ইজাজুল হক, ঢাকা
সংযুক্ত আরব আমিরাতের শারজায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক সিভিলাইজেশন ১৯৯৬ সালে প্রথম যাত্রা শুরু করে। জাদুঘরটি পরে শারজার শাসক শায়খ ড. সুলতান বিন মুহাম্মদ আল-কাসিমির নির্বাহী আদেশে একটি স্থানীয় মার্কেটে পরিণত করা হয়। ২০০৮ সালে ফের জাদুঘরটি নতুনভাবে সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়।
এই জাদুঘরে হিজরি সনের প্রথম শতাব্দী থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সময়ের পাঁচ হাজারের বেশি ইসলামি সংস্কৃতি-সভ্যতার নিদর্শন রয়েছে। তন্মধ্যে ক্যালিগ্রাফি, খোদাই পাথর, সিরামিক, কয়েন, কাচ, পাণ্ডুলিপি, ধাতব মুদ্রা, বৈজ্ঞানিক আবিষ্কার ইত্যাদি উল্লেখযোগ্য। মুসলিম বিশ্বের বিভিন্ন স্থান থেকে এসব নিদর্শন সংগ্রহ করা হয়েছে।
সময়কাল অনুসারে সাতটি গ্যালারিতে ভাগ করে এই নিদর্শনগুলো প্রদর্শিত হয়। দর্শনার্থীরা এখানে এসে ইসলামের ইতিহাস, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান ও ইসলামি যুগের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে পারেন।
আবু বকর গ্যালারি অব ইসলামিক ফেইথে ইসলামের মূলনীতি এবং পবিত্র কোরআনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। এখানে ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভ, ইসলামি বিশ্বাসের ভিত্তিবিষয়ক তথ্য উপস্থাপন করা হয়েছে এবং হজ ও ওমরাহর আচার-অনুষ্ঠান সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে দর্শক পবিত্র কাবাঘরের নৃতাত্ত্বিক অংশ, কিসওয়াহ বা গিলাফ, কোরআনের বিরল ও ঐতিহাসিক পাণ্ডুলিপিসহ ইউরোপ ও মুসলিম বিশ্বের বিভিন্ন মসজিদের স্থাপত্যশৈলীর সঙ্গেও পরিচিত হতে পারেন।
ইবনুল-হাইসাম গ্যালারি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মুসলিম বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ সব বৈজ্ঞানিক সাফল্য ও অবদানের কথা তুলে ধরা হয়েছে।
অত্যাধুনিক প্রযুক্তির ত্রিমাত্রিক মডেল, অডিও ভিজ্যুয়াল ও বিস্তারিত তথ্যের সাহায্যে এসব আবিষ্কার, উদ্ভাবন ও তত্ত্বের তালিকা দর্শকদের সামনে তুলে ধরার ব্যবস্থা রয়েছে। মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত অ্যাস্ট্রোলেব ও এলিফ্যান্ট ক্লকের নমুনা এগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
ইসলামিক আর্টের চারটি গ্যালারির প্রথমটিতে মৃৎশিল্প, ধাতব কাজ, কাঠের খোদাই, পাণ্ডুলিপি এবং কাপড় বোনার ইসলামি ঐতিহ্য দেখানো হয়েছে। এতে ইসলামের শুরু থেকে প্রথম ৭০০ বছরের নিদর্শনগুলো স্থান পেয়েছে। দ্বিতীয়টিতে পরের ৭০০ বছরের গুরুত্বপূর্ণ ইসলামি শিল্পকর্মগুলো স্থান পেয়েছে। তৃতীয় ও চতুর্থ গ্যালারিতে স্থান পেয়েছে আধুনিক সময়ে ইসলামি শিল্পকলা, ক্যালিগ্রাফি, সামরিক সরঞ্জাম ও কারুশিল্পের উৎকর্ষের কথা।
ইসলামি যুগের বিভিন্ন মুদ্রা প্রদর্শনের জন্য রয়েছে স্বতন্ত্র গ্যালারি। দেড় হাজার বছরের ইসলামের ইতিহাসের বিখ্যাত অনেক শাসকের মুদ্রা এখানে স্থান পেয়েছে, যা সভ্যতার উত্থান-পতনের সাক্ষ্য হয়ে দর্শনার্থীদের চোখে ধরা দেয়। এ ছাড়া অস্থায়ীভাবে প্রদর্শনীর আয়োজনের জন্য রয়েছে আলাদা গ্যালারি। যেখানে নিয়মিত বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীগুলো হয়ে থাকে।
সূত্র: শারজা মিউজিয়াম ডটএই
সংযুক্ত আরব আমিরাতের শারজায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক সিভিলাইজেশন ১৯৯৬ সালে প্রথম যাত্রা শুরু করে। জাদুঘরটি পরে শারজার শাসক শায়খ ড. সুলতান বিন মুহাম্মদ আল-কাসিমির নির্বাহী আদেশে একটি স্থানীয় মার্কেটে পরিণত করা হয়। ২০০৮ সালে ফের জাদুঘরটি নতুনভাবে সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়।
এই জাদুঘরে হিজরি সনের প্রথম শতাব্দী থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সময়ের পাঁচ হাজারের বেশি ইসলামি সংস্কৃতি-সভ্যতার নিদর্শন রয়েছে। তন্মধ্যে ক্যালিগ্রাফি, খোদাই পাথর, সিরামিক, কয়েন, কাচ, পাণ্ডুলিপি, ধাতব মুদ্রা, বৈজ্ঞানিক আবিষ্কার ইত্যাদি উল্লেখযোগ্য। মুসলিম বিশ্বের বিভিন্ন স্থান থেকে এসব নিদর্শন সংগ্রহ করা হয়েছে।
সময়কাল অনুসারে সাতটি গ্যালারিতে ভাগ করে এই নিদর্শনগুলো প্রদর্শিত হয়। দর্শনার্থীরা এখানে এসে ইসলামের ইতিহাস, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান ও ইসলামি যুগের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে পারেন।
আবু বকর গ্যালারি অব ইসলামিক ফেইথে ইসলামের মূলনীতি এবং পবিত্র কোরআনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। এখানে ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভ, ইসলামি বিশ্বাসের ভিত্তিবিষয়ক তথ্য উপস্থাপন করা হয়েছে এবং হজ ও ওমরাহর আচার-অনুষ্ঠান সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে দর্শক পবিত্র কাবাঘরের নৃতাত্ত্বিক অংশ, কিসওয়াহ বা গিলাফ, কোরআনের বিরল ও ঐতিহাসিক পাণ্ডুলিপিসহ ইউরোপ ও মুসলিম বিশ্বের বিভিন্ন মসজিদের স্থাপত্যশৈলীর সঙ্গেও পরিচিত হতে পারেন।
ইবনুল-হাইসাম গ্যালারি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মুসলিম বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ সব বৈজ্ঞানিক সাফল্য ও অবদানের কথা তুলে ধরা হয়েছে।
অত্যাধুনিক প্রযুক্তির ত্রিমাত্রিক মডেল, অডিও ভিজ্যুয়াল ও বিস্তারিত তথ্যের সাহায্যে এসব আবিষ্কার, উদ্ভাবন ও তত্ত্বের তালিকা দর্শকদের সামনে তুলে ধরার ব্যবস্থা রয়েছে। মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত অ্যাস্ট্রোলেব ও এলিফ্যান্ট ক্লকের নমুনা এগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
ইসলামিক আর্টের চারটি গ্যালারির প্রথমটিতে মৃৎশিল্প, ধাতব কাজ, কাঠের খোদাই, পাণ্ডুলিপি এবং কাপড় বোনার ইসলামি ঐতিহ্য দেখানো হয়েছে। এতে ইসলামের শুরু থেকে প্রথম ৭০০ বছরের নিদর্শনগুলো স্থান পেয়েছে। দ্বিতীয়টিতে পরের ৭০০ বছরের গুরুত্বপূর্ণ ইসলামি শিল্পকর্মগুলো স্থান পেয়েছে। তৃতীয় ও চতুর্থ গ্যালারিতে স্থান পেয়েছে আধুনিক সময়ে ইসলামি শিল্পকলা, ক্যালিগ্রাফি, সামরিক সরঞ্জাম ও কারুশিল্পের উৎকর্ষের কথা।
ইসলামি যুগের বিভিন্ন মুদ্রা প্রদর্শনের জন্য রয়েছে স্বতন্ত্র গ্যালারি। দেড় হাজার বছরের ইসলামের ইতিহাসের বিখ্যাত অনেক শাসকের মুদ্রা এখানে স্থান পেয়েছে, যা সভ্যতার উত্থান-পতনের সাক্ষ্য হয়ে দর্শনার্থীদের চোখে ধরা দেয়। এ ছাড়া অস্থায়ীভাবে প্রদর্শনীর আয়োজনের জন্য রয়েছে আলাদা গ্যালারি। যেখানে নিয়মিত বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীগুলো হয়ে থাকে।
সূত্র: শারজা মিউজিয়াম ডটএই
জুমার খুতবা চলাকালে মোবাইল ব্যবহার করা যাবে? যেমন ফেসবুক স্ক্রল করা, মেসেঞ্জার চেক করা ইত্যাদি। এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
১১ ঘণ্টা আগেজুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে হয়। এটি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। প্রাপ্তবয়স্ক ও মানসিকভাবে সুস্থ সব পুরুষের জন্য জুমার নামাজ আদায় করা ফরজ। জুমার খুতবা শোনাও ওয়াজিব। তাই জুমার জন্য আগেভাগে প্রস্তুতি নিয়ে মসজিদে উপস্থিত হওয়া মুমিনের...
১১ ঘণ্টা আগেজুলুম এক অন্ধকার, যা মানবতাকে গ্রাস করার চেষ্টা করেছে প্রতিটি যুগে। কিন্তু চিরন্তন সত্য হলো, জুলুম ক্ষণস্থায়ী, আর মজলুমের বিজয় সুনিশ্চিত। মজলুমের কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। নবীজি (সা.) সতর্ক করে বলেছেন, ‘মজলুমের দোয়াকে ভয় করো। কারণ, তার (দোয়া) এবং আল্লা
১৪ ঘণ্টা আগেনবীজি (সা.) সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমতস্বরূপ। তাঁর দয়া ও ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তা পশুপাখিসহ সব প্রাণীর প্রতি প্রসারিত হয়েছিল। তবে বিড়ালের প্রতি তাঁর ভালোবাসা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। বিড়ালের প্রতি তাঁর এই ভালোবাসা ইসলামে প্রাণীর অধিকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
১৪ ঘণ্টা আগে