Ajker Patrika

রাগ দমনের গুরুত্ব ও নিয়ন্ত্রণের উপায়

ইসলাম ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাগ মানুষের একটি মন্দ স্বভাব—যা মানুষের জীবনের সুখ-শান্তি কেড়ে নেয়। অতিরিক্ত রাগ মানুষের বিবেক বোধকে নষ্ট করে দেয়, স্মৃতিশক্তি লোপ করে এবং সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। তাই ইসলামে রাগ নিয়ন্ত্রণের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে।

রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব ও উপকারিতা

যাঁরা রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাঁরা মহান আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা তাঁদের অনেক ভালোবাসেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘আর যারা সচ্ছল ও অস্বচ্ছল উভয় অবস্থায়ই অর্থ সম্পদ ব্যয় করে। আর যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। নিশ্চয়ই আল্লাহ এ ধরনের সৎকর্মশীলদের অত্যন্ত ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৩৪)

রাগ নিয়ন্ত্রণ করা মানুষের উত্তম বৈশিষ্ট্য। রাগ নিয়ন্ত্রণ করলে ইহকাল ও পরকাল উভয় জীবনেই রয়েছে শান্তি ও পুরস্কার। রাসুল (সা.) রাগ নিয়ন্ত্রণ করাকে বীরত্ব হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘প্রকৃত বীর হলো সে-ই, যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে।’ (সুনানে আবু দাউদ: ৪৭৭৯)

অন্য এক হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘সে প্রকৃত বীর নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়। বরং সে-ই প্রকৃত বীর, যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।’ (সহিহ্ বুখারি: ৫৬৮৪)

রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব বিষয়ে হাদিস শরিফে একটি বর্ণনা রয়েছে। একবার এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে বললেন, ‘আপনি আমাকে অসিয়ত করুন।’ রাসুল (সা.) বললেন, ‘তুমি রাগ করো না।’ ওই ব্যক্তি কয়েকবার একই কথা বলেন এবং রাসুল (সা.) প্রতিবারই তাঁকে বললেন, ‘তুমি রাগ করো না।’ (সহিহ বুখারি ৮/১৩৭)

রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখা জান্নাত লাভের সহজ মাধ্যম। বদমেজাজি ব্যক্তির জন্য জান্নাত লাভ করা কঠিন। এ বিষয়ে হাদিসে এসেছে, ‘অশ্লীল ভাষা ব্যবহারকারী ও উগ্র মেজাজের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।’ (সুনানে আবু দাউদ: ৪১৬৮)

এই হাদিস দ্বারা বোঝা যায়—রাগী ব্যক্তির পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এবং রাগ নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

রাগ নিয়ন্ত্রণের উপায়

রাগের সময় কিছু পদ্ধতি অবলম্বন করলে ধীরে ধীরে রাগ নিয়ন্ত্রণে চলে আসে। রাগ নিয়ন্ত্রণের কিছু উপায় হলো—

  • ১. অজু করা: কারও রাগ এলে সঙ্গে সঙ্গে অজু করে নেওয়া। এতে রাগ কমে যায়।
  • ২. চুপচাপ থাকা: রাগের সময় কোনো কথা না বলে যথাসম্ভব চুপ করে থাকা। কেননা, রাগের মাথায় বেশি কথা বললে তর্ক বা রাগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • ৩. অবস্থা পরিবর্তন করা: কারও রাগ এলে তার নিজের অবস্থান পরিবর্তন করা। অর্থাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ এলে বসে বা শুয়ে পড়া।
  • ৪. অন্য কাজে মনোযোগ দেওয়া: রাগের কারণ থেকে মনোযোগ সরিয়ে অন্য কিছুতে মনোযোগ দেওয়া। এতে ধীরে ধীরে রাগটা শেষ হয়ে যায়।
  • ৫. ক্ষমা করে দেওয়া: রাগকে ভুলে গিয়ে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া। নিজের মধ্যে সর্বদা ক্ষমার মানসিকতা তৈরি রাখা।
  • ৬. দোয়া পড়া: রাগের নিয়ন্ত্রণের জন্য সর্বদা ‘আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ পাঠ করা। যার অর্থ, ‘আমি বিতাড়িত শয়তানের কু-মন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় চাই।’

রাগ মানুষের ইহকাল ও পরকাল দুটোই ধ্বংস করে। রাগ শয়তানের পক্ষ থেকে আসে। তাই আমাদের সর্বদা রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের রাগ সংবরণকারীদের অন্তর্ভুক্ত করুন।

লেখক: শামসুন্নাহার সুমনা, প্রাবন্ধিক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত