মুফতি ইশমাম আহমেদ
প্রশ্ন: ঋতুস্রাবের সময় নারীরা কোন কোন আমল করতে পারবে? জিকির, তাসবিহ ও সকাল-সন্ধ্যার দোয়াগুলো কি পাঠ করা যাবে? শরিয়তের আলোকে জানালে কৃতজ্ঞ থাকব।
জাহানারা বেগম, কুমিল্লা
উত্তর: ঋতুস্রাব চলাকালে সব ধরনের নামাজ আদায় ও রোজা রাখা নিষিদ্ধ। পরে এই সময়ের ফরজ নামাজগুলোর কাজা করতে হয় না। তবে ফরজ রোজা ছুটে গেলে পরে আদায় করে নিতে হয়। আয়েশা (রা.) বলেন, আমরা নবী (সা.)-এর সময়ে ঋতুমতী হলে নামাজের কাজা করতাম না।’ (মুসলিম: ৩৩৫)
এই বিশেষ সময়ে কোরআন তিলাওয়াত করাও নিষেধ। কারণ ঋতুস্রাবের কারণে গোসল আবশ্যক হয়ে যায়। আর গোসল আবশ্যক হলে কোরআন তিলাওয়াত নাজায়েজ। রাসুল (সা.) বলেন, ‘ঋতুমতী নারী ও গোসল ফরজ হওয়া ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে না।’ (তিরমিজি: ১৩১)
পবিত্র কোরআন স্পর্শ না করে এবং পুরো আয়াত তিলাওয়াত না করে যদি কয়েক শব্দ বা আয়াতের একাংশ তিলাওয়াত করা হয়, তবে কোনো সমস্যা নেই। এ ছাড়া পবিত্র কোরআনের যেসব আয়াত দোয়া হিসেবে পাঠ করা হয়, সেগুলো কেবল দোয়া হিসেবে পাঠ করলেও কোনো সমস্যা নেই। নারী যদি কোরআনের শিক্ষক হন, তবে শিক্ষার্থীদের পড়ানোর সময় পুরো আয়াত একসঙ্গে তিলাওয়াত না করে ভেঙে ভেঙে দু-এক শব্দ করে পড়াতে কোনো সমস্যা নেই।
হজের সময় ঋতুস্রাব শুরু হলে পবিত্র কাবাঘর তাওয়াফ করা ছাড়া বাকি সব ইবাদত যথানিয়মে পালন করতে হবে। তাওয়াফ পরে কাজা আদায় করে নেবে।
ঋতুস্রাবের সময় সব ধরনের দোয়া ও তাসবিহ পাঠ করা যাবে। হাদিসে এসেছে, রাসুল (সা.) সব সময় আল্লাহর স্মরণ করতেন। (মুসলিম: ৭১২) কারণ দোয়া বা তাসবিহ পাঠের জন্য পবিত্রতা জরুরি নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন: ৬০)
সুতরাং এই সময়ে নারীরা কালিমা তাইয়েবা, কালিমা শাহাদাত, কালিমা তাওহিদ, দুরুদ শরিফ, ইস্তিগফার, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাসসহ সব ধরনের দোয়া ও জিকির করতে পারবেন। এ ছাড়া আজানের জবাব দিতেও কোনো সমস্যা নেই। (ফাতাওয়া হিন্দিয়া: ১/ ৩৮)
উত্তর দিয়েছেন: ইসলামবিষয়ক গবেষক
প্রশ্ন: ঋতুস্রাবের সময় নারীরা কোন কোন আমল করতে পারবে? জিকির, তাসবিহ ও সকাল-সন্ধ্যার দোয়াগুলো কি পাঠ করা যাবে? শরিয়তের আলোকে জানালে কৃতজ্ঞ থাকব।
জাহানারা বেগম, কুমিল্লা
উত্তর: ঋতুস্রাব চলাকালে সব ধরনের নামাজ আদায় ও রোজা রাখা নিষিদ্ধ। পরে এই সময়ের ফরজ নামাজগুলোর কাজা করতে হয় না। তবে ফরজ রোজা ছুটে গেলে পরে আদায় করে নিতে হয়। আয়েশা (রা.) বলেন, আমরা নবী (সা.)-এর সময়ে ঋতুমতী হলে নামাজের কাজা করতাম না।’ (মুসলিম: ৩৩৫)
এই বিশেষ সময়ে কোরআন তিলাওয়াত করাও নিষেধ। কারণ ঋতুস্রাবের কারণে গোসল আবশ্যক হয়ে যায়। আর গোসল আবশ্যক হলে কোরআন তিলাওয়াত নাজায়েজ। রাসুল (সা.) বলেন, ‘ঋতুমতী নারী ও গোসল ফরজ হওয়া ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে না।’ (তিরমিজি: ১৩১)
পবিত্র কোরআন স্পর্শ না করে এবং পুরো আয়াত তিলাওয়াত না করে যদি কয়েক শব্দ বা আয়াতের একাংশ তিলাওয়াত করা হয়, তবে কোনো সমস্যা নেই। এ ছাড়া পবিত্র কোরআনের যেসব আয়াত দোয়া হিসেবে পাঠ করা হয়, সেগুলো কেবল দোয়া হিসেবে পাঠ করলেও কোনো সমস্যা নেই। নারী যদি কোরআনের শিক্ষক হন, তবে শিক্ষার্থীদের পড়ানোর সময় পুরো আয়াত একসঙ্গে তিলাওয়াত না করে ভেঙে ভেঙে দু-এক শব্দ করে পড়াতে কোনো সমস্যা নেই।
হজের সময় ঋতুস্রাব শুরু হলে পবিত্র কাবাঘর তাওয়াফ করা ছাড়া বাকি সব ইবাদত যথানিয়মে পালন করতে হবে। তাওয়াফ পরে কাজা আদায় করে নেবে।
ঋতুস্রাবের সময় সব ধরনের দোয়া ও তাসবিহ পাঠ করা যাবে। হাদিসে এসেছে, রাসুল (সা.) সব সময় আল্লাহর স্মরণ করতেন। (মুসলিম: ৭১২) কারণ দোয়া বা তাসবিহ পাঠের জন্য পবিত্রতা জরুরি নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন: ৬০)
সুতরাং এই সময়ে নারীরা কালিমা তাইয়েবা, কালিমা শাহাদাত, কালিমা তাওহিদ, দুরুদ শরিফ, ইস্তিগফার, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাসসহ সব ধরনের দোয়া ও জিকির করতে পারবেন। এ ছাড়া আজানের জবাব দিতেও কোনো সমস্যা নেই। (ফাতাওয়া হিন্দিয়া: ১/ ৩৮)
উত্তর দিয়েছেন: ইসলামবিষয়ক গবেষক
মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য এক অনন্য উপহার পবিত্র কোরআন। এটি নিছক কোনো গ্রন্থ নয়—হিদায়াত, রহমত ও জ্ঞানের এক অফুরন্ত ভান্ডার। এই মহাগ্রন্থ মানবজাতির জন্য পথপ্রদর্শক, মানুষকে পথভ্রষ্টের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এটি রোগাক্রান্ত হৃদয়ের এক মহৌষধ, মানুষকে সঠিক পথের দিশা দেয়। এটি মুমিনের
১৫ ঘণ্টা আগেনামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
২১ ঘণ্টা আগেআল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন—এর মানে এই নয়, আল্লাহ পাক আপনাকে সম্পদের অপচয় করার অধিকার দিয়েছেন। বরং এই যে সম্পদ, যা নিয়ে মানুষের অহংকারের শেষ নেই—এই সম্পদ কাল কিয়ামতের দিন বিপদের কারণ হয়ে উঠতে পারে। কারণ, আল্লাহ পাক সম্পদের হিসাব চাইবেন।
১ দিন আগেপবিত্র কোরআন—যে গ্রন্থের আলোয় আলোকিত হয়ে ওঠে মুমিন হৃদয়। দিশেহারা মানুষ পায় সঠিক পথের দিশা। এ গ্রন্থে রয়েছে উপদেশ গ্রহণে আগ্রহীদের জন্য অনন্য উপদেশ। আর যারা মুখ ফিরিয়ে নেয় কোরআন থেকে, তাদের জন্য এতে বর্ণিত হয়েছে সতর্কবার্তা।
২ দিন আগে