নোট করে পড়তেন। এতে পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়া সহজ হতো। কারণ প্রস্তুতি যতই ভালো থাকুক, পরীক্ষার আগে ভালো করে রিভিশন দিতে না পারলে ভালো ফলাফল আশা করা কঠিন। তাই নিজের মতো করে নিজে হ্যান্ড নোট তৈরি করে পড়লে সুবিধা হবে। আর বিসিএস একটা লম্বা প্রক্রিয়া হওয়ায় অবশ্যই প্ল্যান ‘বি’ রাখা উচিত প্রত্যেক পরীক্ষার্থীর।
মো. মশিউর রহমান সততা ও দক্ষতা আর দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে চান। তিনি বলেন, দেশের ও জনগণের সেবা করার যে সুযোগ পেয়েছি তা আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি সবার কাছে এই দোয়া চাই। অহংকার যেন কখনো আমাকে স্পর্শ করতে না পারে। বিনয়ী থেকে নিজের কর্তব্য যেন পালন করতে পারি সেই ব্রত নিয়েই পুলিশ সার্ভিসের নতুন জীবন শুরু করার প্রহর গুনছি।
‘হাইস্কুলে পড়াকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে খেলাধুলা করার সময় দেখতাম, পুলিশের এসপিদের মানুষ অনেক সম্মান করছে। বিভিন্ন জাতীয় প্রোগ্রামেও পুলিশের অফিসাররা ইউনিফর্ম পরে অতিথির আসনে বসতেন, দেখে খুবই ভালো লাগত। এসব দেখেই ইউনিফর্ম জবের প্রতি দুর্বলতা। তারপর বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া দেখে বিসিএস পুলিশ ক্যাডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া।’ এভাবেই নিজের স্বপ্নের কথা জানিয়েছেন মো. মশিউর রহমান। তিনি ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। যার মেধাক্রম ৩২।
মো. মশিউর রহমানের জন্ম ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী গ্রামে। বাবা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জনতা মহাবিদ্যালয়ের গণিতের শিক্ষক। মা গৃহিণী। ২০১০ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে এসএসসি, ২০১২ সালে আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন।
২০১৮ সালে স্নাতকের ফলাফল যেদিন প্রকাশ হয়, সেদিন থেকেই বিসিএস প্রস্তুতির সূচনা করেন মশিউর। হলের বড়দের থেকে পরামর্শ নিয়ে প্রস্তুতি শুরু করেন। তারপর ৪১তম বিসিএসের সার্কুলার প্রকাশ করা হলে আবেদন করার সময় প্রথম পছন্দ দেন বিসিএস পুলিশ। পর্যায়ক্রমে প্রিলি, রিটেন, ভাইভা সম্পন্ন করেন। মশিউর বলেন, ‘প্রস্তুতির শুরু থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ, কিন্তু প্রত্যাশা রেখেছি সর্বনিম্ন। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ছিল, তিনি মিলিয়ে দিয়েছেন।’
বিসিএস ক্যাডার হওয়ার অনুভূতি প্রকাশ করে মশিউর জানান, চাকরির সুবাদে শ্রীমঙ্গল থাকায় ফলাফলের দিন অফিস থেকে বাসায় ফিরে যখন রেজাল্টটা দেখি, তখন নিজের রোল পুলিশ ক্যাডারে দেখে চোখে পানি চলে আসছে। আমার বাবা-মার নিরলস পরিশ্রম, আমার একাগ্রতা, সবার দোয়া এবং পরম করুণাময়ের করুণাই আমার এ সাফল্যের মূলমন্ত্র। রেজাল্ট শোনার পর বাবা-মার চোখে-মুখে যে আনন্দ আমি দেখেছি, আমার জন্য তারা যে সম্মানিত হয়েছেন—এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।
সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে ধৈর্য নিয়ে একাগ্রতার সঙ্গে অনুশীলন করলে সফলতা আসবেই। অনেকের শুধু বিসিএসের নতুন বই কেনার নেশা থাকে, কিন্তু পড়ার ইচ্ছা থাকে না। প্রতিটি বিষয়ের জন্য চার-পাঁচটা বই না পড়ে প্রতিটি বিষয়ের জন্য ভালো মানের একটি বা দুটি বই বারবার পড়া উচিত। মশিউর প্রিলি, রিটেন, ভাইভা সবকিছুই লিখে নোট করে পড়তেন। এতে পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়া সহজ হতো। কারণ প্রস্তুতি যতই ভালো থাকুক, পরীক্ষার আগে ভালো করে রিভিশন দিতে না পারলে ভালো ফলাফল আশা করা কঠিন। তাই নিজের মতো করে নিজে হ্যান্ড নোট তৈরি করে পড়লে সুবিধা হবে। আর বিসিএস একটা লম্বা প্রক্রিয়া হওয়ায় অবশ্যই প্ল্যান ‘বি’ রাখা উচিত প্রত্যেক পরীক্ষার্থীর।
মো. মশিউর রহমান সততা ও দক্ষতা আর দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে চান। তিনি বলেন, দেশের ও জনগণের সেবা করার যে সুযোগ পেয়েছি তা আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি সবার কাছে এই দোয়া চাই। অহংকার যেন কখনো আমাকে স্পর্শ করতে না পারে। বিনয়ী থেকে নিজের কর্তব্য যেন পালন করতে পারি সেই ব্রত নিয়েই পুলিশ সার্ভিসের নতুন জীবন শুরু করার প্রহর গুনছি।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ইনচার্জ’ পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৯ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগেস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রংপুর সিভিল সার্জনের কার্যালয় ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৫ ধরনের শূন্য ১৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ৮০০ নার্স নিয়োগ দেবে। গত সোমবার (১১ আগস্ট) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শুক্রবার (১৫ আগস্ট) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগেজনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। আর্থিক প্রতিষ্ঠানটিতে ‘প্রবেশনারি অফিসার’ পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে