Ajker Patrika

মেধাবী শিক্ষার্থীদের এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বানাবে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৯: ২৬
মেধাবী শিক্ষার্থীদের এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বানাবে ইউএস-বাংলা

দেশের বেসরকারি বৃহত্তম উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস নিজ খরচে মেধাবী শিক্ষার্থীদের ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বানানোর উদ্যোগ গ্রহণ করেছে। যেসব মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে গণিত, পদার্থবিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অথবা এ লেভেলে ন্যূনতম দুই বিষয়ে (গণিত ও পদার্থবিজ্ঞান) গ্রেড-বি পেয়েছেন তাঁরা আবেদনের যোগ্য হবেন। স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতকেরাও আবেদন করতে পারবেন। আবেদনের সময় বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

আজ শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর সহযোগিতায় ও সার্বিক তত্ত্বাবধানে প্রার্থী নির্বাচনী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাথমিকভাবে সব টেস্টে উত্তীর্ণ ব্যক্তিদের মধ্য থেকে ৩০ জনকে নির্বাচিত করা হবে। নির্বাচিত ব্যক্তিদের ইউএস-বাংলা এয়ারলাইনসের খরচে বিশ্বের খ্যাতনামা অ্যাভিয়েশন একাডেমিতে পাঠানো হবে। দুই বছর মেয়াদি প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সম্পন্নের পর উত্তীর্ণ ইঞ্জিনিয়াররা ইউএস-বাংলা এয়ারলাইনসে যোগদান করতে পারবেন। 

ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা। কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অনলাইনে আবেদন করা যাবে এই ঠিকানায়। আবেদনের শেষ তারিখ আগামী ৫ মে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত