Ajker Patrika

চাকরির পেছনের গল্প: পত্রিকা পড়া কাজে দিয়েছে

এম এম মুজাহিদ উদ্দীন
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১২: ০৭
চাকরির পেছনের গল্প: পত্রিকা পড়া কাজে দিয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক শিক্ষার্থী মাহমুদুল আলম পলাশ। তিনি ৪৩তম বিসিএসে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর চাকরি পাওয়ার গল্প শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কিছু বন্ধুকে দেখতাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ থেকে বিসিএসের পড়াশোনা করত, কোচিংও করত। আমি ওতটা সিরিয়াস ছিলাম না। অনার্স লাইফে ছিলাম ব্যাকবেঞ্চার। অনার্স পাস করার পর মূলত বিসিএসের প্রতি আকৃষ্ট হই।

বিসিএসের যাত্রা শুরু হয় আমার ৪১তম বিসিএস দিয়ে। অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করেও সেই বিসিএসের প্রিলিমিনারি পাস করেছিলাম, কিন্তু লিখিত পরীক্ষার সময় আমার মাস্টার্সের ফাইনাল পরীক্ষাও চলছিল। মাস্টার্স পরীক্ষার জন্য ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার প্রথম দুটো বিষয়ে অংশগ্রহণ করে বাকিগুলো বাদ দিয়েছিলাম।

মাস্টার্স শেষ করার পরেই মূলত ৪৩তম বিসিএস নিয়ে সিরিয়াসলি পড়াশোনা করেছি। তবে প্রিলিমিনারির জন্য নতুন করে পড়তে হয়নি। ৪১তম বিসিএসের সময় যে প্রস্তুতি নিয়েছিলাম, তাতেই কাজ হয়েছে। সেই সময় কোভিড-১৯-এর প্রভাবে লকডাউন শুরু হলে চার-পাঁচ মাস বাড়ি গিয়ে ছিলাম এবং এই সময়টা ভালোভাবে কাজে লাগিয়েছিলাম।

প্রিলিমিনারির ক্ষেত্রে বাংলা সাহিত্যের বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়েছিলাম। এ ছাড়া বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে যেসব কবি-সাহিত্যিক থেকে নিয়মিত প্রশ্ন হয়, তার একটা তালিকা করেছিলাম। প্রায় ৪০ জন সাহিত্যিকের জীবনী ও সাহিত্য কার্যাবলি খুব ভালোভাবে আয়ত্ত করেছিলাম, যেটি প্রিলিমিনারি এবং লিখিত উভয় ক্ষেত্রেই অনেক সহায়ক হয়েছে। ইংরেজির ক্ষেত্রে আগের জানা গ্রামার থেকেই কাজ হয়ে গেছে, শুধু বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করেছি।

লিটারেচার অংশের জন্য বাজারের একটি ডাইজেস্ট থেকে পড়েছি। এলিজাবেথান পিরিয়ড, রোম্যান্টিক পিরিয়ড আর ভিক্টোরিয়ান পিরিয়ড ভালোমতো জানা থাকলেই ৬০-৭০ শতাংশ প্রশ্নের উত্তর পারা যায়। প্রিলিতে দু-তিনটি কোটেশন আসে। এ ক্ষেত্রে শুধু বিখ্যাত যেমন—উইলিয়াম শেক্‌সপিয়ার, জন কিটস, পিবি শেলি—এ রকম কয়েকজনের কোটেশন মুখস্থ করেছিলাম এবং ৪১, ৪৩, ৪৪, ৪৫তম প্রিলিমিনারি অভিজ্ঞতায় দেখেছি, প্রতিবারই একটা করে শিওর কমন পেতাম।

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির প্রিলিমিনারির জন্য বাজারের প্রচলিত গাইড বই পড়েছি। বিগত বছরে আসা প্রশ্নগুলো খুব ভালোভাবে মাথায় রেখেছি। বিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায় বিজ্ঞানের বিষয়ে তেমন কষ্ট করতে হয়নি। প্রিলিমিনারি গণিত ও মানসিক দক্ষতার জন্য শুধু বিগত বছরের প্রশ্ন অনুশীলন করেছি।

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে রেজাল্ট পাওয়া পূর্ববর্তী সময়ে অল্প অল্প করে লিখিতের পড়াশোনা করেছি। তবে এই সময়টায় আমি ভোকাবুলারি পড়েছি খুব ভালো করে, যেটি আমার লিখিত পরীক্ষায় অনেক হেল্প করেছে। এ ছাড়া কী পড়া লাগবে আর কী পড়া লাগবে না, তার একটা তালিকা করেছি। যাই হোক, পরীক্ষার জন্য নিয়মিত পত্রিকা পড়তাম।

দিনের শুরুতেই এক-দুই ঘণ্টা পত্রিকার পেছনে ব্যয় করতাম। এ ছাড়া আউট বই (গল্প, উপন্যাস, ফিকশন, নন-ফিকশন) পড়ার অভ্যাস ছিল অনেক। এগুলোও কাজে দিয়েছে বেশ। ইংরেজি পরীক্ষায় ভালো ভোকাবুলারি জানা থাকায় তেমন কোনো সমস্যা হয়নি। বিসিএস লিখিত পরীক্ষায় একমাত্র ইংরেজি এক্সামেই পর্যাপ্ত টাইম পাওয়া যায়। কাজেই ইংরেজি রচনায়ও আমি ডেটা, কোটেশন ব্যবহার করেছি ইচ্ছেমতো।

বাংলাদেশ ও আন্তর্জাতিক পরীক্ষায় প্রতিটি প্রশ্নের শুরুতে ও শেষে একটি ভূমিকা ও উপসংহার রাখার চেষ্টা করেছি। এর সঙ্গে সম্পর্কিত কোটেশন, বিভিন্ন গুণীজনের উক্তি, পত্রিকার রিপোর্ট যুক্ত করেছি। বলা বাহুল্য, আমি পরীক্ষায় ডেটার চেয়ে কোটেশন, উক্তি বেশি ব্যবহার করেছি। কারণ, আমার কাছে মনে হয় ডেটা মনে রাখার চেয়ে কোটেশন বা উক্তি মনে রাখা অধিকতর সহজ।

বিজ্ঞান আর গণিত পরীক্ষা খুব ভালো হয়েছিল। যেহেতু বিজ্ঞানের শিক্ষার্থী ছিলাম আর টিউশনও করাতাম, কাজেই এ বিষয়গুলোতে তেমন কোনো সমস্যা হয়নি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যখন ফল পেলাম, তখন আমি ব্যাংকের চাকরি করে ভাইভার জন্য খুব বেশি প্রস্তুতি নিতে পারিনি।

এত অল্প সময়ের জন্য কী কী পড়ব, তা নিয়ে দোটানায় পড়লাম। দোটানা থেকে উদ্ধার করল ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’ বইটি। কারণ ভাইভা অভিজ্ঞতাগুলো জানলে প্রশ্নের ধরন সম্পর্কেও ভালো ধারণা পাওয়া যায়। কাজেই এই বই দিয়েই বিসিএস ভাইভার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। এ ছাড়া নিজের একাডেমিক বিষয়, চলতি ইস্যু—এগুলো যতটা পারি নিজের মতো করে ঝালাই করেই ভাইভা বোর্ডে গিয়েছিলাম। ভাইভা বোর্ডে ৩০-৩৫ মিনিটের মতো ছিলাম। সমসাময়িক থেকে শুরু করে আমার প্রথম ও সেকেন্ড চয়েজ কাস্টমস ও ট্যাক্স ক্যাডার রিলেটেড প্রশ্ন ছিল। বেশ কিছু এনালাইটিক্যাল প্রশ্ন ছিল।

শ্রদ্ধেয় বোর্ড চেয়ারম্যান স্যার আমাকে একটি জোক্‌স বলতে বলে নিজেও একটি জোক্‌স শুনিয়েছিলেন। বোর্ডে পুরোটা সময়ই নির্ভীক থাকার চেষ্টা করেছি, সব প্রশ্নের উত্তর পারিনি, নিজের মতো করে উত্তর করার চেষ্টা করেছি, কিন্তু সেরকম নার্ভাস ফিল করিনি। এটিই বোধ হয় সবচেয়ে বেশি কাজে দিয়েছিল ভাইভায়। ভাইভায় বোধ হয় ভালো নম্বরই পেয়েছি, কারণ নিজের প্রথম পছন্দের কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারেই সুপারিশপ্রাপ্ত হয়েছি। সামনে এখন অনেকটা পথ। এই পথে দেশমাতৃকার যোগ্য সন্তান হিসেবে দেশসেবায় উল্লেখযোগ্য অবদান রাখার চেষ্টাটাই থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ডেসকোর তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৭

চাকরি ডেস্ক 
ডেসকোর তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৭

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) তিনটি পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৮৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ও সহকারী প্রকৌশলী (সিভিল)। এসব পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৭ নভেম্বর থেকে শুরু হবে। চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ডেসকোর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৭ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। এসব প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপিসহ নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি এবং প্রার্থীদের অনলাইন আবেদনে পূরণ করা তথ্যাদির সমর্থনে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র মৌখিক পরীক্ষার দিন নিয়ে আসতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৪৪তম বিসিএস: ১ হাজার ৬৮১ প্রার্থীকে নিয়োগের সুপারিশ পিএসসির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০১: ০২
ফাইল ছবি
ফাইল ছবি

৪৪তম বিসিএসে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ দিয়ে সম্পূরক ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এই বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি।

জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, একই ক্যাডার এবং পছন্দক্রমের নিম্ন ক্যাডার পদের মনোনয়ন বাতিল করে ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর সম্পূরক ও সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

সম্পূরক ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০, পুলিশ ক্যাডারে ৫০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০, কর ক্যাডারে ১১, সমবায় ৮, রেলওয়ে ক্যাডারে ৭, তথ্য ক্যাডারে ১০, ডাক ক্যাডারে ২৩, বাণিজ্য ক্যাডারে ৬, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ ও খাদ্য ক্যাডারে ৩ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

অন্য ১ হাজার ২৩২ জন প্রার্থী সুপারিশ পেয়েছেন বিভিন্ন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার এবং ক্যাডারের প্রফেশনাল ও টেকনিক্যাল পদগুলোতে।

গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। তখন ১ হাজার ৬৯০ জন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন।

ফের ফলাফল প্রকাশের কারণ জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘ওই ফলে সুপারিশ পাওয়া ৩০৩ জন প্রার্থী লিখিতভাবে জানিয়েছেন তাঁরা ইতিমধ্যে বিভিন্ন ক্যাডারে কর্মরত এবং তাঁরা একই ক্যাডার বা তাঁদের পছন্দক্রমের নিচের ক্যাডারে যোগদান করবেন না। পরে নতুন করে ফল সমন্বয় করে দেখা গেছে, ওই ৩০৩ জনের ৪৩ জন তাঁদের পছন্দক্রম অনুযায়ী ওপরের ক্যাডারে মনোনয়ন যোগ্য।’

তিনি আরও বলেন, ‘ওই ৪৩ জনকে পছন্দক্রম অনুযায়ী ওপরের ক্যাডারে ও আগে মনোনয়ন না পাওয়া ২৫৭ জনকে নতুন করে মনোনয়ন দিয়ে সম্পূরক ফল প্রকাশ করা হয়েছে। আর বিএড-এমএড সনদ না থাকায় টিচার্স ট্রেনিং কলেজে সুপারিশ পাওয়া পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। পুরো ফল সমন্বয় করে মোট ১ হাজার ৬৮১ জন মনোনয়ন দিয়ে সম্পূরক ও সমন্বিত ফলাফল প্রকাশ করা হলো।’

গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর সংশোধিত বিধি ১৭ মোতাবেক ক্ষমতা পেয়ে পিএসসি ৪৪তম বিসিএসের সম্পূরক ফল দিল।

গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে, একই ক্যাডার বা সার্ভিসে আগে নির্বাচিত কিংবা কর্মরত কোনো প্রার্থীকে ভবিষ্যতের বিসিএস পরীক্ষায় পুনরায় ওই একই ক্যাডারে সুপারিশ না করার বিধান যুক্ত করা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

২৪ হাজার টাকা বেতনে ঢামেকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির দুই ক্যাটাগরির পদে মোট দুজনকে নিয়োগ দেওয়া হবে। ২ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, শটহ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ গতি থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম ও সংখ্যা মুয়াজ্জিন, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল ডিগ্রি। কোনো মসজিদে অন্যূন ২ বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

বয়সসীমা: ১৮-৩২ বছর।

আবেদন ফি: ১১২ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ওয়ালটনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১০০

চাকরি ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ফিল্ড অফিসার, (হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট)।

পদ সংখ্যা: ১০০টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: অবশ্যই মোটরসাইকেল চালনা জানতে হবে।

অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ।

বয়সসীমা: ২২–৩০ বছর।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ভ্রমণ ভাতার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত