Ajker Patrika

ইউএস-বাংলা এয়ারলাইনসে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ

চাকরি ডেস্ক
ইউএস-বাংলা এয়ারলাইনসে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ

ইউএস-বাংলা এয়ারলাইনস নিজস্ব অর্থায়নে প্রশিক্ষণ দিয়ে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (টিএএমই) পদে চাকরির সুযোগ দিচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সফলভাবে ট্রেনিং শেষে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠান: ইউএস-বাংলা এয়ারলাইনস 

পদ: ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (টিএএমই)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.৫ থাকার পাশাপাশি ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে জিপিএ ৪.০০ পয়েন্ট থাকতে হবে। ‘ও’ লেভেলে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজিতে ন্যূনতম ৫ বিষয়ে এ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, রসায়ন/পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম ২ বিষয়ে বি গ্রেড থাকতে হবে।

নির্দেশনা: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে। 

বয়স ও অন্যান্য: প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছর। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। অন্য কোনো দেশের বাসিন্দা হওয়া যাবে না। এ ছাড়া অবিবাহিত হতে হবে।

অন্যান্য যোগ্যতা: ন্যূনতম উচ্চতা ১৬২ সেন্টিমিটার (পাঁচ ফুট তিন ইঞ্চি)। প্রার্থীর ওজন বিএমআইয়ের উচ্চতার আনুপাতিক হারে হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।

বেতন: সফলভাবে ট্রেনিং শেষ করার পর বেতন নির্ধারণ করা হবে। মাসিক ৩৫ হাজার টাকা থেকে শুরু, বেসিক লাইসেন্স পাওয়ার পর বেতন হবে ১ লাখ ১০ হাজার টাকা এবং টাইপ রেটেড ইঞ্জিনিয়ার (টিআরই) হওয়ার পর বেতন হবে ২ লাখ টাকা। 

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ডিউটি রোস্টার অনুযায়ী খাবার দেওয়া হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট পাবেন। 

আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এই লিংকে প্রবেশ করুন। 

আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৩।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত