জুবাইদা বিনতে জাফর
মারজিয়া তাবাসসুম
জুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
জুবাইদা যেমন সুন্দরী ও ধনী ছিলেন, তেমনি ধার্মিক ও অমায়িক ছিলেন। ১৬৫ হিজরিতে চাচাতো ভাই হারুনুর রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর প্রাসাদকে মৌচাক বলা হতো। কারণ, প্রাসাদ থেকে সারা দিন মৌমাছির গুঞ্জনের মতো কোরআন তিলাওয়াতের আওয়াজ ভেসে আসত। মূলত তিনি প্রাসাদে ১০০ নারী হাফেজকে কোরআন তিলাওয়াতের জন্য নিয়োগ দিয়েছিলেন।
জুবাইদা জনহিতৈষী ও মানবিক মননশীলতার অধিকারী ছিলেন। ‘নহরে জুবাইদা’ তাঁর অমর কীর্তি। এটি একটি দীর্ঘ খাল বিশেষ, যা ইরাকের মসুল নগরীর নুমান উপত্যকা থেকে উৎসারিত হয়ে তায়েফের পাশ দিয়ে আরাফাত ও উরনাহ উপত্যকা দিয়ে প্রবাহিত হয়ে মক্কার দিকে চলে গেছে। হাজার বছর আগের এই নহরের কিছু ধ্বংসাবশেষ এখনো দেখা যায়।
মূলত জুবাইদার এক স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আব্বাসি খেলাফতের প্রধান বিচারপতি বলেছিলেন, ‘জুবাইদার মাধ্যমে এমন এক মহৎ কাজ পরিচালিত হবে, যেটি থেকে সমগ্র পৃথিবীর মানুষ উপকৃত হবে।’ তখন থেকে বড় একটি কাজ করার জন্য তিনি ভাবছিলেন। হিজরি ১৯৩ সালে, খলিফা হারুনুর রশিদের মৃত্যুর পর পবিত্র হজ পালনের জন্য মক্কায় গমনকালে জুবাইদা হাজিদের পানির তীব্র সংকটে ভুগতে দেখেন, যা তাঁকে বিচলিত করে এবং তাৎক্ষণিক একটি দীর্ঘ খাল খননের সিদ্ধান্ত নেন।
বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করলেন জুবাইদা। তাঁরা জানালেন, এটি অনেক বড় অঙ্কের বাজেটের বিষয়। জুবাইদা দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। যত অর্থ ব্যয় হোক, তাঁর খাল খনন করতে হবে। মানুষের এ দুর্দশা কাটাতে হবে। সব বাধা কাটিয়ে অবশেষে তা বাস্তবায়ন করা সম্ভব হয়। নহরে জুবাইদা খননে ব্যয় হয়েছিল তৎকালীন সময়ের প্রায় ১৭ লাখ দিনার।
শুধু নহর নয়, ইরাক থেকে মক্কা পর্যন্ত ১ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের সংস্কারও একই সঙ্গে সম্পন্ন হয়। পর্যটক ইবনে বতুতা বলেন, ‘মক্কা থেকে বাগদাদের পথে প্রতিটি জলাশয়, পুল বা কূপ জুবাইদার অবদান। যদি এ সড়কের জন্য তাঁর উদ্বেগ না থাকত, তবে তা সম্ভব হতো না।’
জুবাইদা অত্যন্ত দানশীল ও ইবাদতগুজার ছিলেন। তাঁর বদান্যতার বর্ণনা দিয়ে ইতিহাসবেত্তা খতিব আল-বাগদাদি লিখেছেন, ‘কোনো এক হজের মৌসুমে মাত্র ৬০ দিনে তিনি হাজিদের প্রায় ৫ কোটি ৪০ লাখ দিনার দান করেছিলেন।’
জুবাইদা ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও যুক্ত ছিলেন। নিজের ব্যবসার কাজে লোক নিয়োগ করে বেকারত্ব দূর করতেন। শিক্ষাগত যোগ্যতায় অনন্য ছিলেন। চারিত্রিক গুণাবলির পাশাপাশি কোরআন-হাদিস ও ফিকহ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। পাশাপাশি ইতিহাস, সাহিত্য ও চিকিৎসাবিদ্যায় তাঁর দক্ষতা ছিল।
২১৬ হিজরির ২৩ জমাদিউস সানি মহীয়সী জুবাইদা পরলোক গমন করেন। তাঁর কর্মমুখর জীবনে জনকল্যাণকামী, উদ্যোক্তা কিংবা জ্ঞান অর্জনে ব্রত নারীদের জন্য রয়েছে যথেষ্ট অনুপ্রেরণার উপাদান।
লেখক: শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
জুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
জুবাইদা যেমন সুন্দরী ও ধনী ছিলেন, তেমনি ধার্মিক ও অমায়িক ছিলেন। ১৬৫ হিজরিতে চাচাতো ভাই হারুনুর রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর প্রাসাদকে মৌচাক বলা হতো। কারণ, প্রাসাদ থেকে সারা দিন মৌমাছির গুঞ্জনের মতো কোরআন তিলাওয়াতের আওয়াজ ভেসে আসত। মূলত তিনি প্রাসাদে ১০০ নারী হাফেজকে কোরআন তিলাওয়াতের জন্য নিয়োগ দিয়েছিলেন।
জুবাইদা জনহিতৈষী ও মানবিক মননশীলতার অধিকারী ছিলেন। ‘নহরে জুবাইদা’ তাঁর অমর কীর্তি। এটি একটি দীর্ঘ খাল বিশেষ, যা ইরাকের মসুল নগরীর নুমান উপত্যকা থেকে উৎসারিত হয়ে তায়েফের পাশ দিয়ে আরাফাত ও উরনাহ উপত্যকা দিয়ে প্রবাহিত হয়ে মক্কার দিকে চলে গেছে। হাজার বছর আগের এই নহরের কিছু ধ্বংসাবশেষ এখনো দেখা যায়।
মূলত জুবাইদার এক স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আব্বাসি খেলাফতের প্রধান বিচারপতি বলেছিলেন, ‘জুবাইদার মাধ্যমে এমন এক মহৎ কাজ পরিচালিত হবে, যেটি থেকে সমগ্র পৃথিবীর মানুষ উপকৃত হবে।’ তখন থেকে বড় একটি কাজ করার জন্য তিনি ভাবছিলেন। হিজরি ১৯৩ সালে, খলিফা হারুনুর রশিদের মৃত্যুর পর পবিত্র হজ পালনের জন্য মক্কায় গমনকালে জুবাইদা হাজিদের পানির তীব্র সংকটে ভুগতে দেখেন, যা তাঁকে বিচলিত করে এবং তাৎক্ষণিক একটি দীর্ঘ খাল খননের সিদ্ধান্ত নেন।
বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করলেন জুবাইদা। তাঁরা জানালেন, এটি অনেক বড় অঙ্কের বাজেটের বিষয়। জুবাইদা দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। যত অর্থ ব্যয় হোক, তাঁর খাল খনন করতে হবে। মানুষের এ দুর্দশা কাটাতে হবে। সব বাধা কাটিয়ে অবশেষে তা বাস্তবায়ন করা সম্ভব হয়। নহরে জুবাইদা খননে ব্যয় হয়েছিল তৎকালীন সময়ের প্রায় ১৭ লাখ দিনার।
শুধু নহর নয়, ইরাক থেকে মক্কা পর্যন্ত ১ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের সংস্কারও একই সঙ্গে সম্পন্ন হয়। পর্যটক ইবনে বতুতা বলেন, ‘মক্কা থেকে বাগদাদের পথে প্রতিটি জলাশয়, পুল বা কূপ জুবাইদার অবদান। যদি এ সড়কের জন্য তাঁর উদ্বেগ না থাকত, তবে তা সম্ভব হতো না।’
জুবাইদা অত্যন্ত দানশীল ও ইবাদতগুজার ছিলেন। তাঁর বদান্যতার বর্ণনা দিয়ে ইতিহাসবেত্তা খতিব আল-বাগদাদি লিখেছেন, ‘কোনো এক হজের মৌসুমে মাত্র ৬০ দিনে তিনি হাজিদের প্রায় ৫ কোটি ৪০ লাখ দিনার দান করেছিলেন।’
জুবাইদা ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও যুক্ত ছিলেন। নিজের ব্যবসার কাজে লোক নিয়োগ করে বেকারত্ব দূর করতেন। শিক্ষাগত যোগ্যতায় অনন্য ছিলেন। চারিত্রিক গুণাবলির পাশাপাশি কোরআন-হাদিস ও ফিকহ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। পাশাপাশি ইতিহাস, সাহিত্য ও চিকিৎসাবিদ্যায় তাঁর দক্ষতা ছিল।
২১৬ হিজরির ২৩ জমাদিউস সানি মহীয়সী জুবাইদা পরলোক গমন করেন। তাঁর কর্মমুখর জীবনে জনকল্যাণকামী, উদ্যোক্তা কিংবা জ্ঞান অর্জনে ব্রত নারীদের জন্য রয়েছে যথেষ্ট অনুপ্রেরণার উপাদান।
লেখক: শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার মন-মানসিকতা ও চরিত্রে নিহিত। বাহ্যিক চাকচিক্যের চাইতে সুস্থ চিন্তা, সদাচরণ, মানবিক গুণাবলিই মানুষের সত্যিকারের পরিচয়। ইসলাম কেবল ইবাদত নির্ভর ধর্ম নয়, বরং এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং মানবিক কল্যাণে ইসলাম অনন্য ভূমিকা পালন করে।
১০ ঘণ্টা আগেনামাজ মহান আল্লাহ তাআলার সঙ্গে বান্দার এক গভীর সংযোগের মাধ্যম। এই ইবাদত আদায়ের সময় আমাদের উচিত সর্বোচ্চ মনোযোগ ও বিনয় বজায় রাখা। তাই নামাজের মধ্যে কোনো কিছু বিঘ্ন ঘটলে তা থেকে সতর্ক থাকা অপরিহার্য।
২১ ঘণ্টা আগেরাজধানী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা। আগামীকাল বৃহস্পতিবার সকালে এই মেলার উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সি সূত্রে এই তথ্য জানা গেছে।
১ দিন আগেমানুষ সমাজবদ্ধ জীব। তার জীবন কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিবার ও আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক ও সুশৃঙ্খল বন্ধনের মাধ্যমে জীবনের পরিপূর্ণতা আসে। ইসলামে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনের পরিভাষায় একে বলা হয় ‘সিলায়ে রেহমি’ এবং এটি রক্ষা করাকে ওয়াজিব...
১ দিন আগে