Ajker Patrika

কাবা শরিফে শায়খ সুদাইসের চার দশক

ইসলাম ডেস্ক
কাবা শরিফে শায়খ সুদাইসের চার দশক

শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস বিশ্বের মুসলিমদের কাছে পরিচিত এক নাম। সম্প্রতি তিনি ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ মক্কার মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব হিসেবে ৪০ বছর পূর্ণ করেছেন। ১৪৪৪ হিজরির ২২ শাবান মোতাবেক ২০২৩ সালের ১৫ মার্চ তাঁর ইমামতির চার দশক পূর্ণ হয়।

 ১৯৮৪ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি পবিত্র মসজিদের ইমামতির দায়িত্ব পেয়েছিলেন। পরে তিনি পবিত্র কাবাঘরের প্রধান ইমামের দায়িত্ব পান। ২০১২ সালে তাঁকে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেয় সৌদি সরকার।

শায়খ আবদুর রহমান আল-সুদাইস ১৯৬০ সালের ১০ ফেব্রুয়ারি সৌদি আরবের কাসিম অঞ্চলের বুকাইরায় জন্মগ্রহণ করেন। বনু আসাদ বিন রবিয়া বিন নাজার গোত্রের আনজা শাখার সন্তান তিনি। তাঁর বাবার নাম আবদুল আজিজ ও মায়ের নাম ফাহদা রউফ। কাসিমে বেড়ে উঠলেও পরে রিয়াদে পাড়ি জমান। শৈশব থেকেই উত্তম আচার-ব্যবহারের জন্য পরিচিত ছিলেন।

শায়খ আল-সুদাইস মা-বাবার অনুপ্রেরণায় মাত্র ১২ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। এরপর রিয়াদের মুসান্না বিন হারেসা ইবতেদায়ি মাদ্রাসায় প্রাথমিক পড়াশোনা করেন। ১৯৭৯ সালে তিনি মাহাদ আল-রিয়াদ আল-ইলমি থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৮৭ সালে ইমাম মুহাম্মাদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উসুলুল ফিকাহ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৯৫ সালে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে দুবাই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের বর্ষসেরা ইসলামি ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পুরস্কার লাভ করেন। 

সূত্র: দ্য ডেইলি রিয়েলিটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত