Ajker Patrika

কনস্টেবল পদে জনবল নেবে পুলিশ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৪৪
কনস্টেবল পদে জনবল নেবে পুলিশ

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আজ ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। 

জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের  বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

বয়স: ১৮ থেকে ২০ বছর (পুরুষ ও নারী)। যেসব প্রার্থীর বয়স ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, তাঁরা আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটাপদ্ধতি অনুসৃত হবে।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ( কমপক্ষে ২.৫/সমমান)।
 
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২২।

পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে বাংলাদেশ পুলিশে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত