Ajker Patrika

১৪০ জন নেবে নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২: ২৪
১৪০ জন নেবে নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সম্প্রতি শূন্য পদে রাজস্ব খাতের তিনটি পদে মোট ১৪০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৬.১০.২০২১ অক্টোবর পর্যন্ত।

পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক। 
পদের সংখ্যা: ১২টি।
প্রার্থীর ধরন: পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস হতে হবে।
বেতন: ৯৩০০- ২২,৪৯০ টাকা। (গ্রেড-১৬, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)

পদের নাম: পরিবার কল্যাণ সহকারী।
পদের সংখ্যা: ১২০টি।
প্রার্থীর ধরন: নারী।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। 
বেতন: ৯০০০-২১,৮০০ টাকা। (গ্রেড-১৭, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।  

পদের নাম: আয়া।
পদের সংখ্যা: ২২টি।
প্রার্থীর ধরন: নারী।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ৮ম শ্রেণি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে।  
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।  

বয়সসীমা: ২৫ মার্চ, ২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

পরীক্ষার ফি: পরিবার পরিকল্পনা সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের জন্য নির্ধারিত পরীক্ষা ফি বাবদ ১১২ টাকা (পরীক্ষার ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা) এবং পরিবারকল্যাণ সহকারী ও আয়া পদের জন্য নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা (পরীক্ষার ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা) জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা (http://dgfpnao.teletalk.com.bd/home.php) ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর সময় ০৭ সেপ্টেম্বর, ২০২১ (সকাল ১০টা)।  বিস্তারিত জানতে পারেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চট্টগ্রামের ওয়েবসাইটে গিয়ে।
আবেদনের শেষ সময়: ০৬ অক্টোবর, ২০২১।

সূত্র: অফিশিয়াল ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত